মস্কো, 26 সেপ্টেম্বর: মধ্য রাশিয়ার ইঝেভস্কে এক স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 13 জনের ৷ মৃতদের মধ্যে 9 জন পড়ুয়া (school students killed in Russia) ৷ আহত হয়েছে 23 জন ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা (shooting in Russia school) ৷
জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন 20 জন পড়ুয়া ৷ যে স্কুলে সোমবার হামলা চালানো হয়েছে সেখানে প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় ৷ রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, যে স্কুলে এদিন এই হামলার ঘটনা ঘটেছে সেটি মস্কো থেকে প্রায় 960 কিলোমিটার দূরে অবস্থিত (school shooting in Russia) ৷
আরও পড়ুন: শক্তিশালী টাইফুনে ফিলিপিন্সে মৃত্যু 5 উদ্ধারকর্মীর
জানা গিয়েছে, হামলাকারীর নাম আরটিওম কাজানস্তেভ (34) ৷ ঘটনার পরেই আত্মঘাতী হয় সে ৷ পুলিশ জানিয়েছে, হামলাকারী কালো পোশাক পরেছিল ৷ তার পোশাকে নাৎজি চিহ্ন ছিল বলেও জানা গিয়েছে ৷ ওই স্কুল থেকেই পাশ করেছিল সে ৷ হামলাকারী মানসিক অবসাদগ্রস্ত ছিল বলে জানা গিয়েছে ৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷