ETV Bharat / international

Next Pakistan PM : পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কি নওয়াজ শরিফের ভাই ? - বিরোধী দলনেতা শেহবাজ শরিফ

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথে ইমরান খান ৷ এই পরিস্থিতিতে পরবর্তী প্রধাবমন্ত্রীর নাম ঘোষণা করে দিলেন বিলওয়াল ভুট্টো জ়ারদারি ৷ কে তিনি (Next Pak PM Shehbaz Sharif) ?

Nawaz Sharif brother Shehbaz Sharif
পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলনেতা শেহবাজ় শরিফ
author img

By

Published : Mar 31, 2022, 12:09 PM IST

ইসলামাবাদ, 31 মার্চ : চাপ বাড়ছে ইমরান খানের উপর ৷ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটে তাঁর হার প্রায় নিশ্চিত ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷ ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর জোটসঙ্গী এমকিউএম-পি (Muttahida Qaumi Movement, MQM-P) হাত মিলিয়েছে বিরোধী শিবিরের সঙ্গে ৷ কাজেই পাকিস্তানের গদি ছাড়তে হবে প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ককে ৷ কিন্তু তাঁকে হঠিয়ে পাকিস্তানের মসনদে কাকে বসাবে বিলওয়াল ভুট্টো জারদারির বিরোধী পক্ষ (Shehbaz Sharif to be next Pakistan PM as announced by Bilawal Bhutto Zardari) ?

বুধবার একটি সাংবাদিক সম্মেলনে বেনজির-পুত্র বিরোধী দলনেতা বিলওয়াল ভুট্টো শেহবাজ় শরিফের নাম ঘোষণা করেছেন ৷ তিনি আবার পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ৷ বিলওয়াল বলেন, "ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খান সংখ্য়াগরিষ্ঠতা হারিয়েছেন ৷ খুব শিগগিরি শেহবাজ় শরিফ পাকিস্তানের মুখ্যমন্ত্রী হবেন ৷" নতুন সরকার গড়া নিয়ে একটি উচ্ছ্বসিত টুইট করেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা ৷ তিনি লিখেছেন, "এমকিউএম ঐক্যবদ্ধ বিরোধী দলকে সমর্থন জানিয়েছে ৷ তাই আমাদের জয় সুনিশ্চিত ৷ পাকিস্তানের মানুষকে শুভেচ্ছা ৷ একটা নির্বাচিত যুগ শেষ হবে ৷ আমাদের গণতন্ত্র এবং অর্থনীতি পুনরুদ্ধারে আমরা একসঙ্গে কাজ করতে পারব ৷ পাকিস্তান জিন্দাবাদ ৷"

  • With MQM announcing its support for the united opposition our victory is certain. Congratulations to the people of Pakistan. The era of selected is coming to an end. We can now, together work towards the restoration of our democracy and economic recovery. Pakistan Zindabad. https://t.co/CxnOq2uWIq pic.twitter.com/vec02VvgjB

    — BilawalBhuttoZardari (@BBhuttoZardari) March 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Imran Khan Loses Majority : সংখ্যাগরিষ্ঠতা হারাল ইমরানের দল, পাক প্রধানমন্ত্রীর গদি টলমল

কে এই শেহবাজ় শরিফ (Who is Pakistan's next Prime Minister) ?

2018-র অগস্টে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধী দলনেতা (Leader of the Opposition of Pakistan) হন শেহবাজ় শরিফ ৷ 1988-তে পঞ্জাব প্রদেশ থেকে তিনি প্রথম নির্বাচিত হন ৷ এরপর 1993-তে পঞ্জাব প্রদেশ থেকেই আরও একবার জিতে বিরোধী দলনেতার স্থান নেন ৷ 1997-এ মুখ্যমন্ত্রী হন বর্তমানে স্বেচ্ছা নির্বাসিত নওয়াজ় শরিফের ভাই ৷ 1999-তে পাকিস্তানে সামরিক অভ্যুত্থান হলে সপরিবার তিনি সৌদি আরবে চলে যান ৷ 2007 সালে পাকিস্তানে ফিরে আসেন এবং 2008-এ দ্বিতীয়বার পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ৷ 2013-তেও তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হন শেহবাজ় ৷

নওয়াজ় শরিফ গদিচ্যুত হলে ভাই শেহবাজ় পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ়-এর (Pakistan Muslim League (N)) সভাপতি নির্বাচিত হন ৷ 2019-এর ডিসেম্বরে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (National Accountability Bureau, NAB) আর্থিক প্রতারণার অভিযোগে শেহবাজ় শরিফ এবং তাঁর পুত্র হামজ়া শরিফের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ৷ 2020-তে লাহোর হাইকোর্টে তিনি গ্রেফতার হন ৷ জেলে বন্দি থাকার পর 2021-র এপ্রিলে লাহোর আদালত তাঁর জামিন মঞ্জুর করে ৷

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, শেহবাজ় শরিফ জানিয়েছেন 2022-এর এই অনাস্থা ভোটে সামরিক বাহিনী নিরপেক্ষ অবস্থান নিয়েছে ৷

ইসলামাবাদ, 31 মার্চ : চাপ বাড়ছে ইমরান খানের উপর ৷ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটে তাঁর হার প্রায় নিশ্চিত ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷ ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর জোটসঙ্গী এমকিউএম-পি (Muttahida Qaumi Movement, MQM-P) হাত মিলিয়েছে বিরোধী শিবিরের সঙ্গে ৷ কাজেই পাকিস্তানের গদি ছাড়তে হবে প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ককে ৷ কিন্তু তাঁকে হঠিয়ে পাকিস্তানের মসনদে কাকে বসাবে বিলওয়াল ভুট্টো জারদারির বিরোধী পক্ষ (Shehbaz Sharif to be next Pakistan PM as announced by Bilawal Bhutto Zardari) ?

বুধবার একটি সাংবাদিক সম্মেলনে বেনজির-পুত্র বিরোধী দলনেতা বিলওয়াল ভুট্টো শেহবাজ় শরিফের নাম ঘোষণা করেছেন ৷ তিনি আবার পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ৷ বিলওয়াল বলেন, "ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খান সংখ্য়াগরিষ্ঠতা হারিয়েছেন ৷ খুব শিগগিরি শেহবাজ় শরিফ পাকিস্তানের মুখ্যমন্ত্রী হবেন ৷" নতুন সরকার গড়া নিয়ে একটি উচ্ছ্বসিত টুইট করেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা ৷ তিনি লিখেছেন, "এমকিউএম ঐক্যবদ্ধ বিরোধী দলকে সমর্থন জানিয়েছে ৷ তাই আমাদের জয় সুনিশ্চিত ৷ পাকিস্তানের মানুষকে শুভেচ্ছা ৷ একটা নির্বাচিত যুগ শেষ হবে ৷ আমাদের গণতন্ত্র এবং অর্থনীতি পুনরুদ্ধারে আমরা একসঙ্গে কাজ করতে পারব ৷ পাকিস্তান জিন্দাবাদ ৷"

  • With MQM announcing its support for the united opposition our victory is certain. Congratulations to the people of Pakistan. The era of selected is coming to an end. We can now, together work towards the restoration of our democracy and economic recovery. Pakistan Zindabad. https://t.co/CxnOq2uWIq pic.twitter.com/vec02VvgjB

    — BilawalBhuttoZardari (@BBhuttoZardari) March 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Imran Khan Loses Majority : সংখ্যাগরিষ্ঠতা হারাল ইমরানের দল, পাক প্রধানমন্ত্রীর গদি টলমল

কে এই শেহবাজ় শরিফ (Who is Pakistan's next Prime Minister) ?

2018-র অগস্টে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধী দলনেতা (Leader of the Opposition of Pakistan) হন শেহবাজ় শরিফ ৷ 1988-তে পঞ্জাব প্রদেশ থেকে তিনি প্রথম নির্বাচিত হন ৷ এরপর 1993-তে পঞ্জাব প্রদেশ থেকেই আরও একবার জিতে বিরোধী দলনেতার স্থান নেন ৷ 1997-এ মুখ্যমন্ত্রী হন বর্তমানে স্বেচ্ছা নির্বাসিত নওয়াজ় শরিফের ভাই ৷ 1999-তে পাকিস্তানে সামরিক অভ্যুত্থান হলে সপরিবার তিনি সৌদি আরবে চলে যান ৷ 2007 সালে পাকিস্তানে ফিরে আসেন এবং 2008-এ দ্বিতীয়বার পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ৷ 2013-তেও তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হন শেহবাজ় ৷

নওয়াজ় শরিফ গদিচ্যুত হলে ভাই শেহবাজ় পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ়-এর (Pakistan Muslim League (N)) সভাপতি নির্বাচিত হন ৷ 2019-এর ডিসেম্বরে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (National Accountability Bureau, NAB) আর্থিক প্রতারণার অভিযোগে শেহবাজ় শরিফ এবং তাঁর পুত্র হামজ়া শরিফের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ৷ 2020-তে লাহোর হাইকোর্টে তিনি গ্রেফতার হন ৷ জেলে বন্দি থাকার পর 2021-র এপ্রিলে লাহোর আদালত তাঁর জামিন মঞ্জুর করে ৷

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, শেহবাজ় শরিফ জানিয়েছেন 2022-এর এই অনাস্থা ভোটে সামরিক বাহিনী নিরপেক্ষ অবস্থান নিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.