নয়াদিল্লি, 13 নভেম্বর: ইসরায়েলের হামলায় গাজায় 10 হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনাকে 'শোচনীয় ও অসম্মানজনক' মাইলস্টোন বলে ব্যাখ্যা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢড়া ৷ এত মৃত্যুর পরেও যে গাজায় যুদ্ধ বিরতির উদ্যোগ নেওয়া হচ্ছে না তা নিয়েও এদিন তাঁর এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা ৷
-
What a deplorable and disgraceful milestone…over 10,000 people killed in Gaza of which almost half are children. One child is being killed every ten minutes according to the WHO, and now tiny babies had to be removed from their incubators due to lack of oxygen and were left to…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What a deplorable and disgraceful milestone…over 10,000 people killed in Gaza of which almost half are children. One child is being killed every ten minutes according to the WHO, and now tiny babies had to be removed from their incubators due to lack of oxygen and were left to…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 13, 2023What a deplorable and disgraceful milestone…over 10,000 people killed in Gaza of which almost half are children. One child is being killed every ten minutes according to the WHO, and now tiny babies had to be removed from their incubators due to lack of oxygen and were left to…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 13, 2023
সোমবার সোশাল মিডিয়ায় কংগ্রেস নেত্রী লেখেন,"10 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে গাজাতে, যাদের মধ্যে অর্ধেকই শিশু ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি 10 মিনিটে গাজায় একটি শিশু প্রাণ হারাচ্ছে ৷ পরিস্থিতি এমন যে অক্সিজেনের অভাবে সদ্যোজাতদেরও ইনকিউবেটর থেকে বের করার মতো অবস্থা তৈরি হয়েছে ৷" এতবড় মানবিক বিপর্যয়ের পরেও গাজায় যে যুদ্ধ বিরতির ডাক দেওয়া হচ্ছে না, সেই প্রসঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, "যারা এই গণহত্যাকে সমর্থন করছেন তাদের বিবেক এখনও নড়েনি, কোনও যুদ্ধ বিরতির ডাক দেওয়া হয়নি ...শুধু আরও বোমা পড়ছে, আরও হিংসা, আরও খুন ও আরও যন্ত্রনা ৷"
যেসব রাষ্ট্র গাজার উপর ইজরায়েলের এই হামলার সমর্থন করছে তাদের সমালোচনা করে প্রিয়াঙ্কা বলেছেন, "যেসব সরকার এই ধ্বংসলীলাকে সমর্থন করছে তাদের ধিক্কার ৷ কবে এটা শেষ হবে ?"
ষষ্ঠ সপ্তাহে পড়েছে গাজার উপর ইজরায়েলের হামলা ৷ গত মাসের 7 অক্টোবর গাজার জঙ্গি সংগঠন হামাসের আক্রমণে ইজরায়েলে প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছিলেন ৷ তারপর থেকেই গাজায় হামাস জঙ্গিদের খতম করার লক্ষ্যে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ ইজরায়েলের হামলায় প্রায় 11 হাজার মানুষ প্রাণ হারিয়েছেন গাজায় ৷ এর মাঝ্যে ইজরায়েলের উপর অন্তর্জাতিক চাপ ক্রমে বাড়ছে এই সংঘর্ষ বন্ধ করার জন্য ৷ কিন্তু তাতে কর্ণপাত করতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ তিনি জানিয়েছেন, হামাস জঙ্গিদের খতম করেই থামবে ইজরায়েলি সেনা ৷
আরও পড়ুন: