ETV Bharat / international

Canada Stabbing: রক্তাক্ত কানাডা ! 10 জনের মর্মান্তিক মৃত্যুতে ব্যথিত প্রধামন্ত্রী ট্রুডো

কানাডার সাসক্য়াচুয়ানে (Saskatchewan) ভয়াবহ হামলা ৷ ধারাল অস্ত্র দিয়ে পথচলতি মানুষকে কোপাল দুই যুবক ৷ এই ঘটনাকে 'ভয়াবহ এবং হৃদয় বিদারক' (Horrific and Heartbreaking) বলে অবিহিত করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ৷

several people lost lives in Canada Stabbing incident
Canada Stabbing: রক্তাক্ত কানাডা ! 10 জনের মর্মান্তিক মৃত্যুতে ব্যথিত প্রধামন্ত্রী ট্রুডো
author img

By

Published : Sep 5, 2022, 3:35 PM IST

অটোয়া (কানাডা), 5 সেপ্টেম্বর: কানাডার সাসক্য়াচুয়ানের (Saskatchewan) হামলার ঘটনাকে 'ভয়াবহ এবং হৃদয় বিদারক' (Horrific and Heartbreaking) বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন আরও অন্তত 15 জন ৷ স্থানীয় সময় অনুসারে, রবিবার সকালে হামলার ঘটনাটি ঘটে ৷ দুই যুবক ধারাল অস্ত্র নিয়ে পথচলতি মানুষকে এলোপাথাড়িভাবে কোপাতে শুরু করে ৷ তাতেই নিহত হন 10 জন ৷

পরে এ নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তাঁর কথায়, "সাসক্য়াচুয়ান প্রদেশে যে হামলার ঘটনা ঘটেছে, তা ভয়াবহ এবং হৃদয় বিদারক ৷ আমি শুধুমাত্র তাঁদের কথা ভাবছি, যাঁরা এই হামলায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যাঁরা আহত হয়েছেন ৷ আমরা ঘটনার উপর সর্বক্ষণ নজর রাখছি ৷ সকলের কাছে আমার অনুরোধ, স্থানীয় প্রশাসন কী কী তথ্য তুলে ধরছে, সেদিকে খেয়াল রাখুন ৷ ঘটনার পর যাঁরা আক্রান্তদের সাহায্য়ার্থে ছুটে গিয়েছিলেন, সেই সাহসীদের আন্তরিক ধন্যবাদ ৷"

আরও পড়ুন: কানাডায় গুলিতে নিহত রিপুদমন সিং, এয়ার ইন্ডিয়া বিমান বিস্ফোরণের ঘটনায় জড়িয়েছিল নাম

পড়শি আমেরিকায় এই ধরনের হামলা মাঝেমধ্যেই ঘটে ৷ কিন্তু, কানাডা এমন আক্রামণে খুব একটা অভ্যস্ত নয় ৷ বস্তুত, রবিবারের এই হামলাকে কানাডায় ঘটে যাওয়া প্রাণঘাতী হামলাগুলির অন্যতম বলে চিহ্নিত করেছে ওয়াকিবহাল মহল ৷ সবমিলিয়ে মোট 13টি জায়াগায় হামলার শিকার হয়েছেন পথচলতি মানুষ ৷

several people lost lives in Canada Stabbing incident
অভিযুক্ত দুই যুবকের খোঁজে তল্লাশি চলছে ৷

এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবককে চিহ্নিত করেছে কানাডার পুলিশ প্রশাসন ৷ তাদের ছবিও প্রকাশ করা হয়েছে ৷ অভিযুক্তরা হল, ড্যামিয়েন স্য়ান্ডার্সন (Damien Sanderson) এবং মাইলস স্য়ান্ডার্সন (Myles Sanderson) ৷ পুলিশের দাবি, হামলার পরই এই দুই যুবক গা-ঢাকা দিয়েছে ৷ তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ৷

  • We are closely monitoring the situation, and urge everyone to follow updates from local authorities. Thank you to all the brave first responders for their efforts on the ground.

    — Justin Trudeau (@JustinTrudeau) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বাভাবিকভাবেই এমন ঘটনায় আতঙ্কিত নাগরিকরা ৷ তাঁদের উদ্দেশে নির্দিষ্ট বার্তা দিয়েছেন কানাডার জনসুরক্ষা মন্ত্রী মার্কো ম্যান্ডিচিনো (Marco Mendicino) ৷ তিনি বলেন, "সাসক্য়াচুয়ানের সবাইকে বলতে চাই, আপানারা নিরাপদ আশ্রয়ে থাকুন ৷" রবিবারের এই হামলার পর থেকেই কানাডার সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ বাসিন্দাদের সর্বক্ষণ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷

অটোয়া (কানাডা), 5 সেপ্টেম্বর: কানাডার সাসক্য়াচুয়ানের (Saskatchewan) হামলার ঘটনাকে 'ভয়াবহ এবং হৃদয় বিদারক' (Horrific and Heartbreaking) বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন আরও অন্তত 15 জন ৷ স্থানীয় সময় অনুসারে, রবিবার সকালে হামলার ঘটনাটি ঘটে ৷ দুই যুবক ধারাল অস্ত্র নিয়ে পথচলতি মানুষকে এলোপাথাড়িভাবে কোপাতে শুরু করে ৷ তাতেই নিহত হন 10 জন ৷

পরে এ নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তাঁর কথায়, "সাসক্য়াচুয়ান প্রদেশে যে হামলার ঘটনা ঘটেছে, তা ভয়াবহ এবং হৃদয় বিদারক ৷ আমি শুধুমাত্র তাঁদের কথা ভাবছি, যাঁরা এই হামলায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যাঁরা আহত হয়েছেন ৷ আমরা ঘটনার উপর সর্বক্ষণ নজর রাখছি ৷ সকলের কাছে আমার অনুরোধ, স্থানীয় প্রশাসন কী কী তথ্য তুলে ধরছে, সেদিকে খেয়াল রাখুন ৷ ঘটনার পর যাঁরা আক্রান্তদের সাহায্য়ার্থে ছুটে গিয়েছিলেন, সেই সাহসীদের আন্তরিক ধন্যবাদ ৷"

আরও পড়ুন: কানাডায় গুলিতে নিহত রিপুদমন সিং, এয়ার ইন্ডিয়া বিমান বিস্ফোরণের ঘটনায় জড়িয়েছিল নাম

পড়শি আমেরিকায় এই ধরনের হামলা মাঝেমধ্যেই ঘটে ৷ কিন্তু, কানাডা এমন আক্রামণে খুব একটা অভ্যস্ত নয় ৷ বস্তুত, রবিবারের এই হামলাকে কানাডায় ঘটে যাওয়া প্রাণঘাতী হামলাগুলির অন্যতম বলে চিহ্নিত করেছে ওয়াকিবহাল মহল ৷ সবমিলিয়ে মোট 13টি জায়াগায় হামলার শিকার হয়েছেন পথচলতি মানুষ ৷

several people lost lives in Canada Stabbing incident
অভিযুক্ত দুই যুবকের খোঁজে তল্লাশি চলছে ৷

এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবককে চিহ্নিত করেছে কানাডার পুলিশ প্রশাসন ৷ তাদের ছবিও প্রকাশ করা হয়েছে ৷ অভিযুক্তরা হল, ড্যামিয়েন স্য়ান্ডার্সন (Damien Sanderson) এবং মাইলস স্য়ান্ডার্সন (Myles Sanderson) ৷ পুলিশের দাবি, হামলার পরই এই দুই যুবক গা-ঢাকা দিয়েছে ৷ তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ৷

  • We are closely monitoring the situation, and urge everyone to follow updates from local authorities. Thank you to all the brave first responders for their efforts on the ground.

    — Justin Trudeau (@JustinTrudeau) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বাভাবিকভাবেই এমন ঘটনায় আতঙ্কিত নাগরিকরা ৷ তাঁদের উদ্দেশে নির্দিষ্ট বার্তা দিয়েছেন কানাডার জনসুরক্ষা মন্ত্রী মার্কো ম্যান্ডিচিনো (Marco Mendicino) ৷ তিনি বলেন, "সাসক্য়াচুয়ানের সবাইকে বলতে চাই, আপানারা নিরাপদ আশ্রয়ে থাকুন ৷" রবিবারের এই হামলার পর থেকেই কানাডার সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ বাসিন্দাদের সর্বক্ষণ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.