অটোয়া (কানাডা), 5 সেপ্টেম্বর: কানাডার সাসক্য়াচুয়ানের (Saskatchewan) হামলার ঘটনাকে 'ভয়াবহ এবং হৃদয় বিদারক' (Horrific and Heartbreaking) বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন আরও অন্তত 15 জন ৷ স্থানীয় সময় অনুসারে, রবিবার সকালে হামলার ঘটনাটি ঘটে ৷ দুই যুবক ধারাল অস্ত্র নিয়ে পথচলতি মানুষকে এলোপাথাড়িভাবে কোপাতে শুরু করে ৷ তাতেই নিহত হন 10 জন ৷
পরে এ নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তাঁর কথায়, "সাসক্য়াচুয়ান প্রদেশে যে হামলার ঘটনা ঘটেছে, তা ভয়াবহ এবং হৃদয় বিদারক ৷ আমি শুধুমাত্র তাঁদের কথা ভাবছি, যাঁরা এই হামলায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যাঁরা আহত হয়েছেন ৷ আমরা ঘটনার উপর সর্বক্ষণ নজর রাখছি ৷ সকলের কাছে আমার অনুরোধ, স্থানীয় প্রশাসন কী কী তথ্য তুলে ধরছে, সেদিকে খেয়াল রাখুন ৷ ঘটনার পর যাঁরা আক্রান্তদের সাহায্য়ার্থে ছুটে গিয়েছিলেন, সেই সাহসীদের আন্তরিক ধন্যবাদ ৷"
আরও পড়ুন: কানাডায় গুলিতে নিহত রিপুদমন সিং, এয়ার ইন্ডিয়া বিমান বিস্ফোরণের ঘটনায় জড়িয়েছিল নাম
পড়শি আমেরিকায় এই ধরনের হামলা মাঝেমধ্যেই ঘটে ৷ কিন্তু, কানাডা এমন আক্রামণে খুব একটা অভ্যস্ত নয় ৷ বস্তুত, রবিবারের এই হামলাকে কানাডায় ঘটে যাওয়া প্রাণঘাতী হামলাগুলির অন্যতম বলে চিহ্নিত করেছে ওয়াকিবহাল মহল ৷ সবমিলিয়ে মোট 13টি জায়াগায় হামলার শিকার হয়েছেন পথচলতি মানুষ ৷
এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবককে চিহ্নিত করেছে কানাডার পুলিশ প্রশাসন ৷ তাদের ছবিও প্রকাশ করা হয়েছে ৷ অভিযুক্তরা হল, ড্যামিয়েন স্য়ান্ডার্সন (Damien Sanderson) এবং মাইলস স্য়ান্ডার্সন (Myles Sanderson) ৷ পুলিশের দাবি, হামলার পরই এই দুই যুবক গা-ঢাকা দিয়েছে ৷ তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ৷
-
We are closely monitoring the situation, and urge everyone to follow updates from local authorities. Thank you to all the brave first responders for their efforts on the ground.
— Justin Trudeau (@JustinTrudeau) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are closely monitoring the situation, and urge everyone to follow updates from local authorities. Thank you to all the brave first responders for their efforts on the ground.
— Justin Trudeau (@JustinTrudeau) September 4, 2022We are closely monitoring the situation, and urge everyone to follow updates from local authorities. Thank you to all the brave first responders for their efforts on the ground.
— Justin Trudeau (@JustinTrudeau) September 4, 2022
স্বাভাবিকভাবেই এমন ঘটনায় আতঙ্কিত নাগরিকরা ৷ তাঁদের উদ্দেশে নির্দিষ্ট বার্তা দিয়েছেন কানাডার জনসুরক্ষা মন্ত্রী মার্কো ম্যান্ডিচিনো (Marco Mendicino) ৷ তিনি বলেন, "সাসক্য়াচুয়ানের সবাইকে বলতে চাই, আপানারা নিরাপদ আশ্রয়ে থাকুন ৷" রবিবারের এই হামলার পর থেকেই কানাডার সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ বাসিন্দাদের সর্বক্ষণ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷