ETV Bharat / international

Stampede in Yemen: ইয়েমেনে রমজানের অনুষ্ঠানে ভিড় সামলাতে গুলি, আতঙ্কে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে 78 - ইয়েমেনে রমজানের অনুষ্ঠানে গুলি

চলছে পবিত্র রমজান মাস ৷ আর ক'দিন বাদেই খুশির ঈদ ৷ তার আগে ইয়েমেনের রাজধানী সানায় একটি স্কুলে আর্থিক সাহায্য় প্রদানের অনুষ্ঠান চলছিল ৷ সেখানে ভিড় নিয়ন্ত্রণ করতে গুলি চালায় হাউথিরা ৷ এতে সাধারণ মানুষ ভয় পেয়ে ছুটোছুটি শুরু করেন ৷ তাতেই প্রাণ যায় কমপক্ষে 78 জনের ।

Yemen
ইয়েমেন
author img

By

Published : Apr 20, 2023, 8:30 AM IST

সানা (ইয়েমেন), 20 এপ্রিল: ইয়েমেনে পদপিষ্ট হয়ে অন্ততপক্ষে 78 জনের মৃত্যু হয়েছে ৷ আহত বহু ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইয়েমেনের রাজধানী সানায় ৷ এক হাউথি আধিকারিক জানিয়েছেন, মধ্য সানার পুরনো শহরের একটি স্কুলে আর্থিক সাহায্য দেওয়ার অনুষ্ঠান চলছিল ৷ সেখানে এই ঘটনা ঘটেছে ৷ হাউথি পরিচালিত অভ্যন্তরীণ মন্ত্রক অনুযায়ী, ব্যবসায়ীদের আয়োজিত একটি অনুষ্ঠানে সাহায্য প্রদান করা হচ্ছিল ৷ সেখানে শ'য়ে শ'য়ে মানুষ জড়ো হয়েছিলেন ৷ প্রত্যক্ষদর্শীরা অবশ্য জানিয়েছেন, আর্থিক সাহায্য পেতে মরিয়া মানুষের ভিড় উপচে পড়েছিল ৷ তা নিয়ন্ত্রণ করতে হাউথিরা গুলি চালায় ৷ তাতে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ ছুটোছুটে করতে থাকে ৷ একটি বিস্ফোরণও হয়েছে ৷ তার ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু ৷

রমজান মাস চলছে ৷ বিশ্বের প্রায় সমস্ত দেশে এই পবিত্র মাস পালিত হচ্ছে ৷ এই উপলক্ষ্যে আর্থিক সাহায্য করা হচ্ছিল ওই অনুষ্ঠানে ৷ মন্ত্রকের মুখপাত্র ব্রিগেডিয়ার আবদেল-খালেক আন-আঘরির অভিযোগ, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না-করেই এই ত্রাণ বিলির কাজ চলছিল ৷ তার ফল এই বিপর্যয় ৷ আহতদের কাছাকাছি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সানার এক উচ্চ স্বাস্থ্য আধিকারিক মোতাহের আল মারৌনি জানান, কমপক্ষে 13 জন আহতের অবস্থা সংকটজনক ৷

ঘটনার সঙ্গে সঙ্গে হাউথিরা স্কুলটি বন্ধ করে দেন ৷ সেখানে সাধারণ মানুষ তো বটেই এমনকী সাংবাদিকদেরও ঢুকতে বাধা দেওয়া হয় ৷ প্রত্যক্ষদর্শী আবদেল রহমান আহমেদ এবং ইয়াহিহা মোহসেন জানান, ভিড় সামলাতে হিমশিম খেয়ে গিয়েছিল হাউথিরা ৷ পরে সশস্ত্র হাউথিরা শূন্যে গুলি চালায় ৷ এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ তারা ধাক্কাধাক্কি করতে থাকে ৷ মনে করা হচ্ছে, কোনও ভাবে একটি বৈদ্যুতিক তারেও ধাক্কা লাগে এবং তা থেকে বিস্ফোরণ হয় ৷ মানুষ ভয় পেয়ে দৌড়দৌড়ি করতে থাকে ৷ তারপরই পদপিষ্টের ঘটনা ঘটেছে ৷ হাউথি পরিচালিত অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, তারা দু'টি আয়োজক সংস্থাকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ ইয়েমেনের রাজধানী এখন ইরান সমর্থিত হাউথি গোষ্ঠীর দখলে ৷ তারা 2014 সালে ইয়েমেন সরকারকে গদিচ্যুত করে মসনদে বসে ৷

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে পদপিষ্ট হয়ে মৃত 8, শোকপ্রকাশ ও ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

সানা (ইয়েমেন), 20 এপ্রিল: ইয়েমেনে পদপিষ্ট হয়ে অন্ততপক্ষে 78 জনের মৃত্যু হয়েছে ৷ আহত বহু ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইয়েমেনের রাজধানী সানায় ৷ এক হাউথি আধিকারিক জানিয়েছেন, মধ্য সানার পুরনো শহরের একটি স্কুলে আর্থিক সাহায্য দেওয়ার অনুষ্ঠান চলছিল ৷ সেখানে এই ঘটনা ঘটেছে ৷ হাউথি পরিচালিত অভ্যন্তরীণ মন্ত্রক অনুযায়ী, ব্যবসায়ীদের আয়োজিত একটি অনুষ্ঠানে সাহায্য প্রদান করা হচ্ছিল ৷ সেখানে শ'য়ে শ'য়ে মানুষ জড়ো হয়েছিলেন ৷ প্রত্যক্ষদর্শীরা অবশ্য জানিয়েছেন, আর্থিক সাহায্য পেতে মরিয়া মানুষের ভিড় উপচে পড়েছিল ৷ তা নিয়ন্ত্রণ করতে হাউথিরা গুলি চালায় ৷ তাতে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ ছুটোছুটে করতে থাকে ৷ একটি বিস্ফোরণও হয়েছে ৷ তার ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু ৷

রমজান মাস চলছে ৷ বিশ্বের প্রায় সমস্ত দেশে এই পবিত্র মাস পালিত হচ্ছে ৷ এই উপলক্ষ্যে আর্থিক সাহায্য করা হচ্ছিল ওই অনুষ্ঠানে ৷ মন্ত্রকের মুখপাত্র ব্রিগেডিয়ার আবদেল-খালেক আন-আঘরির অভিযোগ, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না-করেই এই ত্রাণ বিলির কাজ চলছিল ৷ তার ফল এই বিপর্যয় ৷ আহতদের কাছাকাছি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সানার এক উচ্চ স্বাস্থ্য আধিকারিক মোতাহের আল মারৌনি জানান, কমপক্ষে 13 জন আহতের অবস্থা সংকটজনক ৷

ঘটনার সঙ্গে সঙ্গে হাউথিরা স্কুলটি বন্ধ করে দেন ৷ সেখানে সাধারণ মানুষ তো বটেই এমনকী সাংবাদিকদেরও ঢুকতে বাধা দেওয়া হয় ৷ প্রত্যক্ষদর্শী আবদেল রহমান আহমেদ এবং ইয়াহিহা মোহসেন জানান, ভিড় সামলাতে হিমশিম খেয়ে গিয়েছিল হাউথিরা ৷ পরে সশস্ত্র হাউথিরা শূন্যে গুলি চালায় ৷ এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ তারা ধাক্কাধাক্কি করতে থাকে ৷ মনে করা হচ্ছে, কোনও ভাবে একটি বৈদ্যুতিক তারেও ধাক্কা লাগে এবং তা থেকে বিস্ফোরণ হয় ৷ মানুষ ভয় পেয়ে দৌড়দৌড়ি করতে থাকে ৷ তারপরই পদপিষ্টের ঘটনা ঘটেছে ৷ হাউথি পরিচালিত অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, তারা দু'টি আয়োজক সংস্থাকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ ইয়েমেনের রাজধানী এখন ইরান সমর্থিত হাউথি গোষ্ঠীর দখলে ৷ তারা 2014 সালে ইয়েমেন সরকারকে গদিচ্যুত করে মসনদে বসে ৷

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে পদপিষ্ট হয়ে মৃত 8, শোকপ্রকাশ ও ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.