ETV Bharat / international

Maine shooting: আমেরিকার পানশালা ও রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত 16, আহত বহু - বন্দুকবাজের হামলা

আমেরিকার পানশালা ও একটি রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলা ৷ নিহত 16 জন ৷ আহত বহু ৷ এই সংখ্যা আরও বাড়তে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷

Maine shooting
আমেরিকায় বন্দুকবাজের হামলায় নিহত 16
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 10:45 AM IST

Updated : Oct 26, 2023, 11:01 AM IST

আমেরিকা, (লুইসটন) 26 অক্টোবর: বন্দুকবাজের হামলায় আবারও রক্তাক্ত আমেরিকা ৷ স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে আমেরিকার মেইন শহরে একটি পালশালা ও রেস্তোরাঁয় এক বন্দুকবাজ হামলা চালায় ৷ গুলিতে মৃত্যু হয় 16 জনের ৷ আহত হয়েছেন বহু ৷ স্থানীয় প্রশাসনের তরফে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে এই তথ্যই জনানো হয়েছে ৷ ঘটনার পরই পলাতক দুষ্কৃতী ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে মার্কিন পুলিশ ৷ তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই জানাতে নারাজ স্থানীয় প্রশাসন ৷

  • #UPDATE | The Maine State Police is attempting to locate Robert Card as a person of interest regarding a mass shooting incident at Schemengees Bar & Grille Restaurant and the Sparetime Recreation in Lewiston, Maine pic.twitter.com/7nPsOYadev

    — ANI (@ANI) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জানায়, পানশালা ও রেস্তোরাঁয় এক বন্দুকবাজ হামলা চালিয়েছে ৷ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন ৷ তাঁদের জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন ৷ তাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাস্তা থেকে ফাঁকা রাখার আর্জি জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে ৷ আহতদের চিকিৎসার দায়িত্বে থাকা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন একটি গণহত্য়ার ঘটনা ঘটেছে ৷ তাঁরা তৎপরতার সঙ্গে নাগরিকদের চিকিৎসা শুরু করেছেন ৷ সমস্তরকম সহযোগিতাও করা হচ্ছে ৷

আরও পড়ুন: আটলান্টার চিকিৎসা কেন্দ্রে বন্দুকবাজের হামলায় মৃত 1

স্থানীয় শেরিফ বন্দুকবাজের হামলার ঘটনাটি স্বীকার করে নিয়েছেন ৷ ঘটনার এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ তবে তদন্তের স্বার্থে ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন ৷ তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দারাও প্রয়োজন ছাড়া যেন বাড়ির বাইরে না থাকেন ৷ নিরাপত্তার কারণে তাঁদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে ৷ শেরিফ তাঁর অফিসয়াল পেজে দুজন সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেছেন ৷ যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন ৷ প্রশাসনের পক্ষ থেকে শ্যানন মস নাগরিকদের আইনরক্ষকদের কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ৷ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ পাশাপাশি সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও।

আমেরিকা, (লুইসটন) 26 অক্টোবর: বন্দুকবাজের হামলায় আবারও রক্তাক্ত আমেরিকা ৷ স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে আমেরিকার মেইন শহরে একটি পালশালা ও রেস্তোরাঁয় এক বন্দুকবাজ হামলা চালায় ৷ গুলিতে মৃত্যু হয় 16 জনের ৷ আহত হয়েছেন বহু ৷ স্থানীয় প্রশাসনের তরফে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে এই তথ্যই জনানো হয়েছে ৷ ঘটনার পরই পলাতক দুষ্কৃতী ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে মার্কিন পুলিশ ৷ তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই জানাতে নারাজ স্থানীয় প্রশাসন ৷

  • #UPDATE | The Maine State Police is attempting to locate Robert Card as a person of interest regarding a mass shooting incident at Schemengees Bar & Grille Restaurant and the Sparetime Recreation in Lewiston, Maine pic.twitter.com/7nPsOYadev

    — ANI (@ANI) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জানায়, পানশালা ও রেস্তোরাঁয় এক বন্দুকবাজ হামলা চালিয়েছে ৷ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন ৷ তাঁদের জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন ৷ তাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাস্তা থেকে ফাঁকা রাখার আর্জি জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে ৷ আহতদের চিকিৎসার দায়িত্বে থাকা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন একটি গণহত্য়ার ঘটনা ঘটেছে ৷ তাঁরা তৎপরতার সঙ্গে নাগরিকদের চিকিৎসা শুরু করেছেন ৷ সমস্তরকম সহযোগিতাও করা হচ্ছে ৷

আরও পড়ুন: আটলান্টার চিকিৎসা কেন্দ্রে বন্দুকবাজের হামলায় মৃত 1

স্থানীয় শেরিফ বন্দুকবাজের হামলার ঘটনাটি স্বীকার করে নিয়েছেন ৷ ঘটনার এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ তবে তদন্তের স্বার্থে ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন ৷ তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দারাও প্রয়োজন ছাড়া যেন বাড়ির বাইরে না থাকেন ৷ নিরাপত্তার কারণে তাঁদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে ৷ শেরিফ তাঁর অফিসয়াল পেজে দুজন সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেছেন ৷ যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন ৷ প্রশাসনের পক্ষ থেকে শ্যানন মস নাগরিকদের আইনরক্ষকদের কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ৷ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ পাশাপাশি সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও।

Last Updated : Oct 26, 2023, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.