ETV Bharat / international

Mexico Plane Crash: মেক্সিকোয় দু'টি বিমানের মুখোমুখি ধাক্কা, মৃত 1 শিশু-সহ 5 - Mexico Plane Crash

একটি বিমান যখন ওড়ার পথে, অন্য বিমানটি ঠিক তখনই অবতরণ করছিল ৷ মুখোমুখি ধাক্কা লাগে দু'টি বিমানে ৷ প্রাণ হারালেন 5 যাত্রী ৷ তাঁদের মধ্যে একটি শিশুও আছে ৷

ETV Bharat
মেক্সিকোয় বিমান দুর্ঘটনায় মৃত 5
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 7:46 AM IST

Updated : Sep 26, 2023, 2:36 PM IST

মেক্সিকো সিটি, 26 সেপ্টেম্বর: এক শিশু-সহ 5 জন যাত্রীর মৃত্যু হল বিমান দুর্ঘটনায় ৷ স্থানীয় সময় সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকোর উত্তরে অবস্থিত দুরাঙ্গোতে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, দুরাঙ্গের পশ্চিমে লা গালানসিতায় আকাশপথে দু'টি বিমানের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে ৷

একটি বিমান যাত্রা শুরু করে আকাশে উঠছিল এবং সেই সময় আরেকটি বিমান অবতরণ করছিল ৷ এতেই দু'টি বিমানের মধ্যে ধাক্কা লেগে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এরপরেই দু'টি বিমানে আগুন ধরে যায় ৷ এই দুর্ঘটনায় পাঁচজন যাত্রীরই মৃত্যু হয়েছে ৷ কীভাবে, কেন এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করছেন আধিকারিকরা ৷

গত 14 সেপ্টেম্বর মুম্বই বিমানবন্দরে একটি দুর্ঘটনা ঘটে ৷ তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ সেটি ব্যক্তিগত বিমান ছিল ৷ বিমানবন্দরে অবতরণের সময় ভিএসআর ভেঞ্চারস লিয়ারজেট 45 এয়ারক্রাফ্ট বিমানটি দুর্ঘটনায় পড়ে ৷ বিশাখাপত্তনম থেকে মুম্বইগামী ওই বিমানে 6 জন যাত্রী ছিলেন ৷ এর সঙ্গে 2 জন বিমান কর্মীও ৷

বিমানটি নামার সময় ভারী বৃষ্টি হচ্ছিল ৷ স্বাভাবিকভাবে, দৃশ্যমান কমে গিয়েছিল এবং 700 মিটার দূরত্ব পর্যন্ত দেখা সম্ভব ছিল ৷ এদিকে রানওয়ে বৃষ্টিতে ভিজে থাকায় বিমানটি নামার সময় পিছলে যায় ৷ বিমানটিতে আগুন ধরে যায় ৷ সেটি দু'টুকরো হয়ে গিয়েছিল ৷ সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল রানওয়েতে ঘটনাস্থলে পৌঁছয় ৷

এর আগে 11 সেপ্টেম্বর এয়ার এশিয়ার একটি বিমান একটুর জন্য দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ৷ বিমানটি ওড়ার পরেই তাতে যান্ত্রিক গোলোযোগ ধরা পড়ে ৷ সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করা হয় ৷ কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোচি-বেঙ্গালুরু বিমানটি রবিবার, 10 সেপ্টেম্বর রাত 11.15 মিনিটে টেক অফ করে ৷ বিমানটিতে 168 জন যাত্রী ছিলেন ৷ তবে ওড়ার কয়েক মিনিট পরপরই তা জরুরি অবতরণ করে ৷ অল্পের জন্য যাত্রীদের প্রাণ বাঁচে ৷

আরও পড়ুন: উইসকনসিনে দুটি পৃথক বিমান দুর্ঘটনায় মৃত 4, জখম 2

মেক্সিকো সিটি, 26 সেপ্টেম্বর: এক শিশু-সহ 5 জন যাত্রীর মৃত্যু হল বিমান দুর্ঘটনায় ৷ স্থানীয় সময় সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকোর উত্তরে অবস্থিত দুরাঙ্গোতে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, দুরাঙ্গের পশ্চিমে লা গালানসিতায় আকাশপথে দু'টি বিমানের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে ৷

একটি বিমান যাত্রা শুরু করে আকাশে উঠছিল এবং সেই সময় আরেকটি বিমান অবতরণ করছিল ৷ এতেই দু'টি বিমানের মধ্যে ধাক্কা লেগে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এরপরেই দু'টি বিমানে আগুন ধরে যায় ৷ এই দুর্ঘটনায় পাঁচজন যাত্রীরই মৃত্যু হয়েছে ৷ কীভাবে, কেন এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করছেন আধিকারিকরা ৷

গত 14 সেপ্টেম্বর মুম্বই বিমানবন্দরে একটি দুর্ঘটনা ঘটে ৷ তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ সেটি ব্যক্তিগত বিমান ছিল ৷ বিমানবন্দরে অবতরণের সময় ভিএসআর ভেঞ্চারস লিয়ারজেট 45 এয়ারক্রাফ্ট বিমানটি দুর্ঘটনায় পড়ে ৷ বিশাখাপত্তনম থেকে মুম্বইগামী ওই বিমানে 6 জন যাত্রী ছিলেন ৷ এর সঙ্গে 2 জন বিমান কর্মীও ৷

বিমানটি নামার সময় ভারী বৃষ্টি হচ্ছিল ৷ স্বাভাবিকভাবে, দৃশ্যমান কমে গিয়েছিল এবং 700 মিটার দূরত্ব পর্যন্ত দেখা সম্ভব ছিল ৷ এদিকে রানওয়ে বৃষ্টিতে ভিজে থাকায় বিমানটি নামার সময় পিছলে যায় ৷ বিমানটিতে আগুন ধরে যায় ৷ সেটি দু'টুকরো হয়ে গিয়েছিল ৷ সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল রানওয়েতে ঘটনাস্থলে পৌঁছয় ৷

এর আগে 11 সেপ্টেম্বর এয়ার এশিয়ার একটি বিমান একটুর জন্য দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ৷ বিমানটি ওড়ার পরেই তাতে যান্ত্রিক গোলোযোগ ধরা পড়ে ৷ সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করা হয় ৷ কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোচি-বেঙ্গালুরু বিমানটি রবিবার, 10 সেপ্টেম্বর রাত 11.15 মিনিটে টেক অফ করে ৷ বিমানটিতে 168 জন যাত্রী ছিলেন ৷ তবে ওড়ার কয়েক মিনিট পরপরই তা জরুরি অবতরণ করে ৷ অল্পের জন্য যাত্রীদের প্রাণ বাঁচে ৷

আরও পড়ুন: উইসকনসিনে দুটি পৃথক বিমান দুর্ঘটনায় মৃত 4, জখম 2

Last Updated : Sep 26, 2023, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.