ETV Bharat / international

পাক অধিকৃত কাশ্মীরে বাস লক্ষ্য করে গুলি বন্দুকবাজের, মৃত কমপক্ষে 8 - পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা

Firing in PoK: বাস লক্ষ্য করে বন্দুকবাজের গুলি ৷ পাক অধিকৃত কাশ্মীরে প্রাণ হারালেন কমপক্ষে 8 জন ৷

ETV Bharat
পাক অধিকৃত কাশ্মীরে বাস দুর্ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 10:11 AM IST

Updated : Dec 3, 2023, 10:20 AM IST

চিলাস (পাক অধিকৃত কাশ্মীর), 3 ডিসেম্বর: বাস লক্ষ্য করে বন্দুকবাজের গুলি, ঘটনায় কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে ৷ আর আহত হয়েছেন 26 জন ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিসতানে ৷ শনিবার এই খবরটি জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ৷

ডেপুটি কমিশনার ডায়ামার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আরিফ আহমদ জানিয়েছেন, বন্দুকবাজের এই হামলা চালানোর এই ঘটনাটি ঘটেছে চিলাস জেলায় ৷ তিনি আরও জানিয়েছেন, কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ এর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরে বাসটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে ৷ ওই বাসটি ঘিজার থেকে রাওয়ালপিণ্ডির উদ্দেশ্যে যাচ্ছিল ৷ তিনি 8 জনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন ৷

এর আগেও চিলাসের কাছে একটি বাস দুর্ঘটনা ঘটে ৷ তাতে অন্ততপক্ষে 3 জন যাত্রীর মৃত্যু হয় ৷ 24 জন জখম হয়েছিলেন ৷ ওই বাসটি রাওয়ালপিণ্ডি থেকে কারদুর দিকে যাচ্ছিল ৷ বাসটির সঙ্গে উলটো দিক থেকে আসা আরেকটি গাড়ির ধাক্কা লাগে ৷ বাসটি খাদে পড়ে যায় ৷ তিনজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷

বাস দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ আহতদের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ 7 ফেব্রুয়ারি কারাকোরাম হাইওয়েতে আরেকটি ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে ৷ যাত্রীবাহী বাসের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে ৷ কারাকোরাম হাইওয়ের কাছে কোহিস্তান শাতিয়াল চৌকির কাছে গিলগিট-বালতিসস্তানের চিলাস শহরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় মৃত্যু হয় 25 জনের ৷ বহু যাত্রী আহত হন ৷ ওই বাসটিতে প্রায় 40 জন যাত্রী ছিলেন ৷ বাসটির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায় ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ল সরকারি বাস, দিল্লিতে মৃত এক
  2. নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডার ভেঙে নীচে পড়ল বাস, আহত 20
  3. বাসন্তী রাজ্য সড়কে গাছে ধাক্কা বাসের, আহত কমপক্ষে 20

চিলাস (পাক অধিকৃত কাশ্মীর), 3 ডিসেম্বর: বাস লক্ষ্য করে বন্দুকবাজের গুলি, ঘটনায় কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে ৷ আর আহত হয়েছেন 26 জন ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিসতানে ৷ শনিবার এই খবরটি জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ৷

ডেপুটি কমিশনার ডায়ামার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আরিফ আহমদ জানিয়েছেন, বন্দুকবাজের এই হামলা চালানোর এই ঘটনাটি ঘটেছে চিলাস জেলায় ৷ তিনি আরও জানিয়েছেন, কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ এর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরে বাসটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে ৷ ওই বাসটি ঘিজার থেকে রাওয়ালপিণ্ডির উদ্দেশ্যে যাচ্ছিল ৷ তিনি 8 জনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন ৷

এর আগেও চিলাসের কাছে একটি বাস দুর্ঘটনা ঘটে ৷ তাতে অন্ততপক্ষে 3 জন যাত্রীর মৃত্যু হয় ৷ 24 জন জখম হয়েছিলেন ৷ ওই বাসটি রাওয়ালপিণ্ডি থেকে কারদুর দিকে যাচ্ছিল ৷ বাসটির সঙ্গে উলটো দিক থেকে আসা আরেকটি গাড়ির ধাক্কা লাগে ৷ বাসটি খাদে পড়ে যায় ৷ তিনজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷

বাস দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ আহতদের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ 7 ফেব্রুয়ারি কারাকোরাম হাইওয়েতে আরেকটি ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে ৷ যাত্রীবাহী বাসের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে ৷ কারাকোরাম হাইওয়ের কাছে কোহিস্তান শাতিয়াল চৌকির কাছে গিলগিট-বালতিসস্তানের চিলাস শহরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় মৃত্যু হয় 25 জনের ৷ বহু যাত্রী আহত হন ৷ ওই বাসটিতে প্রায় 40 জন যাত্রী ছিলেন ৷ বাসটির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায় ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ল সরকারি বাস, দিল্লিতে মৃত এক
  2. নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডার ভেঙে নীচে পড়ল বাস, আহত 20
  3. বাসন্তী রাজ্য সড়কে গাছে ধাক্কা বাসের, আহত কমপক্ষে 20
Last Updated : Dec 3, 2023, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.