ETV Bharat / international

Halloween Stampede in Seoul: সিওলে হ্যালোউইন বিপর্যয়, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে 151 - Seoul Halloween stampede

চলছে হ্যালোউইন উৎসব ৷ 2022-এ কঠিন কোভিড বিধিনিষেধ নেই ৷ তাই দক্ষিণ কোরিয়ার সিওলে মানুষের ঢল নেমেছিল ৷ কিন্তু তাতেই প্রাণ হারালেন একশোরও বেশি মানুষ (Death toll in Halloween Seoul Stampede) ৷

Halloween Stampede Seoul
ETV Bharat
author img

By

Published : Oct 30, 2022, 6:34 AM IST

Updated : Oct 30, 2022, 2:16 PM IST

সিওল, 30 অক্টোবর: হ্যালোউইন উৎসবে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন কমপক্ষে 151 ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জখম হয়েছেন 150 জন ৷ শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার সিওলে ৷ স্থানীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হ্যালোউইন অর্থাৎ 'ভূত উৎসব' পালন হচ্ছে দেশজুড়ে ৷ এবার কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ায় রাজধানী সিওলে মানুষের ভিড় উপচে পড়েছে ৷ তাতে পিষ্ট হয়েই এই দুর্ঘটনা ঘটেছে জানিয়েছেন স্থানীয় আধিকারিক (Several people died in Seoul Halloween Stampede) ৷ এই ঘটনাকে জাতীয় শোক হিসেবে ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ুন সুক-ইওল (Yoon Suk-Yeol) ৷

করোনা পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় উৎসব পালন করতে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে এসেছিলেন ৷ ইটাওন (Itaewon) জেলায় প্রায় 1 লক্ষ মানুষ বাড়ি ছেড়ে সরু রাস্তায় নেমে এসেছিলেন ৷ সম্প্রতি দক্ষিণ কোরিয়া সরকার কোভিড-19 সম্পর্কিত নিয়ন্ত্রণগুলিতেও ছাড় দিয়েছে ৷ তাই এবছর বিশেষত দেশের তরুণরা হ্যালোউইনে সামিল হয়েছিলেন ৷

আরও পড়ুন: রক্ষণাবেক্ষণের সময় ভয়াবহ আগুন! ভাঙল ইন্দোনেশিয়ার মসজিদের বিশালকৃতি গম্বুজ

সিওলের ইটাওনে হ্যামিলটন হোটেল পার্টি করার একটি জনপ্রিয় জায়গা ৷ এখানে সরু রাস্তা জুড়ে প্রায় 1 লক্ষ মানুষের ভিড়ে ধাক্কাধাক্কি হয় ৷ তার ফল এই দুর্ঘটনা ও মৃত্যু ৷ আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, জানালেন এক দমকল আধিকারিক ৷ বহু লোক সঙ্কটজনক অবস্থায় রয়েছেন ৷ জরুরি ভিত্তিতে নিযুক্ত কর্মীরা এবং পথচারীরা (CPR, Cardiopulmonary resuscitation) মাটিতে লুটিয়ে পড়া মানুষদের সঙ্গে সঙ্গে সিপিআর দেওয়া শুরু করে ৷

তবে এটা এখনও স্পষ্ট নয়, ঠিক কী ভাবে হ্যামিলটন হোটেলের সরু রাস্তায় ভিড় বাড়ল ৷ একজন প্রত্যক্ষদর্শী এবং ঘটনাচক্রে বেঁচে যাওয়া ব্য়ক্তি জানিয়েছেন, মানুষ একে অপরের ঘাড়ে পড়ে যাচ্ছিল ৷ আরেকজনের অভিজ্ঞতা, ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর তাঁদের উদ্ধার করা হয়েছে ৷ বেশ কিছু লোকজন সাহায্য় চেয়ে চিৎকার করছিলেন ৷ বাকিদের অনেকে শ্বাস নিতে পারছিলেন না ৷ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, হোটেলের কাছে একের পর এক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ যা দেখে উৎসবে অংশ নেওয়া এক ব্যক্তি হতচকিত হয়ে গিয়েছিলেন ৷ এখনও পর্যন্ত সিওলে এই দুর্ঘটনা সবচেয়ে বড় বিপর্যয় ৷

আরও পড়ুন: বাংলাদেশে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণ গেল কমপক্ষে 7 জনের, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

সিওল, 30 অক্টোবর: হ্যালোউইন উৎসবে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন কমপক্ষে 151 ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জখম হয়েছেন 150 জন ৷ শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার সিওলে ৷ স্থানীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হ্যালোউইন অর্থাৎ 'ভূত উৎসব' পালন হচ্ছে দেশজুড়ে ৷ এবার কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ায় রাজধানী সিওলে মানুষের ভিড় উপচে পড়েছে ৷ তাতে পিষ্ট হয়েই এই দুর্ঘটনা ঘটেছে জানিয়েছেন স্থানীয় আধিকারিক (Several people died in Seoul Halloween Stampede) ৷ এই ঘটনাকে জাতীয় শোক হিসেবে ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ুন সুক-ইওল (Yoon Suk-Yeol) ৷

করোনা পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় উৎসব পালন করতে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে এসেছিলেন ৷ ইটাওন (Itaewon) জেলায় প্রায় 1 লক্ষ মানুষ বাড়ি ছেড়ে সরু রাস্তায় নেমে এসেছিলেন ৷ সম্প্রতি দক্ষিণ কোরিয়া সরকার কোভিড-19 সম্পর্কিত নিয়ন্ত্রণগুলিতেও ছাড় দিয়েছে ৷ তাই এবছর বিশেষত দেশের তরুণরা হ্যালোউইনে সামিল হয়েছিলেন ৷

আরও পড়ুন: রক্ষণাবেক্ষণের সময় ভয়াবহ আগুন! ভাঙল ইন্দোনেশিয়ার মসজিদের বিশালকৃতি গম্বুজ

সিওলের ইটাওনে হ্যামিলটন হোটেল পার্টি করার একটি জনপ্রিয় জায়গা ৷ এখানে সরু রাস্তা জুড়ে প্রায় 1 লক্ষ মানুষের ভিড়ে ধাক্কাধাক্কি হয় ৷ তার ফল এই দুর্ঘটনা ও মৃত্যু ৷ আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, জানালেন এক দমকল আধিকারিক ৷ বহু লোক সঙ্কটজনক অবস্থায় রয়েছেন ৷ জরুরি ভিত্তিতে নিযুক্ত কর্মীরা এবং পথচারীরা (CPR, Cardiopulmonary resuscitation) মাটিতে লুটিয়ে পড়া মানুষদের সঙ্গে সঙ্গে সিপিআর দেওয়া শুরু করে ৷

তবে এটা এখনও স্পষ্ট নয়, ঠিক কী ভাবে হ্যামিলটন হোটেলের সরু রাস্তায় ভিড় বাড়ল ৷ একজন প্রত্যক্ষদর্শী এবং ঘটনাচক্রে বেঁচে যাওয়া ব্য়ক্তি জানিয়েছেন, মানুষ একে অপরের ঘাড়ে পড়ে যাচ্ছিল ৷ আরেকজনের অভিজ্ঞতা, ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর তাঁদের উদ্ধার করা হয়েছে ৷ বেশ কিছু লোকজন সাহায্য় চেয়ে চিৎকার করছিলেন ৷ বাকিদের অনেকে শ্বাস নিতে পারছিলেন না ৷ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, হোটেলের কাছে একের পর এক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ যা দেখে উৎসবে অংশ নেওয়া এক ব্যক্তি হতচকিত হয়ে গিয়েছিলেন ৷ এখনও পর্যন্ত সিওলে এই দুর্ঘটনা সবচেয়ে বড় বিপর্যয় ৷

আরও পড়ুন: বাংলাদেশে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণ গেল কমপক্ষে 7 জনের, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

Last Updated : Oct 30, 2022, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.