ETV Bharat / international

Israel Hamas Conflict: 'ইজরায়েলের উপর হামলা আকস্মিক, জানত না ইরান-হিজবুল্লাও', দাবি হামাসের উচ্চাধিকারিকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 12:43 PM IST

শনিবার, ইহুদিদের সাবাথের দিনে ইজরায়েলের উপর হঠাৎ হামলা চালায় হামাস ৷ প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও এর উত্তরে যুদ্ধ ঘোষণা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ৷ তবে এই আক্রমণের কথা জানতে পারেনি ইজরায়েলের গোয়েন্দা মোসাদ ৷ এবিষয়ে বললেন হামাসের উচ্চাধিকারিক আলি বারাকে ৷

ETV Bharat
ইজরায়েলের উপর হামাস আক্রমণের আজ চতুর্থ দিন

বেইরুট, 10 অক্টোবর: অতর্কিতে হামলার পরিকল্পনা খুব কম লোকই জানত ৷ গাজার হামাস গোষ্ঠীর উচ্চারিকারিকরাও এই বিষয়ে কিছু জানতেন না ৷ হাতে গোনা 5 কি 6 জনই ইজরায়েলের উপর আক্রমণের পরিকল্পনা জানতে পেরেছিলেন ৷ এমনটাই দাবি করলেন, হামাস শীর্ষ নেতৃত্বের অন্যতম নেতা আলি বারাকে ৷

লেবাননের রাজধানী বেইরুটে নিজের কার্যালয়ে একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি ৷ সেখানে তিনি দাবি করেন, ইরান এমনকী লেবাননের হিজবুল্লার মতো মিত্র দেশের সংগঠনগুলিও ইজরায়েলের উপর হামলার বিষয়ে ঘুণাক্ষরেও জানত না ৷ গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার পরিস্থিতি তৈরি হলে, তখন ইরান এবং লেবাননের হিজবুল্লা হামাসের সঙ্গে যোগ দিতে পারে, এমনটাই কথা ছিল ৷

হামাস গোষ্ঠীর এই উচ্চাধিকারিক আলি বারাকে দীর্ঘদিন ধরে প্যালেস্তাইনের বাইরে লেবাননে রয়েছেন ৷ তিনি আরও জানান, এই আক্রমণের পরিকল্পনার ব্যাপারটা শুধুমাত্র গাজায় হামাসের পাঁচ কি ছ'জন উচ্চাধিকারকের জানা ছিল ৷ কখন কীভাবে হামলা চালানো হবে, সে বিষয়ে হামাসের ঘনিষ্ঠ সঙ্গীরাও কিছু টের পায়নি ৷ এমনকী প্যালেস্তাইনের হামাস জঙ্গি গোষ্ঠী এই হামলা চালাতে পারে, তা ঘুণাক্ষরেও টের পায়নি ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ৷

Hamas attack on Israel demanding prisoners jailed in Israel
ইজরায়েল হামাসের এই যুদ্ধে প্রাণ খুইয়েছে বহু সাধারণ মানুষ

আরও পড়ুন: মিশরে পৌঁছলেন ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে আটকে পড়া 27 ভারতীয়

শনিবারের এই আচমকা হামলার নেপথ্যে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ উঠছে ৷ তবে হামাসের শীর্ষ আধিকারিক এই অভিযোগ অস্বীকার করেন ৷ গত সপ্তাহে বেইরুটে হামাস গোষ্ঠীর একটি বৈঠক হয়েছিল ৷ সেখানে ছিলেন ইরান নিরাপত্তাবাহিনীর উচ্চাধিকারিকেরা ৷ তাঁরা নাকি এই হামলা চালানোয় সম্মতি দিয়েছেন ৷ এই খবরও নস্যাৎ করেছেন বারাকে ৷ তিনি বলেন, "হামাসের মাত্র হাতে গোনা কয়েকজন কম্যান্ডার আক্রমণের সময়টা জানতেন ৷" তবে অতীতে ইজরায়েলের উপর হামাস গোষ্ঠীর হামলা চালানোয় সাহায্য করেছে ইরান এবং হিজবুল্লা ৷ কিন্তু 2014 সাল থেকে হামাস গোষ্ঠী নিজেরাই রকেট তৈরি করছে ৷ তারা নিজেরাই তাদের জওয়ানদের প্রশিক্ষণ দিচ্ছে, জানান বারাকে ৷

আরেকদিকে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা ৷ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন 2020 সালে আরব দেশগুলি এবং ইজরায়েলের মধ্যে জটিলতা কাটাতে মধ্যস্থতা করেন ৷ সেইসময় এই সংক্রান্ত চুক্তি আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করেছিল আরব আমির শাহি ও ইজরায়েল ৷ তবে এই চুক্তিতে প্যালেস্তাইনকে একটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টির কোনও উল্লেখ ছিল না বলেই জানা গিয়েছে ৷

ট্রাম্পের অসমাপ্ত কাজটি এগিয়ে নিয়ে যান প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সৌদি আরবের সঙ্গে ইজরায়েলের মধ্যস্থতার কাজটি শুরু করেন তিনি ৷ সেপ্টেম্বরের মাঝামাঝি নিউ ইয়র্কে সেই সংক্রান্ত একটি বৈঠকে করেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মত, এই যুদ্ধের ফলে সেই চুক্তির সময় আরও পিছিয়ে গেল ৷ আর এটাই চেয়েছি প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী ৷ তারা সুপরিকল্পিত ভাবে এক বছর আগে থাকতে এই যুদ্ধের ছক কষেছিল ৷

আরও পড়ুন: প্যালেস্তাইন-ইজরায়েল বিবাদের ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতিক ও আর্থ-সামাজিক অঙ্ক

তবে আলি বারেক এই জল্পনাও অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, বরং এই 'আল-আকসা অপারেশন'-এর অভিঘাতে হামাসের সদস্যরাই চমকে গিয়েছে ৷ এই প্রসঙ্গে বারাকে বলেন, "ইজরায়েলের এমন অবস্থা হবে, এতে আমরা একেবারে অবাক হয়ে গিয়েছি ৷ আশা করেছিলাম, ইজরায়েল কিছুটা হলেও প্রতিরোধ করতে পারবে ৷ আমরা চেয়েছিলাম, বন্দিদের দিয়ে বন্দি ফেরত পাব ৷ আমাদের সৈন্য পেপার টাইগার নিউক্লিয়ার বোমার মতো শক্তিশালী ৷" 1 হাজার হামাস সেনা একটা ছোটখাটো অভিযান চালাবে, এমনটাই পরিকল্পনা ছিল, দাবি করেন হামাসের শীর্ষ নেতা ৷

Hamas attack on Israel demanding prisoners jailed in Israel
ইজরায়েল হামাসের এই যুদ্ধে প্রাণ খুইয়েছে বহু সাধারণ মানুষ

শনিবার ভোর 6.30 মিনিট নাগাদ ইজরায়েলের উপর আচমকা হামলা চালায় প্যালেস্তাইনের হামাস জঙ্গি গোষ্ঠী ৷ ইজরায়েল-প্যালেস্তাইনের সীমান্তে বেড়া ভেঙে, আকাশপথে প্যারাগ্লাইডারে, এমনকী জলপথেও রকেট ছুড়েছে হামাস ৷ এর পাশাপাশি বন্দুকধারী হামাস জঙ্গিরা সাধারণ ইজরায়েলি নাগরিকদের বন্দি করে নিয়ে গিয়েছে ৷ বাদ যায়নি বিদেশি পর্যটকরাও ৷ এর জবাবে ইজরায়েলও পালটা যুদ্ধ ঘোষণা করেছে ৷ হামাসদের পরাস্ত করতে 30 হাজার ইজরায়েলি সৈন্য নেমেছে যুদ্ধক্ষেত্রে ৷ ইজরায়েল ইতিমধ্যে দাবি করেছে, তারা কয়েকশো হামাস জঙ্গি নিকেশ করেছে ৷ হামাসদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ৷

বারাকে অবশ্য জানান, এখনও তাদের হাতে হাজার হাজার যোদ্ধা রয়েছে ৷ গাজাতেই শুধুমাত্র 40 হাজার হামাস সেনা রয়েছে ৷ ইজরায়েলের বিরুদ্ধে মাত্র 2 হাজার হামাস সেনা যুদ্ধ করছে ৷ তেমন প্রয়োজনে লেবানন, প্যালেস্তাইনের আরও জঙ্গি সংগঠন তাদের সঙ্গে যোগ দেবে ৷ এর মধ্যেই প্যালেস্তাইনের ইসলামিক জিহাদ দাবি করেছে, ইজরায়েল-লেবানন আন্তর্জাতিক সীমান্তে তাদের 4 জন বন্দুকধারীর আক্রমণে 7 জন ইজরায়েলি সেনা জখম হয়েছে ৷ এদিকে ইজরায়েল পালটা দাবি করেছে, লেবানন সীমান্তে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে ইজরায়েল সেনা গুলি করেছে ৷ আর হিজবুল্লা জানিয়েছে, তারা বেশ কয়েকটি রকেট, বোমা নিক্ষেপ করেছে ইজরায়েলে ৷

আলি বারাকে এখন প্য়ালেস্তাইনে হামাস গোষ্ঠীর দায়িত্বে রয়েছেন ৷ তিনি সংবাদসংস্থার কাছে জানান, বহু ইজরায়েলি নাগরিককে বন্দি করেছে হামাস ৷ এদের বদলে ইজরায়েলের কারাগার থেকে সব প্যালেস্তাইন নাগরিকদের মুক্তি দিতে হবে ৷ এমনকী আমেরিকার জেলে বন্দি প্য়ালেস্তাইন নাগরিকদেরও ছেড়ে দেওয়ার দাবি জানাবে হামাস ৷ তিনি বলেন, "বহু প্যালেস্তাইন আমেরিকায় বন্দি ৷ তাদের মুক্তির কথা তুলব আমরা ৷"

Israel Palestine Conflict
ইজরায়েল ও হামাস গোষ্ঠীর মধ্যে যুদ্ধ জারি

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের আজ চতুর্থ দিন ৷ প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ ৷ জখম বহু ৷ প্যালেস্তাইনে জল, বিদ্যুৎ, গ্যাস সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে ইজরায়েল ৷ অনিশ্চিত অসংখ্য জীবন ৷ আমেরিকা-সহ বিশ্বের বহু দেশই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ৷ এদিকে প্যালেস্তাইনের স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে আমেরিকা এবং অন্য দেশগুলিতেও ৷ এই পরিস্থিতিতে ইজরায়েল হুঁশিয়ারি দিয়েছে, ইহুদিদের পবিত্র সাবাথের ভোরে এই হামলার উপযুক্ত মূল্য তারা নিয়েই ছাড়বে ৷ অন্য দিকে হামাসের অন্যতম শীর্ষ নেতা বারাকে বলেন, "এই যুদ্ধের জন্য আমরা সবদিক দিয়ে প্রস্তুত ৷ যতই দীর্ঘ হোক, যুদ্ধ চলবে ৷ গাজার উপর আগ্রাসন বন্ধ না হলে, আমরাও জিওনিস্টদের বাঁচতে দেব না ৷"

আরও পড়ুন: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি! হামাসের হামলায় ইজরায়েলে প্রাণ গেল 800 জনের, পালটা গাজায় মৃত 500

বেইরুট, 10 অক্টোবর: অতর্কিতে হামলার পরিকল্পনা খুব কম লোকই জানত ৷ গাজার হামাস গোষ্ঠীর উচ্চারিকারিকরাও এই বিষয়ে কিছু জানতেন না ৷ হাতে গোনা 5 কি 6 জনই ইজরায়েলের উপর আক্রমণের পরিকল্পনা জানতে পেরেছিলেন ৷ এমনটাই দাবি করলেন, হামাস শীর্ষ নেতৃত্বের অন্যতম নেতা আলি বারাকে ৷

লেবাননের রাজধানী বেইরুটে নিজের কার্যালয়ে একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি ৷ সেখানে তিনি দাবি করেন, ইরান এমনকী লেবাননের হিজবুল্লার মতো মিত্র দেশের সংগঠনগুলিও ইজরায়েলের উপর হামলার বিষয়ে ঘুণাক্ষরেও জানত না ৷ গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার পরিস্থিতি তৈরি হলে, তখন ইরান এবং লেবাননের হিজবুল্লা হামাসের সঙ্গে যোগ দিতে পারে, এমনটাই কথা ছিল ৷

হামাস গোষ্ঠীর এই উচ্চাধিকারিক আলি বারাকে দীর্ঘদিন ধরে প্যালেস্তাইনের বাইরে লেবাননে রয়েছেন ৷ তিনি আরও জানান, এই আক্রমণের পরিকল্পনার ব্যাপারটা শুধুমাত্র গাজায় হামাসের পাঁচ কি ছ'জন উচ্চাধিকারকের জানা ছিল ৷ কখন কীভাবে হামলা চালানো হবে, সে বিষয়ে হামাসের ঘনিষ্ঠ সঙ্গীরাও কিছু টের পায়নি ৷ এমনকী প্যালেস্তাইনের হামাস জঙ্গি গোষ্ঠী এই হামলা চালাতে পারে, তা ঘুণাক্ষরেও টের পায়নি ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ৷

Hamas attack on Israel demanding prisoners jailed in Israel
ইজরায়েল হামাসের এই যুদ্ধে প্রাণ খুইয়েছে বহু সাধারণ মানুষ

আরও পড়ুন: মিশরে পৌঁছলেন ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে আটকে পড়া 27 ভারতীয়

শনিবারের এই আচমকা হামলার নেপথ্যে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ উঠছে ৷ তবে হামাসের শীর্ষ আধিকারিক এই অভিযোগ অস্বীকার করেন ৷ গত সপ্তাহে বেইরুটে হামাস গোষ্ঠীর একটি বৈঠক হয়েছিল ৷ সেখানে ছিলেন ইরান নিরাপত্তাবাহিনীর উচ্চাধিকারিকেরা ৷ তাঁরা নাকি এই হামলা চালানোয় সম্মতি দিয়েছেন ৷ এই খবরও নস্যাৎ করেছেন বারাকে ৷ তিনি বলেন, "হামাসের মাত্র হাতে গোনা কয়েকজন কম্যান্ডার আক্রমণের সময়টা জানতেন ৷" তবে অতীতে ইজরায়েলের উপর হামাস গোষ্ঠীর হামলা চালানোয় সাহায্য করেছে ইরান এবং হিজবুল্লা ৷ কিন্তু 2014 সাল থেকে হামাস গোষ্ঠী নিজেরাই রকেট তৈরি করছে ৷ তারা নিজেরাই তাদের জওয়ানদের প্রশিক্ষণ দিচ্ছে, জানান বারাকে ৷

আরেকদিকে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা ৷ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন 2020 সালে আরব দেশগুলি এবং ইজরায়েলের মধ্যে জটিলতা কাটাতে মধ্যস্থতা করেন ৷ সেইসময় এই সংক্রান্ত চুক্তি আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করেছিল আরব আমির শাহি ও ইজরায়েল ৷ তবে এই চুক্তিতে প্যালেস্তাইনকে একটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টির কোনও উল্লেখ ছিল না বলেই জানা গিয়েছে ৷

ট্রাম্পের অসমাপ্ত কাজটি এগিয়ে নিয়ে যান প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সৌদি আরবের সঙ্গে ইজরায়েলের মধ্যস্থতার কাজটি শুরু করেন তিনি ৷ সেপ্টেম্বরের মাঝামাঝি নিউ ইয়র্কে সেই সংক্রান্ত একটি বৈঠকে করেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মত, এই যুদ্ধের ফলে সেই চুক্তির সময় আরও পিছিয়ে গেল ৷ আর এটাই চেয়েছি প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী ৷ তারা সুপরিকল্পিত ভাবে এক বছর আগে থাকতে এই যুদ্ধের ছক কষেছিল ৷

আরও পড়ুন: প্যালেস্তাইন-ইজরায়েল বিবাদের ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতিক ও আর্থ-সামাজিক অঙ্ক

তবে আলি বারেক এই জল্পনাও অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, বরং এই 'আল-আকসা অপারেশন'-এর অভিঘাতে হামাসের সদস্যরাই চমকে গিয়েছে ৷ এই প্রসঙ্গে বারাকে বলেন, "ইজরায়েলের এমন অবস্থা হবে, এতে আমরা একেবারে অবাক হয়ে গিয়েছি ৷ আশা করেছিলাম, ইজরায়েল কিছুটা হলেও প্রতিরোধ করতে পারবে ৷ আমরা চেয়েছিলাম, বন্দিদের দিয়ে বন্দি ফেরত পাব ৷ আমাদের সৈন্য পেপার টাইগার নিউক্লিয়ার বোমার মতো শক্তিশালী ৷" 1 হাজার হামাস সেনা একটা ছোটখাটো অভিযান চালাবে, এমনটাই পরিকল্পনা ছিল, দাবি করেন হামাসের শীর্ষ নেতা ৷

Hamas attack on Israel demanding prisoners jailed in Israel
ইজরায়েল হামাসের এই যুদ্ধে প্রাণ খুইয়েছে বহু সাধারণ মানুষ

শনিবার ভোর 6.30 মিনিট নাগাদ ইজরায়েলের উপর আচমকা হামলা চালায় প্যালেস্তাইনের হামাস জঙ্গি গোষ্ঠী ৷ ইজরায়েল-প্যালেস্তাইনের সীমান্তে বেড়া ভেঙে, আকাশপথে প্যারাগ্লাইডারে, এমনকী জলপথেও রকেট ছুড়েছে হামাস ৷ এর পাশাপাশি বন্দুকধারী হামাস জঙ্গিরা সাধারণ ইজরায়েলি নাগরিকদের বন্দি করে নিয়ে গিয়েছে ৷ বাদ যায়নি বিদেশি পর্যটকরাও ৷ এর জবাবে ইজরায়েলও পালটা যুদ্ধ ঘোষণা করেছে ৷ হামাসদের পরাস্ত করতে 30 হাজার ইজরায়েলি সৈন্য নেমেছে যুদ্ধক্ষেত্রে ৷ ইজরায়েল ইতিমধ্যে দাবি করেছে, তারা কয়েকশো হামাস জঙ্গি নিকেশ করেছে ৷ হামাসদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ৷

বারাকে অবশ্য জানান, এখনও তাদের হাতে হাজার হাজার যোদ্ধা রয়েছে ৷ গাজাতেই শুধুমাত্র 40 হাজার হামাস সেনা রয়েছে ৷ ইজরায়েলের বিরুদ্ধে মাত্র 2 হাজার হামাস সেনা যুদ্ধ করছে ৷ তেমন প্রয়োজনে লেবানন, প্যালেস্তাইনের আরও জঙ্গি সংগঠন তাদের সঙ্গে যোগ দেবে ৷ এর মধ্যেই প্যালেস্তাইনের ইসলামিক জিহাদ দাবি করেছে, ইজরায়েল-লেবানন আন্তর্জাতিক সীমান্তে তাদের 4 জন বন্দুকধারীর আক্রমণে 7 জন ইজরায়েলি সেনা জখম হয়েছে ৷ এদিকে ইজরায়েল পালটা দাবি করেছে, লেবানন সীমান্তে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে ইজরায়েল সেনা গুলি করেছে ৷ আর হিজবুল্লা জানিয়েছে, তারা বেশ কয়েকটি রকেট, বোমা নিক্ষেপ করেছে ইজরায়েলে ৷

আলি বারাকে এখন প্য়ালেস্তাইনে হামাস গোষ্ঠীর দায়িত্বে রয়েছেন ৷ তিনি সংবাদসংস্থার কাছে জানান, বহু ইজরায়েলি নাগরিককে বন্দি করেছে হামাস ৷ এদের বদলে ইজরায়েলের কারাগার থেকে সব প্যালেস্তাইন নাগরিকদের মুক্তি দিতে হবে ৷ এমনকী আমেরিকার জেলে বন্দি প্য়ালেস্তাইন নাগরিকদেরও ছেড়ে দেওয়ার দাবি জানাবে হামাস ৷ তিনি বলেন, "বহু প্যালেস্তাইন আমেরিকায় বন্দি ৷ তাদের মুক্তির কথা তুলব আমরা ৷"

Israel Palestine Conflict
ইজরায়েল ও হামাস গোষ্ঠীর মধ্যে যুদ্ধ জারি

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের আজ চতুর্থ দিন ৷ প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ ৷ জখম বহু ৷ প্যালেস্তাইনে জল, বিদ্যুৎ, গ্যাস সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে ইজরায়েল ৷ অনিশ্চিত অসংখ্য জীবন ৷ আমেরিকা-সহ বিশ্বের বহু দেশই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ৷ এদিকে প্যালেস্তাইনের স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে আমেরিকা এবং অন্য দেশগুলিতেও ৷ এই পরিস্থিতিতে ইজরায়েল হুঁশিয়ারি দিয়েছে, ইহুদিদের পবিত্র সাবাথের ভোরে এই হামলার উপযুক্ত মূল্য তারা নিয়েই ছাড়বে ৷ অন্য দিকে হামাসের অন্যতম শীর্ষ নেতা বারাকে বলেন, "এই যুদ্ধের জন্য আমরা সবদিক দিয়ে প্রস্তুত ৷ যতই দীর্ঘ হোক, যুদ্ধ চলবে ৷ গাজার উপর আগ্রাসন বন্ধ না হলে, আমরাও জিওনিস্টদের বাঁচতে দেব না ৷"

আরও পড়ুন: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি! হামাসের হামলায় ইজরায়েলে প্রাণ গেল 800 জনের, পালটা গাজায় মৃত 500

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.