ETV Bharat / international

Pakistan : সরকার বদলের আঁচ ইফতার পার্টিতেও ! হোটেলেই ধস্তাধস্তি পিটিআই-পিপিপি সমর্থকদের - পাকিস্তানের রাজনীতি

বিশ্বাসঘাতক তকমা পেয়ে পাকিস্তানের হোটেলে (Scuffle breaks out between PTI, PPP supporters) ধস্তাধস্তিতে জড়ালেন পিটিআই-পিপিপি সমর্থকরা (Scuffle between PTI-PPP supporters)৷ ভাইরাল হয়েছে ভিডিয়ো ৷

Scuffle breaks out between PTI, PPP supporters at hotel event in Pakistan
বিশ্বাসঘাতক তকমা পেয়ে পাক হোটেলে ধস্তাধস্তিতে জড়ালেন পিটিআই-পিপিপি সমর্থকরা
author img

By

Published : Apr 13, 2022, 2:03 PM IST

Updated : Apr 13, 2022, 3:38 PM IST

ইসলামাবাদ, 13 এপ্রিল: একটি হোটেলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (Scuffle breaks out between PTI, PPP supporters) এক সমর্থকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন ভিন্নমত পোষণকারী আইনপ্রণেতা নুর আলম খান (Scuffle between PTI-PPP supporters)৷ ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ সেখানে দেখা গিয়েছে, খানকে বিশ্বাসঘাতক বলে অভিযোগ করে তাঁর বিরুদ্ধে তোপ দাগছেন এক বৃদ্ধ ৷ তাতেই তাঁর উপর চটে যান নুর আলম খান ৷ বাধে হাতাহাতি ৷

মঙ্গলবার ইসলামাবাদের (Pakistan politics) একটি হোটেলে ঘটে এই ঘটনা ৷ পিটিআই-এর এক কর্মী জানিয়েছেন, ওই হোটেলে মুস্তফা নওয়াজ খোখার, নাদিম আফজল চান ও ফয়জল করিম কুন্দি-সহ অন্যান্য পিপিপি নেতাদের সঙ্গে ইফতারের নৈশভোজ সারছিলেন নুর আলম খান ৷ সেখানেই উপস্থিত ছিলেন পিটিআই-এর সমর্থক ওই বৃদ্ধ ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিন্নমত পোষণকারী খানকে বিশ্বাসঘাতক বলে অভিযোগ করেন বৃদ্ধ ৷ তিনি খানকে লক্ষ্য করে একটি বোতলও ছুড়ে মারেন বলে অভিযোগ ৷ এরপরই খান ও ওই বৃদ্ধের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় ৷ যা পৌঁছে যায় হাতাহাতিতে ৷

আরও পড়ুন: PCB Chairman Ramiz Raja : মসনদে নেই ইমরান, পাক ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়তে পারেন রামিজ রাজা

উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের অনাস্থা প্রস্তাবে তাঁর বিরুদ্ধে গিয়ে বিরোধীদের সমর্থন দিয়েছিলেন ভিন্নমত পোষণকারী ন্যাশনাল অ্যাসেম্বলির 20 জন সদস্য ৷ সেই কারণে নিজেদের দলের নেতাদের বিরুদ্ধেই সরব হতে দেখা গিয়েছে বহু পিটিআই সমর্থককে ৷ সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা শেহবাজ শরিফ ৷

আরও পড়ুন: Imran Khan's Political Journey : বাইশ গজের মতো মধুর নয়, ক্রিকেটার থেকে নেতা ইমরানের যাত্রাপথ

ইসলামাবাদ, 13 এপ্রিল: একটি হোটেলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (Scuffle breaks out between PTI, PPP supporters) এক সমর্থকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন ভিন্নমত পোষণকারী আইনপ্রণেতা নুর আলম খান (Scuffle between PTI-PPP supporters)৷ ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ সেখানে দেখা গিয়েছে, খানকে বিশ্বাসঘাতক বলে অভিযোগ করে তাঁর বিরুদ্ধে তোপ দাগছেন এক বৃদ্ধ ৷ তাতেই তাঁর উপর চটে যান নুর আলম খান ৷ বাধে হাতাহাতি ৷

মঙ্গলবার ইসলামাবাদের (Pakistan politics) একটি হোটেলে ঘটে এই ঘটনা ৷ পিটিআই-এর এক কর্মী জানিয়েছেন, ওই হোটেলে মুস্তফা নওয়াজ খোখার, নাদিম আফজল চান ও ফয়জল করিম কুন্দি-সহ অন্যান্য পিপিপি নেতাদের সঙ্গে ইফতারের নৈশভোজ সারছিলেন নুর আলম খান ৷ সেখানেই উপস্থিত ছিলেন পিটিআই-এর সমর্থক ওই বৃদ্ধ ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিন্নমত পোষণকারী খানকে বিশ্বাসঘাতক বলে অভিযোগ করেন বৃদ্ধ ৷ তিনি খানকে লক্ষ্য করে একটি বোতলও ছুড়ে মারেন বলে অভিযোগ ৷ এরপরই খান ও ওই বৃদ্ধের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় ৷ যা পৌঁছে যায় হাতাহাতিতে ৷

আরও পড়ুন: PCB Chairman Ramiz Raja : মসনদে নেই ইমরান, পাক ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়তে পারেন রামিজ রাজা

উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের অনাস্থা প্রস্তাবে তাঁর বিরুদ্ধে গিয়ে বিরোধীদের সমর্থন দিয়েছিলেন ভিন্নমত পোষণকারী ন্যাশনাল অ্যাসেম্বলির 20 জন সদস্য ৷ সেই কারণে নিজেদের দলের নেতাদের বিরুদ্ধেই সরব হতে দেখা গিয়েছে বহু পিটিআই সমর্থককে ৷ সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা শেহবাজ শরিফ ৷

আরও পড়ুন: Imran Khan's Political Journey : বাইশ গজের মতো মধুর নয়, ক্রিকেটার থেকে নেতা ইমরানের যাত্রাপথ

Last Updated : Apr 13, 2022, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.