নিউ ইয়র্ক, 21 এপ্রিল: অশান্ত সুদান । জারি গৃহযুদ্ধ ৷ সে দেশে আটকে বহু ভারতীয় ৷ তাঁদের নিরাপত্তার স্বার্থে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করেন ৷ তাঁদের মধ্যে সুদানের এই সংকটজনক পরিস্থিতি সমাধান নিয়েও কথাবার্তা হয় ৷ ঈদে সুদানে শান্তি ফেরাতে আন্তর্জাতিক স্তরে একাধিক দেশের বিদেশমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন জয়শঙ্কর ৷
বৃহস্পতিবার গুতেরেসের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, "সুদানে বহু ভারতীয় রয়েছেন ৷ তাই এ বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ সুদানের পরিস্থিতি গুরুতর ৷ প্রচুর মানুষ সেখানে আটকে রয়েছেন ৷" গুয়ানা, পানামা, কলাম্বিয়া এবং ডিমিনিকান রিপাবলিকে যাওয়ার পথে হঠাৎ নিউ ইয়র্ক পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী ৷
-
Focus understandably was on Sudan. India strongly supports efforts towards an early ceasefire, leading to creation of safe corridors. Will continue to work closely with UN and other partners in this regard.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Focus understandably was on Sudan. India strongly supports efforts towards an early ceasefire, leading to creation of safe corridors. Will continue to work closely with UN and other partners in this regard.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 20, 2023Focus understandably was on Sudan. India strongly supports efforts towards an early ceasefire, leading to creation of safe corridors. Will continue to work closely with UN and other partners in this regard.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 20, 2023
তিনি সাংবাদিকদের বলেন, "গৃহযুদ্ধ থামানোর চেষ্টা করছে রাষ্ট্রসংঘ ৷ এই মুহূর্তে সেটা অবশ্য প্রয়োজনীয় ৷ যুদ্ধবিরতি না-হলে মানুষ সুরক্ষিত ভাবে সুদানের বাইরে আসতে পারবেন না ৷" জয়শঙ্করের সঙ্গে দেখা করার আগে রাষ্ট্রসংঘের মহাসচিব বিভিন্ন সংগঠনের কাছে যুদ্ধ থামানোর আবেদন জানান ৷ যুদ্ধ বন্ধ হলে ঈদে মানুষের জীবনে শান্তি ফিরবে বলে তিনি মনে করেন ৷
আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের বলেন, "যুদ্ধবিরতির চেষ্টা দু'দুবার ব্যর্থ হয়েছে ৷ তবে আমার মনে হয়, এই মুহূর্তটা যুদ্ধবিরতির জন্য একেবারে সঠিক সময় ৷" 14 এপ্রিল সুদানে সামরিক বাহিনী এবং আধাসেনা ব়্যাপিড সাপোর্ট ফোর্স বা এআরএসএফের মধ্যে সংঘর্ষ বাধে ৷ তারপর থেকেই অশান্তি ছড়ায় দেশে।
সুদানে প্রায় 4 হাজার ভারতীয় আছেন ৷ রাজধানীতে খার্তুমে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী তাদের মধ্যে 1 হাজার 500 জন দীর্ঘদিন ধরে আফ্রিকা মহাদেশের এই দেশটিতে বাস করছেন ৷ গত শনিবার ভারতীয় নাগরিক অ্যালবার্ট অগস্টিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ৷ বিদেশমন্ত্রী জয়শঙ্কর অবশ্য আশ্বস্ত করেছেন, সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে মোদি সরকার সব দিক দিয়ে চেষ্টা করছে ৷
আরও পড়ুন: গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান, অন্য দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্র