লন্ডন ও নয়াদিল্লি, 14 নভেম্বর: দুই দেশের মধ্যে মুক্ত-বাণিজ্য চুক্তিতে কোনও একটা সমঝোতায় আসা সম্ভব হবে । এমনটাই আশা করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সোমবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের ওয়েস্টমিনস্টার হলে বক্তৃতা দেওয়ার সময় এই কথা বলেন তিনি ৷ এদিন ব্রিটেন ও ভারতের মধ্যে সম্পর্ককে বিশ্বের জন্য একটা শুভ শক্তি বলে বর্ণনা করেছেন জয়শঙ্কর ৷
সোমবার তিনি পাঁচ দিনের সফরে ব্রিটেনে গিয়েছেন ৷ এদিনই তিনি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করেন ৷ সুনাকের আমন্ত্রণে সস্ত্রীক চা চক্রে যোগ দেন জয়শঙ্কর। এদিকে সোমবার ব্রিটেন সরকারে বড় রদবদল হয় ৷ দেশের বিদেশ সচিব হিসেবে নিযুক্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ৷ তাঁর সঙ্গেও এদিনই দেখা করেন জয়শঙ্কর ৷ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ নিয়ে বিদেশমন্ত্রী বলেন, "ভারত ও ব্রিটেনের মধ্যে হওয়া এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তিতে সমঝোতা কীভাবে হতে পারে, আমরা সেই রাস্তা খুঁজছি ৷ সেটাই প্রধান লক্ষ্য ৷ আশা করি দু'টি দেশই একটা কোনও পয়েন্ট খুঁজে পাবে যা ভারত ও ব্রিটেন- উভয়ের জন্য কার্যকরী হবে ৷"
-
A pleasure to meet UK Foreign Secretary @David_Cameron this afternoon on his first day in office. Congratulated him on his appointment.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Held a detailed discussion on realizing the full potential of our strategic partnership.
Also exchanged views on the situation in West Asia,… pic.twitter.com/guxyCxLuRM
">A pleasure to meet UK Foreign Secretary @David_Cameron this afternoon on his first day in office. Congratulated him on his appointment.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 13, 2023
Held a detailed discussion on realizing the full potential of our strategic partnership.
Also exchanged views on the situation in West Asia,… pic.twitter.com/guxyCxLuRMA pleasure to meet UK Foreign Secretary @David_Cameron this afternoon on his first day in office. Congratulated him on his appointment.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 13, 2023
Held a detailed discussion on realizing the full potential of our strategic partnership.
Also exchanged views on the situation in West Asia,… pic.twitter.com/guxyCxLuRM
ভারত ও ব্রিটেনের সম্পর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, "ভারত ও ব্রিটেনের একটি দীর্ঘ ইতিহাস আছে । সেই সম্পর্কে বেশ কিছু জটিলতাও আছে ৷ দুই দেশের মধ্যে বেশ কিছু মিল আছে। রীতি নীতি থেকে শুরু করে প্রতিষ্ঠান পরিচালনার প্রশ্নেও মিল আছে। এই সব নিয়ে আমরা একটা সদর্থক ইতিহাস নির্মাণের চেষ্টা করছি ৷ আর এই ইতিহাস আমাদের চালিকাশক্তি হয়ে উঠবে ৷"
ভারত-ব্রিটেনের মধ্য়ে সর্বাঙ্গীণ কৌশলী দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে 2021 সালে 'ইন্ডিয়া-ইউকে রোডম্যাপ 2030' শুরু হয় ৷ বিভিন্ন ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে সম্পর্কের আর বিস্তার করাই লক্ষ্য ৷ গত বছরের জানুয়ারি মাস থেকে ভারত ও ব্রিটেনের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে ৷ এই চুক্তি সম্পন্ন হলে দু'দেশের মধ্যে 3 হাজার 600 কোটি বিলিয়নের ব্যবসা হবে ৷ ইতিমধ্যে দু'দেশের সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যে 13 বার আলোচনা হয়েছে ৷
আরও পড়ুন:
1. বিতর্কিত প্রতিবেদনের জের, ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রীকে বরখাস্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক!
2. বিরাট কোহলির সই করা ব্যাট ঋষি সুনককে দীপাবলির উপহার জয়শংকরের