নিউইয়র্ক, 8 এপ্রিল: এই সপ্তাহে রাষ্ট্রসংঘ তিনটি সংগঠনের নির্বাচনে হারল রাশিয়া ৷ আর এই হারের একমাত্র কারণ হিসেবে বলা হচ্ছে, গতবছর থেকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন ৷ সেই আগ্রাসনই পুতিনদের বিরুদ্ধে গিয়েছে ৷ রাষ্ট্রসংঘের 54 সদস্যের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল রাশিয়ার বিরুদ্ধে 6টি নন-বন্ডিং প্রস্তাবে অনুমোদন দিয়েছে ৷ সেই প্রস্তাবগুলি রাষ্ট্রসংঘের 193 সদস্যের সাধারণ সমাবেশে পেশ করা হয়েছিল ৷
23 ফেব্রুয়ারি, ইউক্রেনের উপর রাশিয়ার হামলার একবছর পূর্ণ হওয়ার সময় মস্কোকে শত্রুতা বন্ধ করতে এবং বাহিনী প্রত্যাহারের আবেদন জানানো হয়েছিল ৷ এমনকী ভোটাভুটিতে 32টি দেশ অংশ না নিলেও, 141-7 ফলাফল রাশিয়ার বিপক্ষে গিয়েছিল ৷ ইসিওএসওসি ভোটে, নারীর মর্যাদারক্ষা কমিশনের একটি আসনের নির্বাচনেও রাশিয়া রোমানিয়ার কাছে পরাজিত হয় ৷ রাষ্ট্রসংঘের শিশু সুরক্ষা ও অধিকার সংক্রান্ত সংগঠন ইউনিসেফের কার্যনির্বাহী বোর্ডের সদস্যপদ পেতে নির্বাচনে দাঁড়িয়েছিল রাশিয়া ৷ সেখানেও রাশিয়াকে হারের মুখ দেখতে হয় এস্তোনিয়ার কাছে ৷
অপরাধ দমন এবং অপরাধ সংক্রান্ত বিচারের যে কমিশন রয়েছে, তার সদস্য পদের নির্বাচনেও হেরেছে রাশিয়া ৷ সিক্রেট ব্যালটে হওয়া সেই নির্বাচনে আর্মেনিয়া ও চেক রিপাবলিকের কাছে হারতে হয় রাশিয়াকে ৷ বুধবারের ভোটের পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, "ইসিওএসওসি সদস্যদের কাছ থেকে এটি একটি সুস্পষ্ট বার্তা যে, রাষ্ট্রসংঘের সনদকে লঙ্ঘন করলে তার গুরুত্বপূর্ণ সংগঠনগুলিতে কোনও দেশ পদে থাকতে পারবে না ৷"
আরও পড়ুন: কেউ সমর্থন না করলেও ভারত নিজের অবস্থানে অনড়, চিনের সঙ্গে সীমান্ত ইস্যুতে নয়াদিল্লির বার্তা
উল্লেখ্য, ইসিওএসওসি-র তত্ত্বাবধানে থাকা 14টি কমিশন, বোর্ড ও বিশেষজ্ঞ গোষ্ঠীর সদস্যদের ভোটে রাশিয়া সামাজিক উন্নয়ন কমিশনে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল ৷ কিন্তু, তার বিরোধিতায় করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেন ৷ সেখানে তাদের যুক্তি ছিল, রাশিয়া আন্তর্জাতিক আইন ভেঙে এবং ইউক্রেনের সীমান্তের অখণ্ডতাকে নষ্ট করেছে ৷ এমনকী রাশিয়া রাষ্ট্রসংঘের আরও বেশ কয়েকটি সংস্থায় সদস্যপদ পেয়েছিল ৷ সেগুলিকেও খারিজ করে দেওয়া হয়েছে ৷