ETV Bharat / international

Chaos in Sri Lanka: সরকার বিরোধী আন্দোলনে রণক্ষেত্র কলম্বো, প্রাণ গেল শাসকদলের সাংসদের - Chaos in Sri Lanka

সোমবার দুপুরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মহিন্দা রাজাপক্ষে ৷ তবে সকাল থেকেই সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত কলম্বোয় এদিন মৃত্যু হল শাসকদলের এক সাংসদের (Ruling party MP dies in Sri Lanka clashes) ৷

Chaos in Sri Lanka
সরকার বিরোধী আন্দোলনে রণক্ষেত্র কলম্বো
author img

By

Published : May 9, 2022, 9:38 PM IST

কলম্বো, 9 মে : স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের অর্থনীতিতে সর্বাধিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ৷ দেশে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে স্থিরতা আনতে সোমবার দুপুরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মহিন্দা রাজাপক্ষে ৷ তবে সকাল থেকেই সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত কলম্বোয় এদিন মৃত্যু হল শাসকদলের এক সাংসদের (Ruling party MP dies in Sri Lanka clashes) ৷ রাজধানীতে হিংসার ঘটনায় আহত 138 জনকে ভর্তি করা হয়েছে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ৷

অমরাকীর্তি আথুকোরালা নামে শাসক দলের ওই সাংসদের দেহ এদিন পরিত্যক্ত একটি আবাসন থেকে পাওয়া যায় বলে সংবাদসংস্থাকে জানিয়েছে স্থানীয় পুলিশ ৷ সরকার-বিরোধী আন্দোলনে উত্তপ্ত নিত্তামবুয়াতে এদিন মৃত্যুর আগে একাধিক আন্দোলনকারীকে ব্যক্তিগত রিভলবার থেকে গুলিবিদ্ধ করেন ওই সাংসদ ৷ এরপর যে আবাসন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়, সেখানেই আশ্রয় নিয়েছিলেন অমরাকীর্তি ৷

কিন্তু হাজারো আন্দোলনকারী পরিত্যক্ত সেই আবাসন ঘিরে ফেললে অবস্থা বেগতিক দেখে আত্মহত্যা করেন ওই সাংসদ ৷ সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা উপলব্ধি করে শেষমেশ এদিন পদ ছাড়তে বাধ্য হন মহিন্দা রাজাপক্ষে ৷ রাষ্ট্রপতির অনুরোধের পর ঘনিষ্ঠ মহলে মহিন্দা রাজাপক্ষে জানিয়েছিলেন, যদি তাঁর পদত্যাগের ফলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় তাহলে তিনি পদ ছাড়তে রাজি ৷

আরও পড়ুন : পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এদিন পদত্যাগ করায় নিয়ম অনুযায়ী ভেঙে গেল তাঁর মন্ত্রিসভাও ৷ ফলে এবার নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নয়া মন্ত্রিসভা তৈরি হবে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে ৷ শুধু প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিও উঠেছে শ্রীলঙ্কায় ৷ প্রতিবাদ, বিক্ষোভ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শুক্রবার মধ্যরাত থেকে ফের একবার এই দ্বীপরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন রাষ্ট্রপতি ৷

কলম্বো, 9 মে : স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের অর্থনীতিতে সর্বাধিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ৷ দেশে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে স্থিরতা আনতে সোমবার দুপুরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মহিন্দা রাজাপক্ষে ৷ তবে সকাল থেকেই সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত কলম্বোয় এদিন মৃত্যু হল শাসকদলের এক সাংসদের (Ruling party MP dies in Sri Lanka clashes) ৷ রাজধানীতে হিংসার ঘটনায় আহত 138 জনকে ভর্তি করা হয়েছে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ৷

অমরাকীর্তি আথুকোরালা নামে শাসক দলের ওই সাংসদের দেহ এদিন পরিত্যক্ত একটি আবাসন থেকে পাওয়া যায় বলে সংবাদসংস্থাকে জানিয়েছে স্থানীয় পুলিশ ৷ সরকার-বিরোধী আন্দোলনে উত্তপ্ত নিত্তামবুয়াতে এদিন মৃত্যুর আগে একাধিক আন্দোলনকারীকে ব্যক্তিগত রিভলবার থেকে গুলিবিদ্ধ করেন ওই সাংসদ ৷ এরপর যে আবাসন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়, সেখানেই আশ্রয় নিয়েছিলেন অমরাকীর্তি ৷

কিন্তু হাজারো আন্দোলনকারী পরিত্যক্ত সেই আবাসন ঘিরে ফেললে অবস্থা বেগতিক দেখে আত্মহত্যা করেন ওই সাংসদ ৷ সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা উপলব্ধি করে শেষমেশ এদিন পদ ছাড়তে বাধ্য হন মহিন্দা রাজাপক্ষে ৷ রাষ্ট্রপতির অনুরোধের পর ঘনিষ্ঠ মহলে মহিন্দা রাজাপক্ষে জানিয়েছিলেন, যদি তাঁর পদত্যাগের ফলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় তাহলে তিনি পদ ছাড়তে রাজি ৷

আরও পড়ুন : পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এদিন পদত্যাগ করায় নিয়ম অনুযায়ী ভেঙে গেল তাঁর মন্ত্রিসভাও ৷ ফলে এবার নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নয়া মন্ত্রিসভা তৈরি হবে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে ৷ শুধু প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিও উঠেছে শ্রীলঙ্কায় ৷ প্রতিবাদ, বিক্ষোভ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শুক্রবার মধ্যরাত থেকে ফের একবার এই দ্বীপরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন রাষ্ট্রপতি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.