ETV Bharat / international

Modi Greets Sunak: মোদির অভিনন্দন, ভারতের সঙ্গে সম্পর্ক সুমধুর করাই লক্ষ্য ঋষির

অগস্টে ব্রিটিশ-ইন্ডিয়ান কনজারভেটিভ পার্টি সদস্যদের নিয়ে আলোচনা সভায় অংশ নিয়েছিলেন যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak) ৷ সুনাক জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নতি করতে বদ্ধপরিকর তিনি, যাতে তা আরও বেশি দ্বিপাক্ষিক হয় (Rishi Sunak wants to improve UK-India relationship) ৷

Modi Greets Sunak
ভারতের সঙ্গে সম্পর্ক সুমধুর করার লক্ষ্যে ব্রিটেনের মসনদে ঋষিarat
author img

By

Published : Oct 24, 2022, 11:07 PM IST

Updated : Oct 25, 2022, 6:06 AM IST

লন্ডন, 24 অক্টোবর: ব্রিটেনের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ৷ ঋষি সুনাকের (Rishi Sunak) থেকে স্বভাবতই ভারতবাসীর প্রত্যাশা অন্যায় কিছু নয় ৷ কিন্তু লিজ ট্রাসের (Liz Truss) উত্তরাধিকারী ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে কি আদৌ ভাবিত? বিশেষজ্ঞমহলের দাবি, মসনদে বসে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক মজবুত করতে প্রয়াসী হবেন ঋষি ৷ দিনকয়েক আগে এমনটাই ইচ্ছেপ্রকাশ করেছিলেন ব্রিটেনের ভাবি প্রধানমন্ত্রী (Rishi Sunak wants to improve UK-India relationship) ৷

যদিও তখন লিজ ট্রাসের সঙ্গে মসনদে বসার লড়াই চলছিল সুনাকের ৷ অগস্টে ব্রিটিশ-ইন্ডিয়ান কনজারভেটিভ পার্টি সদস্যদের নিয়ে আলোচনা সভায় কী বলেছিলেন যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী ৷ সুনাক জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নতি করতে বদ্ধপরিকর তিনি, যাতে তা আরও বেশি করে দ্বিপাক্ষিক হয় ৷ এমনকী ভারতের মাটিতে আরও বেশি করে ব্রিটেনের কোম্পানি এবং পড়ুয়াদের দেখার ইচ্ছেপ্রকাশ করেছিলেন সুনাক ৷

প্রধানমন্ত্রী হয়ে বড় বার্তা দিলেন ঋষি, দেখুন ভিডিয়ো

ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ওই আলোচনা সভায় ভারতীয় প্রতিনিধিদের উদ্দেশে আরও বলেন, "আমরা জানি ব্রিটেনের সঙ্গে ভারতের সুসম্পর্ক কতোটা গুরুত্বপূর্ণ ৷ আমরা দু'দেশের সেতু হিসেবে কাজ করতে চাই ৷ আমাদের দেশের পড়ুয়াদের জন্য ভারতযাত্রা আরও সহজ করে তুলতে চাই ৷ ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কখনোই একপাক্ষিক নয়, তাই ব্রিটিশ কোম্পানিগুলোর সঙ্গে ভারতীয় কোম্পানিগুলোর একজোট হয়ে কাজ করার বিষয়টিও আরও সহজ করতে চাই ৷"

আরও পড়ুন: উইনস্টন চার্চিলকে মিথ্যে প্রমাণ করে যুক্তরাজ্যে 'ঋষি-রাজ'

আগামী 28 অক্টোবর দেশের প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন সুনাক ৷ এদিন লিজ ট্রাসের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রী পদের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi greets Rishi Sunak) ৷ পিএমও তাঁর বার্তায় লেখেন, "ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাককে আমার উষ্ণ অভিনন্দন ৷ বিশ্বব্যাপী নানা সমস্য়ার স্থায়ী সমাধানে একসঙ্গে কাজ করতে চাই আমরা ৷ 2030 পর্যন্ত একটা রোডম্যাপ তৈরি করতে চাই ৷ যুক্তরাজ্যে বসবাসকারী ভারতীয়দের আমার দিওয়ালির বিশেষ শুভেচ্ছা ৷"

লন্ডন, 24 অক্টোবর: ব্রিটেনের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ৷ ঋষি সুনাকের (Rishi Sunak) থেকে স্বভাবতই ভারতবাসীর প্রত্যাশা অন্যায় কিছু নয় ৷ কিন্তু লিজ ট্রাসের (Liz Truss) উত্তরাধিকারী ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে কি আদৌ ভাবিত? বিশেষজ্ঞমহলের দাবি, মসনদে বসে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক মজবুত করতে প্রয়াসী হবেন ঋষি ৷ দিনকয়েক আগে এমনটাই ইচ্ছেপ্রকাশ করেছিলেন ব্রিটেনের ভাবি প্রধানমন্ত্রী (Rishi Sunak wants to improve UK-India relationship) ৷

যদিও তখন লিজ ট্রাসের সঙ্গে মসনদে বসার লড়াই চলছিল সুনাকের ৷ অগস্টে ব্রিটিশ-ইন্ডিয়ান কনজারভেটিভ পার্টি সদস্যদের নিয়ে আলোচনা সভায় কী বলেছিলেন যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী ৷ সুনাক জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নতি করতে বদ্ধপরিকর তিনি, যাতে তা আরও বেশি করে দ্বিপাক্ষিক হয় ৷ এমনকী ভারতের মাটিতে আরও বেশি করে ব্রিটেনের কোম্পানি এবং পড়ুয়াদের দেখার ইচ্ছেপ্রকাশ করেছিলেন সুনাক ৷

প্রধানমন্ত্রী হয়ে বড় বার্তা দিলেন ঋষি, দেখুন ভিডিয়ো

ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ওই আলোচনা সভায় ভারতীয় প্রতিনিধিদের উদ্দেশে আরও বলেন, "আমরা জানি ব্রিটেনের সঙ্গে ভারতের সুসম্পর্ক কতোটা গুরুত্বপূর্ণ ৷ আমরা দু'দেশের সেতু হিসেবে কাজ করতে চাই ৷ আমাদের দেশের পড়ুয়াদের জন্য ভারতযাত্রা আরও সহজ করে তুলতে চাই ৷ ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কখনোই একপাক্ষিক নয়, তাই ব্রিটিশ কোম্পানিগুলোর সঙ্গে ভারতীয় কোম্পানিগুলোর একজোট হয়ে কাজ করার বিষয়টিও আরও সহজ করতে চাই ৷"

আরও পড়ুন: উইনস্টন চার্চিলকে মিথ্যে প্রমাণ করে যুক্তরাজ্যে 'ঋষি-রাজ'

আগামী 28 অক্টোবর দেশের প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন সুনাক ৷ এদিন লিজ ট্রাসের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রী পদের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi greets Rishi Sunak) ৷ পিএমও তাঁর বার্তায় লেখেন, "ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাককে আমার উষ্ণ অভিনন্দন ৷ বিশ্বব্যাপী নানা সমস্য়ার স্থায়ী সমাধানে একসঙ্গে কাজ করতে চাই আমরা ৷ 2030 পর্যন্ত একটা রোডম্যাপ তৈরি করতে চাই ৷ যুক্তরাজ্যে বসবাসকারী ভারতীয়দের আমার দিওয়ালির বিশেষ শুভেচ্ছা ৷"

Last Updated : Oct 25, 2022, 6:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.