ETV Bharat / international

UK PM Election: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে ? দৌড়ে এগিয়ে ঋষি সুনক - পেনি মর্ডাউন্ট

এখনও পর্যন্ত 93 জন সাংসদের সমর্থনে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak leads UK PM Race) ৷ প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দিতে তাঁর অন্তত পক্ষে 100 জনের সমর্থন প্রয়োজন (UK PM Election) ৷

Rishi Sunak leads UK PM Race
Rishi Sunak leads UK PM Race
author img

By

Published : Oct 22, 2022, 9:49 AM IST

Updated : Oct 22, 2022, 10:39 AM IST

লন্ডন, 22 অক্টোবর: ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনক (Rishi Sunak leads UK PM Race) ৷ তিনি এখনও পর্যন্ত কনজারভেটিভ দলের 93 জন সাংসদের সমর্থন পেয়েছেন (UK PM Election) বলে খবর ৷ প্রধানমন্ত্রীর পদে মনোনয়ন জমা দিতে কমপক্ষে 100 জন সাংসদের সমর্থন প্রয়োজন ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রকাশিত বিভিন্ন রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷

এর মাস দেড়েক আগে লিজ ট্রাসের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব নিয়ে লড়াইয়ে নেমেছিলেন সুনক । তবে শেষমেশ তাঁকে হারতে হয় । তবে পরবর্তী ঘটনাক্রম আবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাঁকে খানিকটা এগিয়ে দিয়েছে । আর্থিক নীতি নির্ধারণের প্রশ্নে দলেই বিরোধিতার মুখে পড়তে হয় লিজ ট্রাসকে । ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কমদিন তিনি প্রধানমন্ত্রীর পদে ছিলেন ৷ বরিস জনসন পদত্যাগ করার পর, ঋষি সুনককে হারিয়েই লিজ ট্রাস প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ কিন্তু, মাত্র 45 দিনের মাথায় তিনি পদত্যাগ করেন ৷

এর পর ফের একবার কনজারভেটিভ দলের নেতা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ আগামী 24 অক্টোবর ব্রিটেনের স্থানীয় সময় দুপুর 2টোর মধ্যে প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের অন্তত 100 জন সাংসদের সমর্থন পেতে হবে ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) ফের একবার নির্বাচনে অংশ নিয়েছেন ৷ তিনি আপাতত 44 জন সাংসদের সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৷ আর তৃতীয় প্রধানমন্ত্রী পদপ্রার্থী পেনি মর্ডাউন্ট (Penny Mordaunt) 21 জন সাংসদের সমর্থন পেয়েছেন আপাতত ৷ তবে, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক ৷ আর তাঁকে সমর্থন করছেন, ব্রিটেনের মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্যও ৷

আরও পড়ুন: সরলেন ট্রাস, এবার কি 'আচ্ছে দিন' সুনকের ?

ঋষি সুনকের সমর্থনে রয়েছেন, প্রাক্তন স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ, নিরাপত্তা মন্ত্রী টম টুগেনধাত এবং আরেক প্রাক্তন স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক ৷ সাজিদ জাভিদ সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি, তার সঙ্গে লড়াই করার যোগ্যতা ঋষির রয়েছে ৷ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি একদম সঠিক ব্যক্তি ৷’’

লন্ডন, 22 অক্টোবর: ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনক (Rishi Sunak leads UK PM Race) ৷ তিনি এখনও পর্যন্ত কনজারভেটিভ দলের 93 জন সাংসদের সমর্থন পেয়েছেন (UK PM Election) বলে খবর ৷ প্রধানমন্ত্রীর পদে মনোনয়ন জমা দিতে কমপক্ষে 100 জন সাংসদের সমর্থন প্রয়োজন ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রকাশিত বিভিন্ন রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷

এর মাস দেড়েক আগে লিজ ট্রাসের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব নিয়ে লড়াইয়ে নেমেছিলেন সুনক । তবে শেষমেশ তাঁকে হারতে হয় । তবে পরবর্তী ঘটনাক্রম আবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাঁকে খানিকটা এগিয়ে দিয়েছে । আর্থিক নীতি নির্ধারণের প্রশ্নে দলেই বিরোধিতার মুখে পড়তে হয় লিজ ট্রাসকে । ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কমদিন তিনি প্রধানমন্ত্রীর পদে ছিলেন ৷ বরিস জনসন পদত্যাগ করার পর, ঋষি সুনককে হারিয়েই লিজ ট্রাস প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ কিন্তু, মাত্র 45 দিনের মাথায় তিনি পদত্যাগ করেন ৷

এর পর ফের একবার কনজারভেটিভ দলের নেতা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ আগামী 24 অক্টোবর ব্রিটেনের স্থানীয় সময় দুপুর 2টোর মধ্যে প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের অন্তত 100 জন সাংসদের সমর্থন পেতে হবে ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) ফের একবার নির্বাচনে অংশ নিয়েছেন ৷ তিনি আপাতত 44 জন সাংসদের সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৷ আর তৃতীয় প্রধানমন্ত্রী পদপ্রার্থী পেনি মর্ডাউন্ট (Penny Mordaunt) 21 জন সাংসদের সমর্থন পেয়েছেন আপাতত ৷ তবে, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক ৷ আর তাঁকে সমর্থন করছেন, ব্রিটেনের মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্যও ৷

আরও পড়ুন: সরলেন ট্রাস, এবার কি 'আচ্ছে দিন' সুনকের ?

ঋষি সুনকের সমর্থনে রয়েছেন, প্রাক্তন স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ, নিরাপত্তা মন্ত্রী টম টুগেনধাত এবং আরেক প্রাক্তন স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক ৷ সাজিদ জাভিদ সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি, তার সঙ্গে লড়াই করার যোগ্যতা ঋষির রয়েছে ৷ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি একদম সঠিক ব্যক্তি ৷’’

Last Updated : Oct 22, 2022, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.