ETV Bharat / international

Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েই একের পর এক রেকর্ড গড়লেন ঋষি সুনাক

যাবতীয় জল্পনা সত্যি করে ব্রিটেনের প্রধানমন্ত্রী (Prime Minister of Britain) হলেন ঋষি সুনাক (Rishi Sunak) ৷ তৈরি করলেন একাধিক রেকর্ড !

Rishi Sunak is the first Indian origin and Hindu Prime Minister of Britain
Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েই একের পর এক রেকর্ড গড়লেন ঋষি সুনাক
author img

By

Published : Oct 24, 2022, 8:13 PM IST

Updated : Oct 24, 2022, 9:02 PM IST

লন্ডন, 24 অক্টোবর: একাধিক রেকর্ড গড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর (Prime Minister of Britain) কুর্সিতে বসলেন ঋষি সুনাক (Rishi Sunak) ৷ তিনি হলেন ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত, প্রথম এশীয় এবং প্রথম হিন্দু প্রধানমন্ত্রী ৷ তাছাড়া, ঋষির জন্ম হয় 1980 সালে ৷ অর্থাৎ এখন তাঁর বয়স মাত্র 42 বছর ৷ এর আগে এত কম বয়সে কেউ ব্রিটেনের প্রধানমন্ত্রী হননি ৷

সোমবার ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন ঋষি ৷ আর সেই পদাধিকার বলেই তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৷ ওয়াকিবহাল মহল বলছে, লিজ ট্রাস যে মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেন, সেই মুহূর্তেই ঋষির প্রধানমন্ত্রী হওয়া একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল ৷

আরও পড়ুন: গত 200 বছরে কনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ব্রিটেন

তবে, এরই মধ্যে আলোচনা শুরু হয় আরও একজনকে নিয়ে ৷ তিনি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ বরিস যেভাবে ছুটিতে কাটছাঁট করে গত শনিবার দেশে ফিরে এসেছিলেন, তাতে অনেকেই ভেবেছিলেন ঋষিকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না তিনি ৷ সেক্ষেত্রে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ার লড়াইয়ে ঋষির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতেন বরিস জনসন ৷ কিন্তু, শেষমেশ লড়াই থেকে সরে দাঁড়ান তিনি ৷

ঋষির প্রধানমন্ত্রী হওয়ার পথে পরবর্তী বাধা ছিলেন পেনি মরডন্ট (Penny Mordaunt) ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হয়েছিলেন তিনিও ৷ কিন্তু, রবিবার রাতে পেনিও এই লড়াই থেকে সরে দাঁড়ান ৷ ফলে সর্বসম্মতভাবে ঋষিকে দলের নতুন নেতা নির্বাচন করতে কনজারভেটিভ পার্টির আর কোনও সমস্যা হয়নি ৷ দলের অন্তত 200 জন এমপি ঋষিকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ৷ সূত্রের খবর, পেনি আসলে যথেষ্ট পরিমাণে সমর্থন আদায় করতেই পারেননি ৷ তিনি জানতেন, ঋষির বিরুদ্ধে ভোটে দাঁড়ালে পরাজয় নিশ্চিত ৷ আর সেই কারণেই প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেন পেনি ৷

সোমবার কনজারভেটিভ পার্টির তরফে ঋষিকে নেতা হিসাবে ঘোষণা করেন চেয়ারম্যান স্য়ার গ্রাহাম ব্র্যাডি ৷ এরপর ঋষি নিজেও ভাষণ দেন ৷ নিজের বক্তৃতায় দলীয় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ৷ ব্রিটিশ সংবিধানের নিয়ম অনুসারে, রাজ পরিবারের কর্তা বা কর্ত্রী প্রধানমন্ত্রীকে তাঁর পদে নিযুক্ত করেন ৷ অর্থাৎ, ঋষিকে প্রধানমন্ত্রিত্ব অর্পণ করবেন রাজা চার্লস ৷ লিজ ট্রাসের হাত থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বভার ঋষি সুনাকের হাতে তুলে দেওয়া হবে ৷ 28 অক্টোবর লিজের উত্তরসূরি হিসেবে শপথ নেবেন সুনাক ৷

লন্ডন, 24 অক্টোবর: একাধিক রেকর্ড গড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর (Prime Minister of Britain) কুর্সিতে বসলেন ঋষি সুনাক (Rishi Sunak) ৷ তিনি হলেন ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত, প্রথম এশীয় এবং প্রথম হিন্দু প্রধানমন্ত্রী ৷ তাছাড়া, ঋষির জন্ম হয় 1980 সালে ৷ অর্থাৎ এখন তাঁর বয়স মাত্র 42 বছর ৷ এর আগে এত কম বয়সে কেউ ব্রিটেনের প্রধানমন্ত্রী হননি ৷

সোমবার ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন ঋষি ৷ আর সেই পদাধিকার বলেই তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৷ ওয়াকিবহাল মহল বলছে, লিজ ট্রাস যে মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেন, সেই মুহূর্তেই ঋষির প্রধানমন্ত্রী হওয়া একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল ৷

আরও পড়ুন: গত 200 বছরে কনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ব্রিটেন

তবে, এরই মধ্যে আলোচনা শুরু হয় আরও একজনকে নিয়ে ৷ তিনি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ বরিস যেভাবে ছুটিতে কাটছাঁট করে গত শনিবার দেশে ফিরে এসেছিলেন, তাতে অনেকেই ভেবেছিলেন ঋষিকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না তিনি ৷ সেক্ষেত্রে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ার লড়াইয়ে ঋষির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতেন বরিস জনসন ৷ কিন্তু, শেষমেশ লড়াই থেকে সরে দাঁড়ান তিনি ৷

ঋষির প্রধানমন্ত্রী হওয়ার পথে পরবর্তী বাধা ছিলেন পেনি মরডন্ট (Penny Mordaunt) ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হয়েছিলেন তিনিও ৷ কিন্তু, রবিবার রাতে পেনিও এই লড়াই থেকে সরে দাঁড়ান ৷ ফলে সর্বসম্মতভাবে ঋষিকে দলের নতুন নেতা নির্বাচন করতে কনজারভেটিভ পার্টির আর কোনও সমস্যা হয়নি ৷ দলের অন্তত 200 জন এমপি ঋষিকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ৷ সূত্রের খবর, পেনি আসলে যথেষ্ট পরিমাণে সমর্থন আদায় করতেই পারেননি ৷ তিনি জানতেন, ঋষির বিরুদ্ধে ভোটে দাঁড়ালে পরাজয় নিশ্চিত ৷ আর সেই কারণেই প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেন পেনি ৷

সোমবার কনজারভেটিভ পার্টির তরফে ঋষিকে নেতা হিসাবে ঘোষণা করেন চেয়ারম্যান স্য়ার গ্রাহাম ব্র্যাডি ৷ এরপর ঋষি নিজেও ভাষণ দেন ৷ নিজের বক্তৃতায় দলীয় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ৷ ব্রিটিশ সংবিধানের নিয়ম অনুসারে, রাজ পরিবারের কর্তা বা কর্ত্রী প্রধানমন্ত্রীকে তাঁর পদে নিযুক্ত করেন ৷ অর্থাৎ, ঋষিকে প্রধানমন্ত্রিত্ব অর্পণ করবেন রাজা চার্লস ৷ লিজ ট্রাসের হাত থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বভার ঋষি সুনাকের হাতে তুলে দেওয়া হবে ৷ 28 অক্টোবর লিজের উত্তরসূরি হিসেবে শপথ নেবেন সুনাক ৷

Last Updated : Oct 24, 2022, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.