ETV Bharat / international

Chinese COPS: বিদেশে পুলিশ স্টেশন গড়ে গোপনে নজরদারি চিনের ! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

বিদেশেও গোপনে নজরদারি চালাচ্ছে চিন ৷ একটি মানবাধিকার সংগঠনের রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে ৷ যার পোশাকি নাম কপস (Chinese overseas police stations) ৷

Chinese COPS
Chinese COPS
author img

By

Published : Mar 21, 2023, 7:52 PM IST

নয়াদিল্লি, 21 মার্চ: বিদেশেও পুলিশ স্টেশন তৈরি করেছে চিন (China) ! এমনই এক চাঞ্চল্য়কর দাবি করেছে স্পেনের একটি মানবাধিকার সংগঠন (Spain Based Human Rights Groups) ৷ 2022 সালের সেপ্টেম্বরে প্রথমবার সেফগার্ড নামে ওই সংগঠনের তরফে এই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আনা হয় ৷ তারা দাবি করে, চাইনিজ ওভারসিজ পুলিশ স্টেশন বা কপস (COPS) নামে থানা পাঁচটি মহাদেশেই ছড়িয়েছে ৷ সব মিলিয়ে 53টি দেশে এমন 102টি থানা রয়েছে ৷

ওই রিপোর্ট অনুযায়ী, ওই কপস তৈরি করে চিনের পাবলিক সিকিউরিটি ব্যুরো ৷ ওই দেশের বিভিন্ন প্রদেশের নামে সেগুলির আলাদা আলাদা নাম রয়েছে ৷ 2016 সালে তা তৈরি করা হয় ৷ তাদের প্রাথমিক কাজ অপরাধীদের ধরা, বিভিন্ন প্রতারণা ফাঁস করা হয় ৷ আর বিভিন্ন দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের ধরা ৷ তবে এর সঙ্গে তিব্বতী, উইঘর ও বিদেশে যারা চিন বিরোধী কার্যকলাপ করে তাদের সম্বন্ধে তথ্য জোগাড় করার কাজ করে ৷

এই কাজ করার জন্য বিদেশে বসবাসকারী চিনা নাগরিকদের সংগঠনগুলির সাহায্য নেওয়া ৷ যাঁদের চিনে নিয়ে যাওয়া সম্ভব, তাঁদের নিয়ে গিয়ে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হয় ৷ তাছাড়া বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহের কাজও করানো হয় ৷ এই কাজ করানোর জন্য অবসর নেওয়া দক্ষ পুলিশ আধিকারিকদেরই ব্যবহার করে চিন ৷

এর জন্য তাঁদের আলাদা কোনও পদ বা সুবিধা দেওয়া হয় না ৷ বরং সাধারণের সঙ্গে মিশে কাজ করেন তাঁরা ৷ কেউ রেস্তরাঁতে কাজ করেন, কেউ শপিং মলের কর্মী, কেউ সাধারণ কোনও দোকানে কাজ করেন ৷ কারও সঙ্গে সংশ্লিষ্ট দেশের চিনা দূতাবাসের সরাসরি কোনও যোগাযোগ থাকে না ৷ এছাড়া বিভিন্ন শহরে সার্ভিস স্টেশন বা লিয়াঁজো পোস্ট তৈরি করেও কাজ করে চিন ৷ সার্ভিস স্টেশন বিদেশে থাকা চিনাদের সংগঠনের সঙ্গে প্রকাশ্যে কাজ করে ৷ আবার লিয়াজোঁ পোস্ট নীরবে কাজ চালিয়ে যায় ৷

আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, কম্বোডিয়া, মায়ানমারের মতো দেশগুলি যেখানে চিনের নাগরিকের সংখ্যাধিক্য রয়েছে, সেখানে এই কপস বেশি সক্রিয় ৷ চিনের সঙ্গে অনেক জায়গায় ইন্টারপোলও হাত মেলায় বলে অভিযোগ উঠেছে ৷ এমনই অভিযোগ তোলে ইউএস কংগ্রেসনাল এক্সিকিউটিউভ কমিশন অন চায়না ৷

আরও পড়ুন: দূষণে উজ্জ্বল হচ্ছে রাতের আকাশ ! সমস্য়া বাড়ছে গবেষকদের

নয়াদিল্লি, 21 মার্চ: বিদেশেও পুলিশ স্টেশন তৈরি করেছে চিন (China) ! এমনই এক চাঞ্চল্য়কর দাবি করেছে স্পেনের একটি মানবাধিকার সংগঠন (Spain Based Human Rights Groups) ৷ 2022 সালের সেপ্টেম্বরে প্রথমবার সেফগার্ড নামে ওই সংগঠনের তরফে এই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আনা হয় ৷ তারা দাবি করে, চাইনিজ ওভারসিজ পুলিশ স্টেশন বা কপস (COPS) নামে থানা পাঁচটি মহাদেশেই ছড়িয়েছে ৷ সব মিলিয়ে 53টি দেশে এমন 102টি থানা রয়েছে ৷

ওই রিপোর্ট অনুযায়ী, ওই কপস তৈরি করে চিনের পাবলিক সিকিউরিটি ব্যুরো ৷ ওই দেশের বিভিন্ন প্রদেশের নামে সেগুলির আলাদা আলাদা নাম রয়েছে ৷ 2016 সালে তা তৈরি করা হয় ৷ তাদের প্রাথমিক কাজ অপরাধীদের ধরা, বিভিন্ন প্রতারণা ফাঁস করা হয় ৷ আর বিভিন্ন দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের ধরা ৷ তবে এর সঙ্গে তিব্বতী, উইঘর ও বিদেশে যারা চিন বিরোধী কার্যকলাপ করে তাদের সম্বন্ধে তথ্য জোগাড় করার কাজ করে ৷

এই কাজ করার জন্য বিদেশে বসবাসকারী চিনা নাগরিকদের সংগঠনগুলির সাহায্য নেওয়া ৷ যাঁদের চিনে নিয়ে যাওয়া সম্ভব, তাঁদের নিয়ে গিয়ে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হয় ৷ তাছাড়া বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহের কাজও করানো হয় ৷ এই কাজ করানোর জন্য অবসর নেওয়া দক্ষ পুলিশ আধিকারিকদেরই ব্যবহার করে চিন ৷

এর জন্য তাঁদের আলাদা কোনও পদ বা সুবিধা দেওয়া হয় না ৷ বরং সাধারণের সঙ্গে মিশে কাজ করেন তাঁরা ৷ কেউ রেস্তরাঁতে কাজ করেন, কেউ শপিং মলের কর্মী, কেউ সাধারণ কোনও দোকানে কাজ করেন ৷ কারও সঙ্গে সংশ্লিষ্ট দেশের চিনা দূতাবাসের সরাসরি কোনও যোগাযোগ থাকে না ৷ এছাড়া বিভিন্ন শহরে সার্ভিস স্টেশন বা লিয়াঁজো পোস্ট তৈরি করেও কাজ করে চিন ৷ সার্ভিস স্টেশন বিদেশে থাকা চিনাদের সংগঠনের সঙ্গে প্রকাশ্যে কাজ করে ৷ আবার লিয়াজোঁ পোস্ট নীরবে কাজ চালিয়ে যায় ৷

আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, কম্বোডিয়া, মায়ানমারের মতো দেশগুলি যেখানে চিনের নাগরিকের সংখ্যাধিক্য রয়েছে, সেখানে এই কপস বেশি সক্রিয় ৷ চিনের সঙ্গে অনেক জায়গায় ইন্টারপোলও হাত মেলায় বলে অভিযোগ উঠেছে ৷ এমনই অভিযোগ তোলে ইউএস কংগ্রেসনাল এক্সিকিউটিউভ কমিশন অন চায়না ৷

আরও পড়ুন: দূষণে উজ্জ্বল হচ্ছে রাতের আকাশ ! সমস্য়া বাড়ছে গবেষকদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.