ETV Bharat / international

Liz Truss: চিফ হুইপের ইস্তফা নিয়ে জল্পনা, বিপদ বাড়ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের - ব্রিটিশ রাজনীতি

বিপাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস (Liz Truss) ৷ বুধবারই ইস্তফা দিয়েছিলেন ব্রিটেনের হোম সেক্রেটারি সুয়েল্লা ব্রেভারম্যান (Suella Braverman) ৷ সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, একই পদক্ষেপ করেছেন চিফ হুইপ ওয়েন্ডি মর্টনও (Whip Wendy) ৷ যদিও এ নিয়ে দ্বিমত রয়েছে ৷

reports claim Chief Whip Wendy Morton resigns from Liz Truss Government
Liz Truss: চিফ হুইপের ইস্তফা নিয়ে জল্পনা, বিপদ বাড়ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর
author img

By

Published : Oct 20, 2022, 12:45 PM IST

Updated : Oct 20, 2022, 12:58 PM IST

লন্ডন, 20 অক্টোবর: আবারও ধাক্কা খেতে হল ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে (Liz Truss) ৷ বুধবারই পদত্যাগত্র পেশ করেছিলেন হোম সেক্রেটারি সুয়েল্লা ব্রেভারম্যান (Suella Braverman) ৷ আর এখন শোনা যাচ্ছে, একই পথে হেঁটেছেন চিফ হুইপ ওয়েন্ডি মর্টনও (Whip Wendy) ৷ সরকারের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি ৷ স্থানীয় একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু ওয়েন্ডিই নন, পদত্যাগ করেছেন তাঁর ডেপুটি ক্রেগ হুইটেকারও ৷ যদিও অন্য একটি সূত্রের দাবি, তাঁরা দু'জনই নিজেদের পদে বহাল রয়েছেন ৷

প্রসঙ্গত, কনজারভেটিভ পার্টির শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন এই ওয়েন্ডি মর্টন ৷ 2015 সাল থেকে তিনি ওয়েস্ট মিডল্যান্ডসের অ্যালড্রিজ-ব্রাউনহিলসের এমপি ৷ ব্রিটিশ সরকারের চিফ হুইপ পদে তাঁকে মাত্র ছয় সপ্তাহ আগে নিয়োগ করা হয়েছিল ৷

এদিকে, যে ফ্র্যাকিং প্রক্রিয়ার মাধ্যমে ব্রিটেনে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়, তা নিষিদ্ধ ঘোষণা করার জন্য হাউজ অফ কমন্সে একটি বিল আনার কথা বলা হচ্ছিল ৷ এই বিলের উপর ভোটাভুটি করতে লেবার পার্টির তরফে একটি মোশন আনা হয় ৷ কিন্তু, দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিকে সামনে রেখে সেই মোশন বাতিল হয়ে যায় ৷ সরকার আপাতত এই ধরনের নিষেধাজ্ঞা জারি করার বিরোধী ৷ রাজনীতিকদের একাংশের অভিযোগ, এক্ষেত্রে কনজারভেটিভ পার্টির যে সদস্যরা সরকারের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং তাঁদের হেনস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন: ঋষি সুনাককে পিছনে ফেলে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, লিজ ট্রাস সরকারের আমলে শেল গ্যাস উত্তোলনের জন্য ফ্র্যাকিং প্রক্রিয়া বন্ধ করা হবে কিনা, তা নিয়ে হাউজ অফ কমন্সে আলোচনা করা হবে ৷ তার জন্য হাউজে নির্দিষ্ট সময় বরাদ্দ করা হবে ৷ কিন্তু, পরবর্তীতে সেটি কার্যত আস্থা ভোটে পরিণত হয় ৷ ছবিটা ক্রমশ পরিষ্কার হতেই একাধিক এমপি জানিয়ে দেন, তাঁরা এই ভোটাভুটিতে অংশ নিতে রাজি নন ৷ জলবায়ু মন্ত্রী গ্রাহাম স্টুয়ার্ট হাউজকে বলেন, "এটি কোনও আস্থা ভোট নয় ৷" এতে বিভ্রান্তি আরও বাড়ে ৷

এই প্রেক্ষাপটে লিজ ট্রাসের পক্ষে প্রধানমন্ত্রীর কুর্সিতে টিকে থাকা অত্যন্ত কঠিন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ সেকথা লিজ নিজেও ভালোই জানেন ৷ আর সেই কারণেই বেশ কিছু কঠোর পদক্ষেপ করতে হয়েছে তাঁকে ৷ গত শুক্রবার চ্যান্সেলর কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেছেন লিজ ৷ পরবর্তীতে নতুন চ্যান্সেলর জেরেমি হান্ট যে মিনি-বাজেট তৈরি করেছেন, তারও অধিকাংশ ছেঁটে ফেলেছেন বরিস জনসনের উত্তরসূরি ৷ এই টালামাটাল পরিস্থিতি বুধবারও বজায় ছিল ৷ তাতে নতুন মাত্রা যোগ করে সুয়েল্লা ব্রেভারম্যানের আকস্মিক পদত্যাগ ৷ এরপর বুধবারই হোম সেক্রেটারি পদে ওয়েলিন হ্যাটফিল্ডকে নিয়োগ করেন লিজ ৷

লন্ডন, 20 অক্টোবর: আবারও ধাক্কা খেতে হল ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে (Liz Truss) ৷ বুধবারই পদত্যাগত্র পেশ করেছিলেন হোম সেক্রেটারি সুয়েল্লা ব্রেভারম্যান (Suella Braverman) ৷ আর এখন শোনা যাচ্ছে, একই পথে হেঁটেছেন চিফ হুইপ ওয়েন্ডি মর্টনও (Whip Wendy) ৷ সরকারের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি ৷ স্থানীয় একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু ওয়েন্ডিই নন, পদত্যাগ করেছেন তাঁর ডেপুটি ক্রেগ হুইটেকারও ৷ যদিও অন্য একটি সূত্রের দাবি, তাঁরা দু'জনই নিজেদের পদে বহাল রয়েছেন ৷

প্রসঙ্গত, কনজারভেটিভ পার্টির শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন এই ওয়েন্ডি মর্টন ৷ 2015 সাল থেকে তিনি ওয়েস্ট মিডল্যান্ডসের অ্যালড্রিজ-ব্রাউনহিলসের এমপি ৷ ব্রিটিশ সরকারের চিফ হুইপ পদে তাঁকে মাত্র ছয় সপ্তাহ আগে নিয়োগ করা হয়েছিল ৷

এদিকে, যে ফ্র্যাকিং প্রক্রিয়ার মাধ্যমে ব্রিটেনে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়, তা নিষিদ্ধ ঘোষণা করার জন্য হাউজ অফ কমন্সে একটি বিল আনার কথা বলা হচ্ছিল ৷ এই বিলের উপর ভোটাভুটি করতে লেবার পার্টির তরফে একটি মোশন আনা হয় ৷ কিন্তু, দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিকে সামনে রেখে সেই মোশন বাতিল হয়ে যায় ৷ সরকার আপাতত এই ধরনের নিষেধাজ্ঞা জারি করার বিরোধী ৷ রাজনীতিকদের একাংশের অভিযোগ, এক্ষেত্রে কনজারভেটিভ পার্টির যে সদস্যরা সরকারের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং তাঁদের হেনস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন: ঋষি সুনাককে পিছনে ফেলে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, লিজ ট্রাস সরকারের আমলে শেল গ্যাস উত্তোলনের জন্য ফ্র্যাকিং প্রক্রিয়া বন্ধ করা হবে কিনা, তা নিয়ে হাউজ অফ কমন্সে আলোচনা করা হবে ৷ তার জন্য হাউজে নির্দিষ্ট সময় বরাদ্দ করা হবে ৷ কিন্তু, পরবর্তীতে সেটি কার্যত আস্থা ভোটে পরিণত হয় ৷ ছবিটা ক্রমশ পরিষ্কার হতেই একাধিক এমপি জানিয়ে দেন, তাঁরা এই ভোটাভুটিতে অংশ নিতে রাজি নন ৷ জলবায়ু মন্ত্রী গ্রাহাম স্টুয়ার্ট হাউজকে বলেন, "এটি কোনও আস্থা ভোট নয় ৷" এতে বিভ্রান্তি আরও বাড়ে ৷

এই প্রেক্ষাপটে লিজ ট্রাসের পক্ষে প্রধানমন্ত্রীর কুর্সিতে টিকে থাকা অত্যন্ত কঠিন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ সেকথা লিজ নিজেও ভালোই জানেন ৷ আর সেই কারণেই বেশ কিছু কঠোর পদক্ষেপ করতে হয়েছে তাঁকে ৷ গত শুক্রবার চ্যান্সেলর কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেছেন লিজ ৷ পরবর্তীতে নতুন চ্যান্সেলর জেরেমি হান্ট যে মিনি-বাজেট তৈরি করেছেন, তারও অধিকাংশ ছেঁটে ফেলেছেন বরিস জনসনের উত্তরসূরি ৷ এই টালামাটাল পরিস্থিতি বুধবারও বজায় ছিল ৷ তাতে নতুন মাত্রা যোগ করে সুয়েল্লা ব্রেভারম্যানের আকস্মিক পদত্যাগ ৷ এরপর বুধবারই হোম সেক্রেটারি পদে ওয়েলিন হ্যাটফিল্ডকে নিয়োগ করেন লিজ ৷

Last Updated : Oct 20, 2022, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.