ETV Bharat / international

Ro Khanna over Rahul: গান্ধি দর্শনের প্রতি গভীর বিশ্বাসঘাতকতা, দাবি রো খান্নার

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে প্রতিক্রিয়া দিলেন রো খান্না ৷ তিনি টুইট করে প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন (Ro Khanna over Rahul Gandhi) ৷

author img

By

Published : Mar 25, 2023, 2:21 PM IST

Rahul Gandhi
রো খান্না

ওয়াশিংটন, 25 মে: রাহুলের সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খান্না । তাঁর মতে, এই বিষয়টি মহত্মা গান্ধির দর্শনের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। বৃহস্পতিবার সুরাতের জেলা দায়রা আদালতে রাহুল গান্ধিকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে ৷ সঙ্গে তাঁকে 2 বছরের সাজা ঘোষণা করে ৷ এর 24 ঘণ্টা পর শুক্রবার দুপুরে লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁর সাংসদ পদ খারিজ করে দেন ৷ এ নিয়ে তোলপাড় দেশের রাজনীতি ৷ এই ঘটনার রেশ পৌঁছল মার্কিন মুলুকে ৷ এই প্রসঙ্গে টুইটে প্রতিক্রিয়া দিলেন রো খান্না। তিনি লেখেন, " এই আচরণ গান্ধি দর্শনের প্রতি এবং এর মূল্যবোধের প্রতি গভীর বিশ্বাসঘাতকা ৷"

খান্না সিলিকন ভ্যালিতে মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধি ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওয়েনাড়ের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান ৷ টুইটে তাঁর বার্তা, "ভারতের গণতন্ত্রের স্বার্থে আপনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারেন ৷ আপনার সেই ক্ষমতা আছে ৷" তিনি লেখেন, "সংসদ থেকে রাহুল গান্ধির এই বহিষ্কার গান্ধি দর্শনের প্রতি বিশ্বাসঘাতকতা ৷ এর জন্য আমার দাদু দিনের পর দিন জেলে কাটাননি ৷"

  • The expulsion of Rahul Gandhi from parliament is a deep betrayal of Gandhian philosophy and India’s deepest values. This is not what my grandfather sacrificed years in jail for. @narendramodi you have the power to reverse this decision for the the sake of Indian democracy. https://t.co/h85qlYMn1J

    — Ro Khanna (@RoKhanna) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

52 বছর বয়সি রাহুল গান্ধি 4 বারের কংগ্রেস সাংসদ ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের আগে কেরলে একটি নির্বাচনী জনসভায় তিনি বলেন, "সব চোরেদের পদবি মোদি কেন ?" ৷ এ নিয়ে মানহানির মামলা করেন গুজরাতের এক বিজেপি বিধায়ক ৷ আর তাতেই তাঁকে 2 বছরের সাজা দেয় আদালত ৷ এরপরই জনপ্রতিনিধি আইন মেনে তাঁর সাংসদপদ খারিজ করে দেন স্পিকার ওম বিড়লা ৷ আগামী দু'টি লোকসভা নির্বাচনে তিনি লড়তে পারবেন না বলে জানা গিয়েছে ৷ তবে বিষয়টি যে এখানেই শেষ হয়ে গিয়েছে এমন ভাবার কোনও কারণ নেই । ওই মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে বিহারেও অভিযোগ দায়ের হয়েছিল । বিহার বিজেপির বড় নেতা তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদির দায়ের করা মামলায় 12 এপ্রিল পটনা হাইকোর্টে হাজিরা দিতে হবে রাহুলকে ।

আরও পড়ুন: বিরোধী ঐক্য, মমতা-কেজরিওয়াল-স্ট্যালিনদের একসূত্রে বাঁধলেন রাহুল!

ওয়াশিংটন, 25 মে: রাহুলের সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খান্না । তাঁর মতে, এই বিষয়টি মহত্মা গান্ধির দর্শনের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। বৃহস্পতিবার সুরাতের জেলা দায়রা আদালতে রাহুল গান্ধিকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে ৷ সঙ্গে তাঁকে 2 বছরের সাজা ঘোষণা করে ৷ এর 24 ঘণ্টা পর শুক্রবার দুপুরে লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁর সাংসদ পদ খারিজ করে দেন ৷ এ নিয়ে তোলপাড় দেশের রাজনীতি ৷ এই ঘটনার রেশ পৌঁছল মার্কিন মুলুকে ৷ এই প্রসঙ্গে টুইটে প্রতিক্রিয়া দিলেন রো খান্না। তিনি লেখেন, " এই আচরণ গান্ধি দর্শনের প্রতি এবং এর মূল্যবোধের প্রতি গভীর বিশ্বাসঘাতকা ৷"

খান্না সিলিকন ভ্যালিতে মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধি ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওয়েনাড়ের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান ৷ টুইটে তাঁর বার্তা, "ভারতের গণতন্ত্রের স্বার্থে আপনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারেন ৷ আপনার সেই ক্ষমতা আছে ৷" তিনি লেখেন, "সংসদ থেকে রাহুল গান্ধির এই বহিষ্কার গান্ধি দর্শনের প্রতি বিশ্বাসঘাতকতা ৷ এর জন্য আমার দাদু দিনের পর দিন জেলে কাটাননি ৷"

  • The expulsion of Rahul Gandhi from parliament is a deep betrayal of Gandhian philosophy and India’s deepest values. This is not what my grandfather sacrificed years in jail for. @narendramodi you have the power to reverse this decision for the the sake of Indian democracy. https://t.co/h85qlYMn1J

    — Ro Khanna (@RoKhanna) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

52 বছর বয়সি রাহুল গান্ধি 4 বারের কংগ্রেস সাংসদ ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের আগে কেরলে একটি নির্বাচনী জনসভায় তিনি বলেন, "সব চোরেদের পদবি মোদি কেন ?" ৷ এ নিয়ে মানহানির মামলা করেন গুজরাতের এক বিজেপি বিধায়ক ৷ আর তাতেই তাঁকে 2 বছরের সাজা দেয় আদালত ৷ এরপরই জনপ্রতিনিধি আইন মেনে তাঁর সাংসদপদ খারিজ করে দেন স্পিকার ওম বিড়লা ৷ আগামী দু'টি লোকসভা নির্বাচনে তিনি লড়তে পারবেন না বলে জানা গিয়েছে ৷ তবে বিষয়টি যে এখানেই শেষ হয়ে গিয়েছে এমন ভাবার কোনও কারণ নেই । ওই মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে বিহারেও অভিযোগ দায়ের হয়েছিল । বিহার বিজেপির বড় নেতা তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদির দায়ের করা মামলায় 12 এপ্রিল পটনা হাইকোর্টে হাজিরা দিতে হবে রাহুলকে ।

আরও পড়ুন: বিরোধী ঐক্য, মমতা-কেজরিওয়াল-স্ট্যালিনদের একসূত্রে বাঁধলেন রাহুল!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.