ETV Bharat / international

Putin on Nuclear Weapons: বেলারুসে পারমাণবিক অস্ত্র মজুত করা হয়েছে, বিস্ফোরক মন্তব্য পুতিনের - রাষ্ট্রপতি

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহেই চাঞ্চল্যকর মন্তব্য করেলন রাশিয়ার রাষ্ট্রপতি। তিনি জানালেন, বেলারুসে পারমাণবিক অস্ত্র মজুত করা হয়েছে।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 17, 2023, 8:58 AM IST

Updated : Jun 17, 2023, 10:00 AM IST

মস্কো, 17 জুন: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কি এবার নতুন কোনও মোড় নিতে চলেছে ? তেমন ইঙ্গিত দিলেন খোদ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন । তিনি জানালেন, বেলারুসে পারমাণবিক অস্ত্র মজুত করা হয়েছে। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে এই তথ্য প্রকাশ্যে আনেন পুতিন। ইউক্রেন যুদ্ধের কারণে একাধিক আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। এই অবস্থায় সরকার কী ধরনের আর্থিক পরিবর্তনের কথা ভাবছে তা নিয়েই কথা বলছিলেন পুতিন।

প্রায় দেড় বছর ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। বিভিন্ন সময় একাধিক হামলায় দু'দেশের বিরাট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনকে সাহায্য করছে আমেরিকার মতো দেশ। সম্প্রতি আকাশ পথে ইউক্রেনের শক্তি বাড়াতে বিরাট অঙ্কের টাকা বরাদ্দ করেছে আমেরিকা । এই টাকা দিয়ে মিসাইল কেনা হবে বলে জানা গিয়েছে।

ঠিক এমনই সময় পারমাণবিক অস্ত্র নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পুতিন। তাঁর এই কথা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে চর্চা শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম গোটা বিষয়টি নিয়ে আমেরিকার মনোভাব বোঝার চেষ্টা করছে। কয়েকটি সূত্রের দাবি, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না তা নিয়ে আমেরিকার সংশয় আছে। তবে শেষমেশ যাই হোক না কেন পুতিনের এই মন্তব্য যে সকলকেই চাপে ফেলে দেবে তাতে সন্দেহ নেই।

আরও পড়ুন: বালাসোরে রেল বিপর্যয়, মর্মান্তিক দুর্ঘটনায় শোকজ্ঞাপন পুতিন-সহ অন্যান্য রাষ্ট্রনেতাদের

বেশ কয়েক দশক ধরে রাশিয়া বিদেশ থেকে বিনিয়োগ আনতে সম্মেলনের আয়োজন করে। সেখানে রাশিয়ার বিনিয়োগ করা কেন জরুরি তা তুলে ধরা হয় । এবারও সেরকমই একটি সম্মেলনে বক্তব্য রাখছিলেন পুতিন । সেখানেই পারমাণবিক অস্ত্র নিয়ে ইঙ্গিতবহ মন্তব্য করেন তিনি। এদিকে, এই সম্মেলন নিয়ে অবশ্য় বিশেষ কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। কোন কোন দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন তাও স্পষ্ট নয় । তাছাড়া সংবাদমাধ্যমের প্রবেশ নিয়েও কড়াকড়ি আছে। যে সমস্ত দেশের সঙ্গে রাশিয়ার আপাতত সখ্যতা নেই তাদের সাংবাদিকদের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।

মস্কো, 17 জুন: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কি এবার নতুন কোনও মোড় নিতে চলেছে ? তেমন ইঙ্গিত দিলেন খোদ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন । তিনি জানালেন, বেলারুসে পারমাণবিক অস্ত্র মজুত করা হয়েছে। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে এই তথ্য প্রকাশ্যে আনেন পুতিন। ইউক্রেন যুদ্ধের কারণে একাধিক আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। এই অবস্থায় সরকার কী ধরনের আর্থিক পরিবর্তনের কথা ভাবছে তা নিয়েই কথা বলছিলেন পুতিন।

প্রায় দেড় বছর ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। বিভিন্ন সময় একাধিক হামলায় দু'দেশের বিরাট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনকে সাহায্য করছে আমেরিকার মতো দেশ। সম্প্রতি আকাশ পথে ইউক্রেনের শক্তি বাড়াতে বিরাট অঙ্কের টাকা বরাদ্দ করেছে আমেরিকা । এই টাকা দিয়ে মিসাইল কেনা হবে বলে জানা গিয়েছে।

ঠিক এমনই সময় পারমাণবিক অস্ত্র নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পুতিন। তাঁর এই কথা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে চর্চা শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম গোটা বিষয়টি নিয়ে আমেরিকার মনোভাব বোঝার চেষ্টা করছে। কয়েকটি সূত্রের দাবি, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না তা নিয়ে আমেরিকার সংশয় আছে। তবে শেষমেশ যাই হোক না কেন পুতিনের এই মন্তব্য যে সকলকেই চাপে ফেলে দেবে তাতে সন্দেহ নেই।

আরও পড়ুন: বালাসোরে রেল বিপর্যয়, মর্মান্তিক দুর্ঘটনায় শোকজ্ঞাপন পুতিন-সহ অন্যান্য রাষ্ট্রনেতাদের

বেশ কয়েক দশক ধরে রাশিয়া বিদেশ থেকে বিনিয়োগ আনতে সম্মেলনের আয়োজন করে। সেখানে রাশিয়ার বিনিয়োগ করা কেন জরুরি তা তুলে ধরা হয় । এবারও সেরকমই একটি সম্মেলনে বক্তব্য রাখছিলেন পুতিন । সেখানেই পারমাণবিক অস্ত্র নিয়ে ইঙ্গিতবহ মন্তব্য করেন তিনি। এদিকে, এই সম্মেলন নিয়ে অবশ্য় বিশেষ কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। কোন কোন দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন তাও স্পষ্ট নয় । তাছাড়া সংবাদমাধ্যমের প্রবেশ নিয়েও কড়াকড়ি আছে। যে সমস্ত দেশের সঙ্গে রাশিয়ার আপাতত সখ্যতা নেই তাদের সাংবাদিকদের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।

Last Updated : Jun 17, 2023, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.