ETV Bharat / international

India-Canada Row: কানাডায় ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু হোক, আর্জি পঞ্জাবের বিজেপি নেতার

কানাডা আর ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরেছে ৷ এর জেরে সেখানে বসবাসকারী ভারতীয়রা আতঙ্কিত ৷ তাই হেল্পলাইন নম্বর চালুর আবেদন জানালেন পঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখর ৷

ETV Bharat
ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কে দুশ্চিন্তায় প্রবাসী ভারতীয়রা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 9:22 AM IST

Updated : Sep 24, 2023, 9:37 AM IST

চণ্ডীগড়, 24 সেপ্টেম্বর: ভারত-কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে ৷ এর মধ্যে কানাডায় বসবাসকারী ভারতীয় এবং পড়ুয়াদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করার আর্জি জানালেন পঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখর ৷ শনিবার তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে জানান, কানাডায় যে ভারতীয়রা বসবাস করছেন তাঁদের নিয়ে তিনি উদ্বিগ্ন ৷ সেখানকার ভারতীয়দের নিরাপত্তায় কী কী বন্দোবস্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ? তার একটি বিস্তারিত তালিকা প্রকাশ করার আর্জিও জানিয়েছেন পঞ্জাবের বিজেপি সভাপতি ৷

  • In view of the strained diplomatic ties between India and Canada, I have written to Sh. @DrSJaishankar ji to have MEA set up a help line to address the concerns of our citizens and students in Canada. (Punjabis form the biggest number of our citizens residing in Canada). I have… pic.twitter.com/E5mvmy9LNJ

    — Sunil Jakhar (@sunilkjakhar) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিঠিতে তিনি লেখেন, "আমি নিশ্চিত, কানাডায় যে ভারতীয়রা রয়েছেন, তাঁরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ৷ আতঙ্ক এখন তাঁদের সবসময়ের সঙ্গী ৷ তাছাড়া বহু পড়ুয়া বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। তাঁরা কী করবেন তাও বুঝে উঠতে পারছেন না ৷ আপনার কার্যালয় থেকে কোনও আশ্বাস পেলে সকলেই নিশ্চিন্ত বোধ করতে পারেন ৷"

বহু পড়ুয়া কানাডায় পড়তে যাবেন বলে পরিকল্পনা করছেন ৷ তাঁদের জন্য একটি হোয়্যাটসঅ্যাপ নম্বর চালু করার আবেদন জানিয়েছেন সুনীল জাখর ৷ এতে পড়ুয়ারা কেন্দ্রীয় সরকারে সঙ্গে যোগাযোগ রেখে কানাডার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ৷ এছাড়া ভারতীয় দূতাবাসেও একটি বিশেষ হেল্পলাইন চালু করার উপর জোর দিয়েছেন পঞ্জাবের বিজেপি প্রধান ৷

ভারত এবং কানাডার মধ্যে তরজা শুরু হয় গত 18 সেপ্টেম্বর থেকে। সেদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের সংসদে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি, কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের খুনের ঘটনায় ভারতীয় এজেন্টে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে ৷ এদিনই কানাডায় থাকা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেন প্রধানমন্ত্রী ৷

এর পালটা জবাবে ভারতে থাকা কানাডার শীর্ষ কূটনীতিককেও বহিষ্কার করে ভারত সরকার ৷ আরও কয়েকটি ঘটনার পর ভারত থেকে কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়াও স্থগিত রেখেছে দিল্লি ৷ হরদীপ সিং নিজ্জার ভারতে নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠনের নেতা ছিল ৷ ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকাতেও নাম ছিল ৷ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ তাঁর মাথার দাম ঘোষণা করেছিল 10 লক্ষ টাকা ৷ এই অভিযোগকে ঘিরেই দু'দেশের মধ্যে তৈরি হওয়া কূটনৈতিক তরজা এখনও চলছে ৷

আরও পড়ুন: ভারত-কানাডার সম্পর্কের উত্তাপে কি ‘পুড়বে’ এই দেশের কৃষিক্ষেত্র ?

চণ্ডীগড়, 24 সেপ্টেম্বর: ভারত-কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে ৷ এর মধ্যে কানাডায় বসবাসকারী ভারতীয় এবং পড়ুয়াদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করার আর্জি জানালেন পঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখর ৷ শনিবার তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে জানান, কানাডায় যে ভারতীয়রা বসবাস করছেন তাঁদের নিয়ে তিনি উদ্বিগ্ন ৷ সেখানকার ভারতীয়দের নিরাপত্তায় কী কী বন্দোবস্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ? তার একটি বিস্তারিত তালিকা প্রকাশ করার আর্জিও জানিয়েছেন পঞ্জাবের বিজেপি সভাপতি ৷

  • In view of the strained diplomatic ties between India and Canada, I have written to Sh. @DrSJaishankar ji to have MEA set up a help line to address the concerns of our citizens and students in Canada. (Punjabis form the biggest number of our citizens residing in Canada). I have… pic.twitter.com/E5mvmy9LNJ

    — Sunil Jakhar (@sunilkjakhar) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিঠিতে তিনি লেখেন, "আমি নিশ্চিত, কানাডায় যে ভারতীয়রা রয়েছেন, তাঁরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ৷ আতঙ্ক এখন তাঁদের সবসময়ের সঙ্গী ৷ তাছাড়া বহু পড়ুয়া বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। তাঁরা কী করবেন তাও বুঝে উঠতে পারছেন না ৷ আপনার কার্যালয় থেকে কোনও আশ্বাস পেলে সকলেই নিশ্চিন্ত বোধ করতে পারেন ৷"

বহু পড়ুয়া কানাডায় পড়তে যাবেন বলে পরিকল্পনা করছেন ৷ তাঁদের জন্য একটি হোয়্যাটসঅ্যাপ নম্বর চালু করার আবেদন জানিয়েছেন সুনীল জাখর ৷ এতে পড়ুয়ারা কেন্দ্রীয় সরকারে সঙ্গে যোগাযোগ রেখে কানাডার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ৷ এছাড়া ভারতীয় দূতাবাসেও একটি বিশেষ হেল্পলাইন চালু করার উপর জোর দিয়েছেন পঞ্জাবের বিজেপি প্রধান ৷

ভারত এবং কানাডার মধ্যে তরজা শুরু হয় গত 18 সেপ্টেম্বর থেকে। সেদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের সংসদে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি, কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের খুনের ঘটনায় ভারতীয় এজেন্টে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে ৷ এদিনই কানাডায় থাকা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেন প্রধানমন্ত্রী ৷

এর পালটা জবাবে ভারতে থাকা কানাডার শীর্ষ কূটনীতিককেও বহিষ্কার করে ভারত সরকার ৷ আরও কয়েকটি ঘটনার পর ভারত থেকে কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়াও স্থগিত রেখেছে দিল্লি ৷ হরদীপ সিং নিজ্জার ভারতে নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠনের নেতা ছিল ৷ ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকাতেও নাম ছিল ৷ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ তাঁর মাথার দাম ঘোষণা করেছিল 10 লক্ষ টাকা ৷ এই অভিযোগকে ঘিরেই দু'দেশের মধ্যে তৈরি হওয়া কূটনৈতিক তরজা এখনও চলছে ৷

আরও পড়ুন: ভারত-কানাডার সম্পর্কের উত্তাপে কি ‘পুড়বে’ এই দেশের কৃষিক্ষেত্র ?

Last Updated : Sep 24, 2023, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.