ETV Bharat / international

Modi holds talks with Biden: উই দ্য পিপল... মোদি-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে উঠল ধর্মীয় বহুত্ববাদের প্রসঙ্গও - নরেন্দ্র মোদির সফর

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার মার্কিন-মুলুকে স্টেট ভিজিট করছেন প্রধানমন্ত্রী মোদি ৷ ধর্মীয় সহিষ্ণুতা ও বহুত্মবাদই যে দুই দেশের মূল ভিত্তি, তাও উঠে এসেছে মোদি-বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 22, 2023, 11:02 PM IST

মোদি-বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক

ওয়াশিংটন, 22 জুন: নরেন্দ্র মোদির সফর একসুতোয় গাঁথল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে ৷ মোদির কথায়, উভয়ের সমাজ ও প্রতিষ্ঠানগুলি গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে নির্মিত ৷ দুই দেশই তাদের বৈচিত্র্যের জন্য গর্ব করে ৷ দুই দেশের সংবিধানই তিনটি শব্দ দিয়ে শুরু হয় ৷ উই দ্য পিপল... যা মানুষের কথাই বলে প্রতিপদে ৷ একই সঙ্গে, ধর্মীয় সহিষ্ণুতা ও বহুত্মবাদই যে দুই দেশের মূল ভিত্তি, তাও উঠে এসেছে মোদি-বাইডেনের কথায় ৷

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার মার্কিন-মুলুকে স্টেট ভিজিট করছেন প্রধানমন্ত্রী মোদি ৷ শেষবার 2009 সালে মনমোহন সিং যা করেছিলেন ৷ ফলে প্রায় 15 বছর পর স্টেট ভিডিট যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ এদিন মার্কিন সফরে গিয়ে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি ৷ ভারতের প্রধানমন্ত্রী বলেন, "এত বড় সংখ্যায় ভারতীয়-আমেরিকানদের জন্য হোয়াইট হাউসের গেট এই প্রথম খোলা হয়েছে । এই জমকালো অনুষ্ঠানটি ভারতের 1.4 বিলিয়ন মানুষের জন্য একটি গর্বের বিষয় । এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত 4 মিলিয়নেরও বেশি লোকের জন্য একটি সম্মানের বিষয় ৷"

দুই রাষ্ট্রনায়কের আলোচনার পর মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ৷ তিনি জানান, ভারত-মার্কিন অংশীদারিত্ব আগের চেয়ে শক্তিশালী । গত দশ বছরে, ছোট পদক্ষেপগুলি বড় অগ্রগতিতে রূপান্তরিত হয়েছে । জি-20 আয়োজনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ৷ তিনি বলেন, "ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করছে ।"

প্রসঙ্গত, বাইডেন দম্পতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্য বিশেষ উপহার দিয়েছেন ৷ তাঁকে বিংশ শতকের গোড়ার দিকে হাতে তৈরি বইয়ের গ্যালারি উপহার দেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন ও প্রেসিডেন্ট বাইডেন ৷ ফার্স্ট লেডি জিল বাইডেনকে হিরে উপহার দিলেন নরেন্দ্র মোদি ৷ কৃত্রিম হলেও এই হিরে অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ ৷ জিল বাইডেনকে দেওয়া সবুজ রঙের হিরেটি ল্যাবরেটরিতে তৈরি ৷ এর ওজন 7.5 ক্যারাট ৷ ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপিত হচ্ছে ৷ হিরের ওজনের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে ৷

আরও পড়ুন: জিলকে সবুজ হিরে উপহার প্রধানমন্ত্রী মোদির, বাইডেনকে 'দশটি দান'

মোদি-বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক

ওয়াশিংটন, 22 জুন: নরেন্দ্র মোদির সফর একসুতোয় গাঁথল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে ৷ মোদির কথায়, উভয়ের সমাজ ও প্রতিষ্ঠানগুলি গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে নির্মিত ৷ দুই দেশই তাদের বৈচিত্র্যের জন্য গর্ব করে ৷ দুই দেশের সংবিধানই তিনটি শব্দ দিয়ে শুরু হয় ৷ উই দ্য পিপল... যা মানুষের কথাই বলে প্রতিপদে ৷ একই সঙ্গে, ধর্মীয় সহিষ্ণুতা ও বহুত্মবাদই যে দুই দেশের মূল ভিত্তি, তাও উঠে এসেছে মোদি-বাইডেনের কথায় ৷

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার মার্কিন-মুলুকে স্টেট ভিজিট করছেন প্রধানমন্ত্রী মোদি ৷ শেষবার 2009 সালে মনমোহন সিং যা করেছিলেন ৷ ফলে প্রায় 15 বছর পর স্টেট ভিডিট যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ এদিন মার্কিন সফরে গিয়ে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি ৷ ভারতের প্রধানমন্ত্রী বলেন, "এত বড় সংখ্যায় ভারতীয়-আমেরিকানদের জন্য হোয়াইট হাউসের গেট এই প্রথম খোলা হয়েছে । এই জমকালো অনুষ্ঠানটি ভারতের 1.4 বিলিয়ন মানুষের জন্য একটি গর্বের বিষয় । এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত 4 মিলিয়নেরও বেশি লোকের জন্য একটি সম্মানের বিষয় ৷"

দুই রাষ্ট্রনায়কের আলোচনার পর মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ৷ তিনি জানান, ভারত-মার্কিন অংশীদারিত্ব আগের চেয়ে শক্তিশালী । গত দশ বছরে, ছোট পদক্ষেপগুলি বড় অগ্রগতিতে রূপান্তরিত হয়েছে । জি-20 আয়োজনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ৷ তিনি বলেন, "ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করছে ।"

প্রসঙ্গত, বাইডেন দম্পতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্য বিশেষ উপহার দিয়েছেন ৷ তাঁকে বিংশ শতকের গোড়ার দিকে হাতে তৈরি বইয়ের গ্যালারি উপহার দেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন ও প্রেসিডেন্ট বাইডেন ৷ ফার্স্ট লেডি জিল বাইডেনকে হিরে উপহার দিলেন নরেন্দ্র মোদি ৷ কৃত্রিম হলেও এই হিরে অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ ৷ জিল বাইডেনকে দেওয়া সবুজ রঙের হিরেটি ল্যাবরেটরিতে তৈরি ৷ এর ওজন 7.5 ক্যারাট ৷ ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপিত হচ্ছে ৷ হিরের ওজনের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে ৷

আরও পড়ুন: জিলকে সবুজ হিরে উপহার প্রধানমন্ত্রী মোদির, বাইডেনকে 'দশটি দান'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.