লন্ডন, 18 সেপ্টেম্বর: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য 19 সেপ্টেম্বর । স্থানীয় সময় সোমবার সকাল 11টায় ৷ তাতে আমন্ত্রিত ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ শনিবার সন্ধ্যা নাগাদ লন্ডনে পৌঁছলে তিনি ৷ একটি টুইট বার্তায় একথা জানিয়েছে রাষ্ট্রপতিভবন (President Droupadi Murmu arrives in London to attend the state funeral of Queen Elizabeth II) ৷
8 সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে (Balmoral Castle in Scotland) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি ৷ তাঁর বয়স হয়েছিল 96 (Queen Elizabeth II death) ৷ 70 বছর দীর্ঘ রাজত্বের অবসান ঘটে তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে ৷ ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনিই প্রথম সবচেয়ে বেশি সময় সিংহাসনে থেকেছেন ৷
-
President Droupadi Murmu emplanes for London, United Kingdom to attend the State Funeral of H.M. Queen Elizabeth II and offer condolences on behalf of the Government of India. pic.twitter.com/HEFkhoh62J
— President of India (@rashtrapatibhvn) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">President Droupadi Murmu emplanes for London, United Kingdom to attend the State Funeral of H.M. Queen Elizabeth II and offer condolences on behalf of the Government of India. pic.twitter.com/HEFkhoh62J
— President of India (@rashtrapatibhvn) September 17, 2022President Droupadi Murmu emplanes for London, United Kingdom to attend the State Funeral of H.M. Queen Elizabeth II and offer condolences on behalf of the Government of India. pic.twitter.com/HEFkhoh62J
— President of India (@rashtrapatibhvn) September 17, 2022
এখন রানির শবদেহ ওয়েস্টমিনস্টার অ্যাবের ওয়েস্টমিনস্টার হলে শায়িত ৷ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাঁকে শেষ বিদায় জানাবেন রাজপরিবারের সদস্যরা তথা পুরো দুনিয়া ৷ তাই রানিকে চিরবিদায় জানাতে তিন দিনের সফরে (three day visit to the UK) ব্রিটেনে গিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু ৷ এছাড়া রবিবার বিকেল নাগাদ নতুন রাজা তৃতীয় চার্লস (Buckingham Palace by King Charles III) বাকিংহ্যাম প্রাসাদে বিশ্বের নেতাদের জন্য একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ তাতে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতির ৷ শেষকৃত্যে যোগ দেবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনও ।
আরও পড়ুন: রানির শেষকৃত্যে অংশ নিতে তিনদিনের সফরে ব্রিটেন যাবেন রাষ্ট্রপতি
শনিবার নয়াদিল্লি থেকে বিমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ভবন থেকে টুইট (Rashtrapati Bhavan tweet) করে জানানো হয়, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রিটেনের লন্ডনের জন্য রওনা দিয়েছেন ৷ তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে উপস্থিত থাকবেন ৷ ভারত সরকারের পক্ষ থেকে তিনি সমবেদনা জানাবেন ৷"
-
President Droupadi Murmu arrives in London to attend the State Funeral of Her Majesty Queen Elizabeth II. pic.twitter.com/T6zWlJGkYB
— President of India (@rashtrapatibhvn) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">President Droupadi Murmu arrives in London to attend the State Funeral of Her Majesty Queen Elizabeth II. pic.twitter.com/T6zWlJGkYB
— President of India (@rashtrapatibhvn) September 17, 2022President Droupadi Murmu arrives in London to attend the State Funeral of Her Majesty Queen Elizabeth II. pic.twitter.com/T6zWlJGkYB
— President of India (@rashtrapatibhvn) September 17, 2022
রানির স্মরণে 11 সেপ্টেম্বর ভারতের সর্বত্র রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয়েছে ৷ তারপর দিন, 12 সেপ্টেম্বর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar) ভারতের তরফে শোকবার্তা জানাতে নয়াদিল্লির ব্রিটিশ হাই কমিশনে যান ৷ এ সপ্তাহের প্রথম দিকেই বিদেশমন্ত্রক নিশ্চিত করেছিল, ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রানির পরিবারকে সমবেদনা জানাতে লন্ডনে পৌঁছবেন ৷
বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানায়, "হার ম্যাজেস্টি রানি দ্বিতীয় এলিজাবেথ 70 বছর রাজত্ব করেছেন ৷ এই সময়ের মধ্যে ভারত-ব্রিটেন সম্পর্ক আরও উন্নত, শক্তিশালী হয়েছে ৷ তিনি কমনওয়েলথের প্রধান ৷ লক্ষ লক্ষ মানুষের কল্যাণে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷"
আরও পড়ুন: ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানিকে শেষ বিদায়, রাজকীয় নিরাপত্তায় খরচ 59 কোটি !