ইসলামাবাদ, 10 এপ্রিল : পাকিস্তানের ক্রিকেট দল একবারই বিশ্বকাপ জিতেছিল 1992 সালে ৷ আর সে দলের ক্যাপ্টেন ছিলেন ইমরান খান নিয়াজ়ি ৷ যিনি আজ মধ্যরাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব খুইয়েছেন ৷ 1971 সালে মাত্র 18 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি খান সাহেবের ৷ কিন্তু বাইশগজের ক্যারিশমা দেশের রাজনীতিতে স্থায়ী হল না (PTI leader Imran Khan political carrer since 1996) ৷
2018 সালের 25 জুলাই, তেহরিক-ই-ইনসাফের প্রধান ক্রিকেটার টার্নড নেতা ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ৷ 2022-এর 10 এপ্রিল গদি হারালেন 69 বছরের খান সাহেব ৷ মেয়াদ 3 বছর 7 মাস 23 দিন ৷ যদিও পাকিস্তানের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রীই 5 বছর সময় পূর্ণ করতে পারেননি ৷ আর তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারালেন ৷ 21 বছরের ক্রিকেট জীবন ছাপিয়ে গিয়েছে 26 বছরের রাজনৈতিক জীবন ৷ ক্যাপ্টেন থেকে কী ভাবে নেতা হলেন খান সাহেব ?
- 25 এপ্রিল, 1996
1972 সালে ক্রিকেটার ইমরান অক্সফোর্ডের কেবল কলেজে (Keble College, Oxford) পড়াশোনা করেন ৷ সেখানে তাঁর অন্যতম বিষয় ছিল রাজনীতি ৷ 'নয়া পাকিস্তান' গড়ার লক্ষ্যে লাহোরে জন্ম নিল ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf) ৷ যার অর্থ ন্যায় বিচারের জন্য লড়াই ৷ সেই সময় পাকিস্তানের মসনদে জুলফিকার-কন্যা বেনজির ভুট্টো ৷ কিন্তু পরিবর্তনের হাওয়া বইছে দেশে ৷ বেনজিরকে গদিচ্যুত করতে মাঠে নেমেছেন পাকিস্তান মুসলিম লিগ-এন-এর নওয়াজ় শরিফ (Nawaz Sharif) ৷ তাই পাকিস্তান পিপলস পার্টি (Pakistan Peoples Party, PPP) আর পাকিস্তান মুসলিম লিগ-এন (Pakistan Muslim League (N)) তখন ইমরানের প্রধান বিরোধী দুই দল ৷ আর এই দু'টি দলই বেশ কয়েক বছর অন্তর পাকিস্তান শাসন করে এসেছে ৷ তাই একটা নতুন হাওয়া বইল ইমরানের হাত ধরে ৷
আরও পড়ুন : Imran Khan : ক্লিন বোল্ড কাপ্তান, পাকিস্তানের মসনদে আর নেই ইমরান খান
- 2002 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে মিয়ানওয়ালি থেকে নির্বাচিত হন পিটিআই প্রধান ইমরান ৷ প্রথম ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হলেন ক্রিকেটার-টার্নড-নেতা ৷ এরপর 2013-র নির্বাচনেও জয় হয় কাপ্তানের ৷
- অগস্ট, 2014 ৷ প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে ৷ তাঁর পদত্যাগের দাবিতে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত মিছিল করে পিটিআই ৷
- 2018 সালের 18 অগস্ট ৷ পাকিস্তানের তখতে বসলেন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তাঁর দল 149টি আসন পায় ৷ এছাড়া পিএমএল-কিউ, এমকিউএম-পি এবং বিএপি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে সরকার গড়লেন খান সাহেব ৷
- 10 এপ্রিল, 2022 ৷ দেশের অর্থনৈতিক অবস্থার ক্রমাগত অবনতি, মুদ্রাস্ফীতি, বৈদশিক নীতি নিয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে পিপিপি-র বিলওয়াল জারদারি ভুট্টো, পিএমকিউ-এন, এবং অন্য বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ জোট ৷ সেই ভোটাভুটিতে প্রধানমন্ত্রিত্ব খোয়ালেন ইমরান খান ৷ যদিও তিনি নিজে ইস্তফা দেননি বলেই জানা গিয়েছে ৷
আরও পড়ুন : Next Pak PM : তখত-চ্যুত ইমরান, গদিতে বসতে তৈরি শেহবাজ় শরিফ