হিরোশিমা, 21 মে: দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ৷ দু-দু'টি পরমাণু বোমায় ধ্বংস হয়ে গিয়েছিল জাপানের হিরোশিমা আর নাগাসাকি ৷ তাদের স্মৃতিতে একটি মেমোরিয়াল পার্ক তৈরি করা হয়েছে জাপানে ৷ হিরোশিমা শহরের সেই স্মৃতিসৌধে গিয়ে যুদ্ধে বলি হওয়া মানুষদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জি-7 গোষ্ঠীর সম্মেলনে অংশ নিতে 19 মে হিরোশিমা পৌঁছেছেন তিনি ৷ 21 মে অর্থাৎ রবিবার জাপানের এই শহরে তাঁর শেষ দিন ৷ রবিবার এই পার্ক ছাড়া স্মরণস্থলে অবস্থিত মিউজিয়ামও ঘুরে দেখেন তিনি ৷
জি-7 গোষ্ঠীর বৈঠকের মাঝেই হিরোশিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷ এনিয়ে টুইট করে নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "এই সাক্ষাৎ সর্বাঙ্গীন কৌশলী অংশীদারিত্বকে চাঙ্গা করবে ৷" বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিও টুইট করে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে আলোচনা হয়েছে ৷ তাঁরা ভারত-ব্রিটেশ এফটিএ সমঝোতার উন্নতি, দু'দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে পর্যালোচনা হয়েছে ৷"
দু'দেশের নেতারাই বিস্তীর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে রাজি হয়েছেন ৷ ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ, প্রযুক্তি ও বিজ্ঞান, উচ্চশিক্ষা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে প্রাধান্য দেওয়া হয়েছে ৷ গত বছরের জানুয়ারি থেকে ভারত-ব্রিটেনের মধ্যে 'ফ্রি ট্রেড এগ্রিমেন্ট' বা এফটিএ নিয়ে সমঝোতা চলছে ৷ গত মাসে দু'টি রাষ্ট্র এই মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ৷
-
The meeting with PM @RishiSunak was a very fruitful one. We discussed boosting cooperation in trade, innovation, science and other such sectors. pic.twitter.com/FI9nI1gc9V
— Narendra Modi (@narendramodi) May 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The meeting with PM @RishiSunak was a very fruitful one. We discussed boosting cooperation in trade, innovation, science and other such sectors. pic.twitter.com/FI9nI1gc9V
— Narendra Modi (@narendramodi) May 21, 2023The meeting with PM @RishiSunak was a very fruitful one. We discussed boosting cooperation in trade, innovation, science and other such sectors. pic.twitter.com/FI9nI1gc9V
— Narendra Modi (@narendramodi) May 21, 2023
ব্রিটেনের সরকারি পরিসংখ্যান বলছে, 2022 সালের শেষে ভারত ব্রিটেনের দ্বাদশ বৃহত্তম বাণিজ্যিক সহযোগী দেশ হয়ে উঠেছে ৷ ব্রিটেনের সামগ্রিক ব্যবসার 2.1 শতাংশ ছিল ভারতের সঙ্গে ৷ দুই দেশের নেতা কথা শুরুর আগে এদিন একে অপরকে আলিঙ্গন করে মোদি-সুনাক ৷ জি-7 গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলি- জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি এবং ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে ৷
আরও পড়ুন: হিরোশিমায় মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি উন্মোচন, আপ্লুত প্রধানমন্ত্রী মোদি