ETV Bharat / international

PM Modi Gifts Jill Biden: জিলকে সবুজ হিরে উপহার প্রধানমন্ত্রী মোদির, বাইডেনকে 'দশটি দান' - জিল বাইডেনকে হিরে উপহার দিলেন প্রধানমন্ত্রী

আজ হোয়াইট হাউজে নিমন্ত্রণ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সস্ত্রীক প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে স্বাগত জানান ৷ ফার্স্ট লেডি জিল বাইডেনকে হিরে উপহার দিলেন নরেন্দ্র মোদি ৷ কৃত্রিম হলেও এই হিরে অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ ৷

ETV Bharat
জিল বাইডেনকে হিরে উপহার
author img

By

Published : Jun 22, 2023, 9:30 AM IST

Updated : Jun 22, 2023, 10:17 AM IST

ওয়াশিংটন ডিসি, 22 জুন: মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে হিরে উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ হোয়াইট হাউজে নৈশভোজের বিশেষ আমন্ত্রণ ছিল তাঁর ৷ সেখানে প্রধানমন্ত্রীকে বিশ্ববন্দিত কবি রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতার বইয়ের প্রথম সংস্করণ উপহার দিয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন ৷ বইতে কবির স্বাক্ষর রয়েছে ৷ একে অপরকে বিশেষ উপহার দিয়ে হোয়াইট হাউজে মুহূর্তগুলি আরও আনন্দঘন করলেন প্রধানমন্ত্রী ও বাইডেন দম্পতি ৷

জিল বাইডেনকে দেওয়া সবুজ রঙের হিরেটি ল্যাবরেটরিতে তৈরি ৷ এর ওজন 7.5 ক্যারাট ৷ ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপিত হচ্ছে ৷ হিরের ওজনের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে ৷ দু'দেশের আন্তর্জাতিক সম্পর্কে এটি তাৎপর্যপূর্ণ ৷ কৃত্রিম উপায়ে তৈরি হলেও খনি থেকে উত্তোলিত হিরের মতোই আলোক বিচ্ছুরণ করে গবেষণাগারে তৈরি হিরেটি ৷

মাটির তলা থেকে তুলে আনা হিরের সঙ্গে এই কৃত্রিম হিরের ধর্মে কোনও পার্থক্য নেই ৷ পাশাপাশি ফার্স্ট লেডিকে দেওয়া হিরেটি পরিবেশবান্ধব ৷ সৌরশক্তি ও বায়ুশক্তিকে কাজে লাগিয়ে এই বিশেষ হিরেটি তৈরি বলে জানা গিয়েছে ৷ সবুজ হিরেটি প্যাপিয়ে ম্যাশে নামক একটি বিশেষ বাক্সে ছিল ৷ এই বাক্সটি কাশ্মীরে কার-এ-কলমদানি নামে পরিচিত ৷ দক্ষ শিল্পীরা এই প্যাপিয়ে ম্যাশে তৈরি করেছেন ৷

  • #WATCH | Prime Minister Narendra Modi met US President Joe Biden and First Lady Jill Biden at the White House in Washington DC and exchanged gifts with them. pic.twitter.com/kac0i1u9ZN

    — ANI (@ANI) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মোদির ছবি দেওয়া জ্যাকেট পরে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কে স্বাগত প্রবাসী ভারতীয়র

প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি বিশেষ চন্দনকাঠের বাক্স উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ রাজস্থানের জয়পুরের শিল্পীরা এটি হাতে খোদাই করেছেন ৷ চন্দনকাঠ সংগ্রহ করা হয়েছে কর্ণাটকের মাইসোর থেকে ৷ ওই বাক্সে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে ৷ হিন্দু ধর্মে এই দেবতা বিঘ্ন দূর করেন বলে মনে করা হয় ৷ যে কোনও দেবতার পুজোর আগে গণেশের পুজো করা হয় ৷ কলকাতার একটি পরিবারের পঞ্চম প্রজন্মের কারিগর এই মূর্তিটি তৈরি করে দিয়েছেন ৷ একটি প্রদীপও রয়েছে বাক্সে ৷ সেটি রুপোর তৈরি৷ এটিও কলকাতার ওই রুপোর কারিগরের হাতে গড়া ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দশটি উপহার দিয়েছেন ৷ সবুজ হিরেটি প্যাপিয়ে ম্যাশে নামক একটি বিশেষ বাক্সে ছিল ৷ এই বাক্সটি কাশ্মীরে কার-এ-কলমদানি নামে পরিচিত৷ দক্ষ শিল্পীরা এই প্যাপিয়ে ম্যাশে তৈরি করেছেন ৷

প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি বিশেষ চন্দনকাঠের বাক্স উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ রাজস্থানের জয়পুরের শিল্পীরা এটি হাতে খোদাই করেছেন ৷ চন্দনকাঠ সংগ্রহ করা হয়েছে কর্ণাটকের মাইসোর থেকে৷ ওই বাক্সে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে ৷ হিন্দু ধর্মে এই দেবতা বিঘ্ন দূর করেন বলে মনে করা হয় ৷ যে কোনও দেবতার পুজোর আগে গণেশের পুজো করা হয় ৷ কলকাতার একটি পরিবারের পঞ্চম প্রজন্মের কারিগর এই মূর্তিটি তৈরি করে দিয়েছেন ৷ একটি প্রদীপও রয়েছে বাক্সে ৷ সেটি রুপোর তৈরি ৷ এটিও কলকাতার ওই রুপোর কারিগরের হাতে গড়া ৷

  • Prime Minister @narendramodi presented a special gift to US president @JoeBiden.

    A special sandalwood box handcrafted by a master craftsman from Jaipur, Rajasthan. The sandalwood sourced from Mysore, Karnataka has intricately carved flora and fauna patterns. pic.twitter.com/FIwGm08Sbn

    — DD News (@DDNewslive) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জো-জিলের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি, হোয়াইট হাউজে 'আনন্দ-মুহূর্ত'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দশটি দান উপহার দিয়েছেন ৷ গোদানের সময় নারকেল পুজো করা হয় ৷ রুপো দিয়ে তৈরি তেমন একটি নারকেল তৈরি করেছেন পশ্চিমবঙ্গের কারিগররা ৷ ভূদানের সময় দেওয়া চন্দনকাঠের টুকরো আছে, যা কর্ণাটকের মাইসোর থেকে আনা ৷ তিলদানে দেবতাকে তিল দিয়ে পুজো করা হয় ৷ তামিলনাড়ু থেকে সংগৃহীত সাদা তিল দেওয়া হয়েছে জো বাইডেনকে ৷ হিরণ্যদান অর্থাৎ স্বর্ণদানে একটি সোনার কয়েন দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সেটি 24 ক্যারাটের শুদ্ধ সোনা দিয়ে তৈরি এবং রাজস্থানের শিল্পীরা তাতে বিশেষ কারুকার্য করেছেন ৷ রুপো দানে 99.5 শতাংশ বিশুদ্ধ এবং হলমার্ক চিহ্নযুক্ত রুপোর কয়েন রয়েছে ওই দান বাক্সে ৷ এই কয়েনটিতেও রাজস্থানের শিল্পীরা খোদাই করেছেন ৷ লবণদান অর্থাৎ নুন দান করেছেন নরেন্দ্র মোদি ৷ এতে গুজরাত থেকে সংগৃহীত নুনও দেওয়া হয়েছে জো বাইডেনকে ৷

ওয়াশিংটন ডিসি, 22 জুন: মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে হিরে উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ হোয়াইট হাউজে নৈশভোজের বিশেষ আমন্ত্রণ ছিল তাঁর ৷ সেখানে প্রধানমন্ত্রীকে বিশ্ববন্দিত কবি রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতার বইয়ের প্রথম সংস্করণ উপহার দিয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন ৷ বইতে কবির স্বাক্ষর রয়েছে ৷ একে অপরকে বিশেষ উপহার দিয়ে হোয়াইট হাউজে মুহূর্তগুলি আরও আনন্দঘন করলেন প্রধানমন্ত্রী ও বাইডেন দম্পতি ৷

জিল বাইডেনকে দেওয়া সবুজ রঙের হিরেটি ল্যাবরেটরিতে তৈরি ৷ এর ওজন 7.5 ক্যারাট ৷ ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপিত হচ্ছে ৷ হিরের ওজনের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে ৷ দু'দেশের আন্তর্জাতিক সম্পর্কে এটি তাৎপর্যপূর্ণ ৷ কৃত্রিম উপায়ে তৈরি হলেও খনি থেকে উত্তোলিত হিরের মতোই আলোক বিচ্ছুরণ করে গবেষণাগারে তৈরি হিরেটি ৷

মাটির তলা থেকে তুলে আনা হিরের সঙ্গে এই কৃত্রিম হিরের ধর্মে কোনও পার্থক্য নেই ৷ পাশাপাশি ফার্স্ট লেডিকে দেওয়া হিরেটি পরিবেশবান্ধব ৷ সৌরশক্তি ও বায়ুশক্তিকে কাজে লাগিয়ে এই বিশেষ হিরেটি তৈরি বলে জানা গিয়েছে ৷ সবুজ হিরেটি প্যাপিয়ে ম্যাশে নামক একটি বিশেষ বাক্সে ছিল ৷ এই বাক্সটি কাশ্মীরে কার-এ-কলমদানি নামে পরিচিত ৷ দক্ষ শিল্পীরা এই প্যাপিয়ে ম্যাশে তৈরি করেছেন ৷

  • #WATCH | Prime Minister Narendra Modi met US President Joe Biden and First Lady Jill Biden at the White House in Washington DC and exchanged gifts with them. pic.twitter.com/kac0i1u9ZN

    — ANI (@ANI) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মোদির ছবি দেওয়া জ্যাকেট পরে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কে স্বাগত প্রবাসী ভারতীয়র

প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি বিশেষ চন্দনকাঠের বাক্স উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ রাজস্থানের জয়পুরের শিল্পীরা এটি হাতে খোদাই করেছেন ৷ চন্দনকাঠ সংগ্রহ করা হয়েছে কর্ণাটকের মাইসোর থেকে ৷ ওই বাক্সে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে ৷ হিন্দু ধর্মে এই দেবতা বিঘ্ন দূর করেন বলে মনে করা হয় ৷ যে কোনও দেবতার পুজোর আগে গণেশের পুজো করা হয় ৷ কলকাতার একটি পরিবারের পঞ্চম প্রজন্মের কারিগর এই মূর্তিটি তৈরি করে দিয়েছেন ৷ একটি প্রদীপও রয়েছে বাক্সে ৷ সেটি রুপোর তৈরি৷ এটিও কলকাতার ওই রুপোর কারিগরের হাতে গড়া ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দশটি উপহার দিয়েছেন ৷ সবুজ হিরেটি প্যাপিয়ে ম্যাশে নামক একটি বিশেষ বাক্সে ছিল ৷ এই বাক্সটি কাশ্মীরে কার-এ-কলমদানি নামে পরিচিত৷ দক্ষ শিল্পীরা এই প্যাপিয়ে ম্যাশে তৈরি করেছেন ৷

প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি বিশেষ চন্দনকাঠের বাক্স উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ রাজস্থানের জয়পুরের শিল্পীরা এটি হাতে খোদাই করেছেন ৷ চন্দনকাঠ সংগ্রহ করা হয়েছে কর্ণাটকের মাইসোর থেকে৷ ওই বাক্সে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে ৷ হিন্দু ধর্মে এই দেবতা বিঘ্ন দূর করেন বলে মনে করা হয় ৷ যে কোনও দেবতার পুজোর আগে গণেশের পুজো করা হয় ৷ কলকাতার একটি পরিবারের পঞ্চম প্রজন্মের কারিগর এই মূর্তিটি তৈরি করে দিয়েছেন ৷ একটি প্রদীপও রয়েছে বাক্সে ৷ সেটি রুপোর তৈরি ৷ এটিও কলকাতার ওই রুপোর কারিগরের হাতে গড়া ৷

  • Prime Minister @narendramodi presented a special gift to US president @JoeBiden.

    A special sandalwood box handcrafted by a master craftsman from Jaipur, Rajasthan. The sandalwood sourced from Mysore, Karnataka has intricately carved flora and fauna patterns. pic.twitter.com/FIwGm08Sbn

    — DD News (@DDNewslive) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জো-জিলের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি, হোয়াইট হাউজে 'আনন্দ-মুহূর্ত'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দশটি দান উপহার দিয়েছেন ৷ গোদানের সময় নারকেল পুজো করা হয় ৷ রুপো দিয়ে তৈরি তেমন একটি নারকেল তৈরি করেছেন পশ্চিমবঙ্গের কারিগররা ৷ ভূদানের সময় দেওয়া চন্দনকাঠের টুকরো আছে, যা কর্ণাটকের মাইসোর থেকে আনা ৷ তিলদানে দেবতাকে তিল দিয়ে পুজো করা হয় ৷ তামিলনাড়ু থেকে সংগৃহীত সাদা তিল দেওয়া হয়েছে জো বাইডেনকে ৷ হিরণ্যদান অর্থাৎ স্বর্ণদানে একটি সোনার কয়েন দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সেটি 24 ক্যারাটের শুদ্ধ সোনা দিয়ে তৈরি এবং রাজস্থানের শিল্পীরা তাতে বিশেষ কারুকার্য করেছেন ৷ রুপো দানে 99.5 শতাংশ বিশুদ্ধ এবং হলমার্ক চিহ্নযুক্ত রুপোর কয়েন রয়েছে ওই দান বাক্সে ৷ এই কয়েনটিতেও রাজস্থানের শিল্পীরা খোদাই করেছেন ৷ লবণদান অর্থাৎ নুন দান করেছেন নরেন্দ্র মোদি ৷ এতে গুজরাত থেকে সংগৃহীত নুনও দেওয়া হয়েছে জো বাইডেনকে ৷

Last Updated : Jun 22, 2023, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.