সমরখন্দ (উজবেকিস্তান), 16 সেপ্টেম্বর: এখন যুদ্ধের সময় নয় (Modi Meets Putin)৷ উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) বা এসসিও শীর্ষ সম্মেলনের (SCO Summit) ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷
ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের পর এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে তিনি পুতিনকে বলেন, "আমি জানি, এখনকার সময় যুদ্ধের নয় ৷" ইউক্রেন নিয়ে রাশিয়ার বন্ধু রাষ্ট্র চিনের উদ্বেগকে পুতিন সমর্থন করার একদিন পরেই তাঁর উদ্দেশে এ কথা বললেন প্রধানমন্ত্রী মোদি ৷
আরও পড়ুন: উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা নিতে চায় ভারত, এসসিও সম্মেলনে বললেন মোদি
তাঁকে পুতিন বলেছেন, ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তা তারা যত দ্রুত সম্ভব শেষ করতে চান ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের যে উদ্বেগ রয়েছে সেটাও তিনি বুঝতে পারছেন বলে জানান পুতিন ৷ তিনি মোদিকে বলেছেন, "ইউক্রেন নিয়ে আপনার উদ্বেগের কথা আমি জানি...যত শিগগিরই সম্ভব এটা শেষ করার জন্য আমরা যাবতীয় চেষ্টা চালাচ্ছি ৷"
জানা গিয়েছে, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারত ও রাশিয়ার দুই প্রধানের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বিশ্বের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷