ETV Bharat / international

Modi Meets Sheikh Hasina: রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে উষ্ণ অভর্থ্যনা মোদির - India Bangladesh bilateral relations

দীর্ঘ 3 বছর পর সোমবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ আজ সাতসকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে উষ্ণ অভর্থ্যনা জানান প্রধানমন্ত্রী মোদি (PM Modi receives Bangladesh PM Sheikh Hasina) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 6, 2022, 10:50 AM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: ভারতে 4 দিনের সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আজ সকালে তাঁকে অভ্যর্থনা জানাতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও (PM Modi receives Bangladesh PM Sheikh Hasina at Rashtrapati Bhavan New Delhi) ৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh PM Sheikh Hasina) শেখ হাসিনাকে রাইসিনা হিলসে গার্ড অফ অনার দেওয়া হয় । তিনি বলেন, "ভারত আমাদের বন্ধু দেশ ৷ আমি যখনই এখানে আসি না কেন, সেটা আমার জন্য আনন্দের ৷ বিশেষত আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আমরা সব সময় মনে রাখি ৷ আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমরা একে অপরের সাহায্য করে চলি ৷"

  • India is our friend. Whenever I come to India, it's pleasure for me, especially because we always recall the contribution India has made during our liberation war. We have friendly relationship, we are cooperating with each other: Bangladesh PM Sheikh Hasina at Rashtrapati Bhavan pic.twitter.com/rI40sg7iqS

    — ANI (@ANI) September 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারত চাইলে অনেক কিছু করতে পারে, রোহিঙ্গা ইস্যুতে মন্তব্য হাসিনার

হাসিনা জানাম বাংলাদেশের প্রধান লক্ষ্য মানুষের জীবনে যুক্তরাষ্ট্রীর পরিকাঠামোকে উন্নত করা, দ্রারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়ন ৷ তাঁর আশা, "আমার মনে হয়, আমরা দু'টি দেশ একসঙ্গে কাজ করলে শুধু ভারত ও বাংলাদেশেরই নয়, দক্ষিণ এশিয় দেশগুলিতে মানুষ আরও ভালো ভাবে বাঁচতে পারবে ৷ সেটাই আমাদের মূল উদ্দেশ্য ৷" তাঁর বিশ্বাস, বন্ধুত্বের মাধ্যমে সব সমস্যার সমাধান হয় ৷

সোমবার প্রথম দিনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন ৷ আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের (bilateral meeting with Prime Minister Narendra Modi) কথা রয়েছে ৷

2021-এ দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয় ৷ তারপর এই প্রথম ভারতে পা রাখলেন মুজিব-কন্যা হাসিনা ৷ গত বছর বাংলাদেশের স্বাধীনতার 50 তম বছর ছিল ৷ পাশাপাশি বঙ্গবন্ধু ও রাষ্ট্রনায়ক মুজিবুর রহমানের 100তম জন্ম বার্ষিকীও ছিল ৷ মোদি বাংলাদেশ সফরে গিয়েছিলেন ৷ দিল্লি ও ঢাকা-সহ বিশ্বের 20টি রাজধানীতে মৈত্রী দিবস উদযাপিত (Maitri Diwas celebrations) হয়েছে ৷ 2015 থেকে দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে 15 বার দেখা করেছেন ৷

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: ভারতে 4 দিনের সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আজ সকালে তাঁকে অভ্যর্থনা জানাতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও (PM Modi receives Bangladesh PM Sheikh Hasina at Rashtrapati Bhavan New Delhi) ৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh PM Sheikh Hasina) শেখ হাসিনাকে রাইসিনা হিলসে গার্ড অফ অনার দেওয়া হয় । তিনি বলেন, "ভারত আমাদের বন্ধু দেশ ৷ আমি যখনই এখানে আসি না কেন, সেটা আমার জন্য আনন্দের ৷ বিশেষত আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আমরা সব সময় মনে রাখি ৷ আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমরা একে অপরের সাহায্য করে চলি ৷"

  • India is our friend. Whenever I come to India, it's pleasure for me, especially because we always recall the contribution India has made during our liberation war. We have friendly relationship, we are cooperating with each other: Bangladesh PM Sheikh Hasina at Rashtrapati Bhavan pic.twitter.com/rI40sg7iqS

    — ANI (@ANI) September 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারত চাইলে অনেক কিছু করতে পারে, রোহিঙ্গা ইস্যুতে মন্তব্য হাসিনার

হাসিনা জানাম বাংলাদেশের প্রধান লক্ষ্য মানুষের জীবনে যুক্তরাষ্ট্রীর পরিকাঠামোকে উন্নত করা, দ্রারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়ন ৷ তাঁর আশা, "আমার মনে হয়, আমরা দু'টি দেশ একসঙ্গে কাজ করলে শুধু ভারত ও বাংলাদেশেরই নয়, দক্ষিণ এশিয় দেশগুলিতে মানুষ আরও ভালো ভাবে বাঁচতে পারবে ৷ সেটাই আমাদের মূল উদ্দেশ্য ৷" তাঁর বিশ্বাস, বন্ধুত্বের মাধ্যমে সব সমস্যার সমাধান হয় ৷

সোমবার প্রথম দিনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন ৷ আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের (bilateral meeting with Prime Minister Narendra Modi) কথা রয়েছে ৷

2021-এ দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয় ৷ তারপর এই প্রথম ভারতে পা রাখলেন মুজিব-কন্যা হাসিনা ৷ গত বছর বাংলাদেশের স্বাধীনতার 50 তম বছর ছিল ৷ পাশাপাশি বঙ্গবন্ধু ও রাষ্ট্রনায়ক মুজিবুর রহমানের 100তম জন্ম বার্ষিকীও ছিল ৷ মোদি বাংলাদেশ সফরে গিয়েছিলেন ৷ দিল্লি ও ঢাকা-সহ বিশ্বের 20টি রাজধানীতে মৈত্রী দিবস উদযাপিত (Maitri Diwas celebrations) হয়েছে ৷ 2015 থেকে দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে 15 বার দেখা করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.