ETV Bharat / international

PM Modi Gifts French Prez: ম্যাক্রোঁকে চন্দন কাঠের সেতার, ফার্স্ট লেডিকে পোশমপল্লি শাড়ি উপহার মোদির - ব্রিগিট ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সেতারের প্রতিরূপ উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সেটি খাঁটি চন্দন কাঠ দিয়ে তৈরি । ফার্স্ট লেডিকে দিলেন তেলেঙ্গানার বিখ্যাত পোশমপল্লি ইকাত শাড়ি ৷

Prime Minister Narendra Modi in France
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার
author img

By

Published : Jul 15, 2023, 1:24 PM IST

প্যারিস, 15 জুলাই: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চন্দন কাঠের সেতার উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডির জন্য ছিল বিশেষ উপহারও ৷ ব্রিগিট ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রী মোদি উপহারে দিয়েছেন তেলেঙ্গানার বিখ্যাত 'পোশমপল্লি ইকাত শাড়ি' ৷ সেটি রাখা ছিল বিশেষভাবে তৈরি চন্দন কাঠের বাক্সে ।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেওয়া বাদ্যযন্ত্রটি সেতারের মতো দেখতে ৷ খাঁটি চন্দন কাঠের তৈরি। সেতারের আলংকারিক প্রতিরূপটির উপরের দিকে দেবী সরস্বতীর ছবি রয়েছে ৷ তিনি হাতে সেতার (বীণা) নামক বাদ্যযন্ত্র ধরে রয়েছেন ৷ অন্যদিকে, নীচের দিকে রয়েছে ভগবান গণেশের ছবি । তার সঙ্গেই সুন্দর ও নিখুঁতভাবে খোদাই করা রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূর এবং অন্যান্য অলংকার ৷ এগুলি ভারতীয় সংস্কৃতির ধারক-বাহক ।

প্রধানমন্ত্রী ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিগিট ম্যাক্রোঁকে যে শাড়িটি উপহার দিয়েছেন সেটি পোশমপল্লি সিল্ক ইকাত ফ্যাব্রিক দিয়ে তৈরি ৷ এটি দেশের টেক্সটাইল ঐতিহ্যের বিস্ময়কর প্রমাণ । তেলেঙ্গানার পোশমপল্লি শহরে এই শাড়িটি তৈরি হয়েছে ৷ এই শহর শাড়ির নিখুঁত ডিজাইন এবং উজ্জ্বল রঙের জন্য বিখ্যাত ৷ পোশমপল্লি সিল্ক ইকাত শাড়ি দেশের সৌন্দর্য, কারুকাজ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে ৷ এটি টেক্সটাইলের দুনিয়ায় বিশেষ পরিচিত শাড়ি ।

আরও পড়ুন: 'বাস্তিল দিবসে ভারতীয় সেনাবাহিনীকে দেখে দারুণ লাগছে', উচ্ছ্বসিত মোদি

জানা গিয়েছে, শাড়িটি একটি চন্দনের বাক্সে উপহার দেওয়া হয়েছে ৷ সেই বাক্সে ঐতিহ্যবাহী মোটিফ এবং ফুলের চিত্র-সহ নিদর্শনগুলি খোদাই করা ছিল । প্রধানমন্ত্রী মোদি ফরাসি সেনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চারকে একটি চন্দন কাঠের হাতে খোদাই করা হাতি উপহার দিয়েছেন । আলংকারিক হাতির মূর্তিটি খাঁটি চন্দন কাঠ দিয়ে তৈরি । হাতির এই মূর্তিটি জ্ঞান, শক্তি এবং সৌভাগ্যের প্রতীক ।

ভারতের প্রধানমন্ত্রী, ফ্রান্সের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট ইয়াল ব্রাউন-পিভেটকে একটি হাতে বোনা কাশ্মীরি কার্পেট উপহার দিয়েছেন । কাশ্মীরীদের হাতে বোনা সিল্কের কার্পেটগুলি কারুকার্যের জন্য বিখ্যাত । সিল্ক কাশ্মীরি কার্পেটের রং অন্য যে কোনও কার্পেটের থেকে আলাদা। কাশ্মীরি সিল্ক কার্পেটের একটি আশ্চর্যজনক সহজাত বৈশিষ্ট্য রয়েছে ৷ বিভিন্ন কোণ বিভিন্ন প্রতিফলিত করে ।

আরও পড়ুন: ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সূত্রের খবর, মোদি ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নকে একটি মার্বেল ইনলে ওয়ার্ক টেবিল উপহার দিয়েছেন । 'মারবেল ইনলে ওয়ার্ক' হল মার্বেলের উপর করা সবচেয়ে আকর্ষণীয় শিল্পকর্মগুলির মধ্যে একটি । বেস মার্বেলটি রাজস্থানের মাকরানায় পাওয়া যায় ৷ এই এলাকা উচ্চমানের মার্বেলের জন্য বিখ্যাত ।

এতে ব্যবহৃত পাথর রাজস্থান-সহ দেশের বিভিন্ন শহর থেকে সংগ্রহ করা হয়েছে । সূক্ষ্ম প্রক্রিয়ায় মার্বেলের উপর ম্যানুয়ালি পাথর কেটে এবং খোদাই করে কারুকার্য করা হয়ে থাকে । বিভিন্ন পাথরের ছোট ছোট টুকরো টেবিলের আকারের সঙ্গে মিলিয়ে সূক্ষ্মভাবে কাটা হয় ।

প্যারিস, 15 জুলাই: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চন্দন কাঠের সেতার উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডির জন্য ছিল বিশেষ উপহারও ৷ ব্রিগিট ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রী মোদি উপহারে দিয়েছেন তেলেঙ্গানার বিখ্যাত 'পোশমপল্লি ইকাত শাড়ি' ৷ সেটি রাখা ছিল বিশেষভাবে তৈরি চন্দন কাঠের বাক্সে ।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেওয়া বাদ্যযন্ত্রটি সেতারের মতো দেখতে ৷ খাঁটি চন্দন কাঠের তৈরি। সেতারের আলংকারিক প্রতিরূপটির উপরের দিকে দেবী সরস্বতীর ছবি রয়েছে ৷ তিনি হাতে সেতার (বীণা) নামক বাদ্যযন্ত্র ধরে রয়েছেন ৷ অন্যদিকে, নীচের দিকে রয়েছে ভগবান গণেশের ছবি । তার সঙ্গেই সুন্দর ও নিখুঁতভাবে খোদাই করা রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূর এবং অন্যান্য অলংকার ৷ এগুলি ভারতীয় সংস্কৃতির ধারক-বাহক ।

প্রধানমন্ত্রী ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিগিট ম্যাক্রোঁকে যে শাড়িটি উপহার দিয়েছেন সেটি পোশমপল্লি সিল্ক ইকাত ফ্যাব্রিক দিয়ে তৈরি ৷ এটি দেশের টেক্সটাইল ঐতিহ্যের বিস্ময়কর প্রমাণ । তেলেঙ্গানার পোশমপল্লি শহরে এই শাড়িটি তৈরি হয়েছে ৷ এই শহর শাড়ির নিখুঁত ডিজাইন এবং উজ্জ্বল রঙের জন্য বিখ্যাত ৷ পোশমপল্লি সিল্ক ইকাত শাড়ি দেশের সৌন্দর্য, কারুকাজ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে ৷ এটি টেক্সটাইলের দুনিয়ায় বিশেষ পরিচিত শাড়ি ।

আরও পড়ুন: 'বাস্তিল দিবসে ভারতীয় সেনাবাহিনীকে দেখে দারুণ লাগছে', উচ্ছ্বসিত মোদি

জানা গিয়েছে, শাড়িটি একটি চন্দনের বাক্সে উপহার দেওয়া হয়েছে ৷ সেই বাক্সে ঐতিহ্যবাহী মোটিফ এবং ফুলের চিত্র-সহ নিদর্শনগুলি খোদাই করা ছিল । প্রধানমন্ত্রী মোদি ফরাসি সেনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চারকে একটি চন্দন কাঠের হাতে খোদাই করা হাতি উপহার দিয়েছেন । আলংকারিক হাতির মূর্তিটি খাঁটি চন্দন কাঠ দিয়ে তৈরি । হাতির এই মূর্তিটি জ্ঞান, শক্তি এবং সৌভাগ্যের প্রতীক ।

ভারতের প্রধানমন্ত্রী, ফ্রান্সের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট ইয়াল ব্রাউন-পিভেটকে একটি হাতে বোনা কাশ্মীরি কার্পেট উপহার দিয়েছেন । কাশ্মীরীদের হাতে বোনা সিল্কের কার্পেটগুলি কারুকার্যের জন্য বিখ্যাত । সিল্ক কাশ্মীরি কার্পেটের রং অন্য যে কোনও কার্পেটের থেকে আলাদা। কাশ্মীরি সিল্ক কার্পেটের একটি আশ্চর্যজনক সহজাত বৈশিষ্ট্য রয়েছে ৷ বিভিন্ন কোণ বিভিন্ন প্রতিফলিত করে ।

আরও পড়ুন: ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সূত্রের খবর, মোদি ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নকে একটি মার্বেল ইনলে ওয়ার্ক টেবিল উপহার দিয়েছেন । 'মারবেল ইনলে ওয়ার্ক' হল মার্বেলের উপর করা সবচেয়ে আকর্ষণীয় শিল্পকর্মগুলির মধ্যে একটি । বেস মার্বেলটি রাজস্থানের মাকরানায় পাওয়া যায় ৷ এই এলাকা উচ্চমানের মার্বেলের জন্য বিখ্যাত ।

এতে ব্যবহৃত পাথর রাজস্থান-সহ দেশের বিভিন্ন শহর থেকে সংগ্রহ করা হয়েছে । সূক্ষ্ম প্রক্রিয়ায় মার্বেলের উপর ম্যানুয়ালি পাথর কেটে এবং খোদাই করে কারুকার্য করা হয়ে থাকে । বিভিন্ন পাথরের ছোট ছোট টুকরো টেবিলের আকারের সঙ্গে মিলিয়ে সূক্ষ্মভাবে কাটা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.