আবুধাবি, 15 জুলাই: দু'দিনের ফ্রান্স সফর শেষে শনিবার আবুধাবি পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে এদিন একগুচ্ছ কর্মসূচি ছিল তাঁর। দ্বিপাক্ষিক বৈঠক শেষে ইউএই সফর ফলপ্রসূ জানালেন ভারতের প্রধানমন্ত্রী ৷ যা ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সহযোগিতাকে সুসংহত করবে। তবে সফর শেষে ইতিমধ্যেই দিল্লির পথে রওনা দিয়েছেন মোদি ৷
শনিবার আবুধাবি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান ৷ বিমান থেকে নেমে আমিরশাহীর প্রেসিডেন্টকে আলিঙ্গন করেন মোদি। ভারতের আপ্যায়ণে কোনও খামতি রাখেনি মধ্যপ্রাচ্যের দেশটি ৷ আরব আমিরশাহীতে এদিন ভারতের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ ছিল বিশেষ 'নিরামিষ' খাবারের পদের আয়োজন ৷ এদিন মোদির জন্য আয়োজিত স্পেশাল ডিনারে প্রতিটি পদের রান্না হয়েছে ভেজিটেবল অয়েল দিয়ে। কোনও ডিম বা দুগ্ধজাত পণ্যের রান্না হয়নি। এছাড়াও মোদিকে সম্মান জানাতে দুবাইয়ের বুর্জ খালিফায় ফুটে উঠেছিল তেরঙা ৷
বুর্জ খলিফায় জ্বলজ্বল করছিল তাতে মোদির নাম ও ছবি ৷ এই নিয়ে পঞ্চমবার আরব আমিরশাহী সফরে গিয়েছিলেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, নিরাপত্তা এবং জনযংযোগ-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। স্বাগত জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, প্রধানমন্ত্রী মোদি টুইটারে পোস্ট করে লেখেন, "আজ বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা করার জন্য ক্রাউন প্রিন্স এইচএইচ শেখ খালিদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহয়ানের প্রতি আমি কৃতজ্ঞ।" প্রসঙ্গত, মোদির এই বিশেষ সফর নিয়ে বিদেশমন্ত্রক আগেই অবগত করেছিল।
দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে মোদির এই আমিরশাহীর সফর ছিল বেশ তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ'র আমন্ত্রণে সাড়া দিয়ে 'বাস্তিল ডে' কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে অংশ নিতে দু'দিনের সফরে বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি আজ সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছন তিনি ৷
আরও পড়ুন: ডিনারে নিরামিষ পদ ! আমিরশাহীতে মোদির জন্য 'শাহী' আয়োজন