ETV Bharat / international

Imran Khan : দেশের জন্য শেষ বল পর্যন্ত লড়ে যাব, অনাস্থা ভোটের আগে বার্তা ইমরানের - Chairperson of the Pakistan Peoples Party

3 এপ্রিল তাঁর পরামর্শে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়েছিলেন প্রেসিডেন্ট ৷ অনাস্থা ভোটের আগেই প্রস্তাব খারিজ করেছিলেন ডেপুটি স্পিকার ৷ আগামীকাল ফের অনাস্থা ভোট, কী বলছেন খান সাহেব (PM Imran Khan) ?

Pak PM Imran to address nation
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিয়াজি
author img

By

Published : Apr 8, 2022, 8:25 AM IST

ইসলামাবাদ, 8 এপ্রিল : স্পিকারের অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি খারিজ, প্রেসিডেন্টের সংসদ ভেঙে দেওয়া সবই বিফলে গিয়েছে ৷ দেশের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্ব গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে (Umar Ata Bandial) এই সব পদক্ষেপ অসাংবিধানিক ৷ তাই 9 এপ্রিল, অর্থাৎ শনিবার ইমরান খান-সরকারের বিরুদ্ধে ফের অনাস্থা ভোট হবে ৷ এই ধাক্কা সত্ত্বেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (pakistan tehreek-e-insaf) সরকারের প্রধান হার মানতে রাজি নন ৷ গদি বাঁচাতে 'শেষ বল পর্যন্ত লড়াই চালাবেন', টুইট করে জানিয়েছেন ইমরান খান নিয়াজ়ি (PM Imran Khan to address nation on Friday vows to fight till the last ball) ৷

বৃহস্পতিবার সন্ধেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট রায় দিয়ে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিকে ছন্দে ফেরানোর কথা ঘোষণা করে ৷ যা ইমরান খানের পরামর্শে ভেঙে দিয়েছিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি (President Arif Alvi) ৷ এরপরে 69 বছরের ক্রিকেটার টার্নড রাজনীতিক ইমরান খান একটি টুইট করে জানান, "আমি কাল (শুক্রবার) মন্ত্রিসভার বৈঠক ডেকেছি ৷ একইসঙ্গে সংসদীয় দলের বৈঠকও ৷ আগামীকাল (শুক্রবার) সন্ধে আমি জাতির উদ্দেশে ভাষণ দেব ৷ দেশের প্রতি আমার বার্তা, পাকিস্তানের জন্য আমি লড়াই চালিয়ে গিয়েছি এবং চালিয়ে যাব, শেষ বলটা পর্যন্ত ৷"

  • I have called a cabinet mtg tomorrow as well as our parl party mtg; & tomorrow evening I will address the nation. My message to our nation is I have always & will continue to fight for Pak till the last ball.

    — Imran Khan (@ImranKhanPTI) April 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সরকারের আইনি পরামর্শদাতাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ইমরান ৷ দেশের সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তই নিক, তা মেনে নেবেন তিনি ৷ বৈঠকে উপস্থিত সদস্যদের তিনি বলেন, "সুপ্রিম কোর্ট যে ঘোষণাই করুক, আমরা তা গ্রহণ করব ৷ পিটিআই নির্বাচনের জন্য তৈরি এবং আমরা কোনও বিদেশি ষড়যন্ত্রকে সফল হতে দেব না ৷"

আরও পড়ুন : Pakistan SC restores Parliament : অনাস্থা খারিজ অসাংবিধানিক, সুপ্রিম ইয়র্কারে ‘বোল্ড’ ইমরান

সর্বোচ্চ আদালত ন্যাশনাল অ্যাসেম্বলির অধ্যক্ষ আসাদ কাইজ়ারকে (National Assembly Speaker Asad Qasier) নির্দেশ দিয়েছে, শনিবার সকাল সাড়ে দশটার মধ্যে অধিবেশন ডেকে সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট (no-confidence motion) করতে হবে ৷ এর থেকে দেরি করা চলবে না ৷ সর্বোচ্চ বিচারালয়ের এই ঐতিহাসিক রায়ে স্বভাবতই খুশি ঐক্যবদ্ধ বিরোধী শিবির ৷ যদিও রায় ঘোষণার কিছুক্ষণ পরেই তথ্য এবং আইন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, "সরকার বদলালে পাকিস্তান 1940-এর 23 মার্চের সংগ্রাম শুরু করতে বাধ্য হবে ৷" তিনি বিরোধীদের শাসনের কথা মনে করিয়ে দেন ৷

  • Democracy is the best revenge!
    Jiya Bhutto!
    Jiya Awam!
    Pakistan Zindabad.

    — BilawalBhuttoZardari (@BBhuttoZardari) April 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে 342টি আসন সংখ্যা ৷ সরকার গড়তে গেলে সংশ্লিষ্ট দলের কাছে ন্যূনতম 172টি আসন থাকতে হবে ৷ পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি-র চেয়ারপার্সন বিলওয়াল ভুট্টো জ়ারদারির (Bilawal Bhutto Zardari) নেতৃত্বে গঠিত বিরোধী শিবিরের কাছে এর থেকে বেশি সদস্য রয়েছে ৷ এমনকি পিটিআই সরকারের জোটসঙ্গে এমকিউএম-পি (Muttahida Qaumi Movement Pakistan) বিরোধী পক্ষে যোগ দিয়েছে ৷ খান সাহেবের নিজের দল পিটিআই-এর বেশ কিছু নেতাও তাঁর সঙ্গ ছেড়েছেন ৷ তাই 9 এপ্রিল খান সাহেব 'শেষ ম্যাচ'টা জিততে পারেন কি না সেটাই দেখার ৷

আরও পড়ুন : Imran Khan on Pakistan polls: ইমরানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিরোধীরা, 90 দিনের মধ্যে ভোট পাকিস্তানে !

ইসলামাবাদ, 8 এপ্রিল : স্পিকারের অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি খারিজ, প্রেসিডেন্টের সংসদ ভেঙে দেওয়া সবই বিফলে গিয়েছে ৷ দেশের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্ব গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে (Umar Ata Bandial) এই সব পদক্ষেপ অসাংবিধানিক ৷ তাই 9 এপ্রিল, অর্থাৎ শনিবার ইমরান খান-সরকারের বিরুদ্ধে ফের অনাস্থা ভোট হবে ৷ এই ধাক্কা সত্ত্বেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (pakistan tehreek-e-insaf) সরকারের প্রধান হার মানতে রাজি নন ৷ গদি বাঁচাতে 'শেষ বল পর্যন্ত লড়াই চালাবেন', টুইট করে জানিয়েছেন ইমরান খান নিয়াজ়ি (PM Imran Khan to address nation on Friday vows to fight till the last ball) ৷

বৃহস্পতিবার সন্ধেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট রায় দিয়ে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিকে ছন্দে ফেরানোর কথা ঘোষণা করে ৷ যা ইমরান খানের পরামর্শে ভেঙে দিয়েছিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি (President Arif Alvi) ৷ এরপরে 69 বছরের ক্রিকেটার টার্নড রাজনীতিক ইমরান খান একটি টুইট করে জানান, "আমি কাল (শুক্রবার) মন্ত্রিসভার বৈঠক ডেকেছি ৷ একইসঙ্গে সংসদীয় দলের বৈঠকও ৷ আগামীকাল (শুক্রবার) সন্ধে আমি জাতির উদ্দেশে ভাষণ দেব ৷ দেশের প্রতি আমার বার্তা, পাকিস্তানের জন্য আমি লড়াই চালিয়ে গিয়েছি এবং চালিয়ে যাব, শেষ বলটা পর্যন্ত ৷"

  • I have called a cabinet mtg tomorrow as well as our parl party mtg; & tomorrow evening I will address the nation. My message to our nation is I have always & will continue to fight for Pak till the last ball.

    — Imran Khan (@ImranKhanPTI) April 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সরকারের আইনি পরামর্শদাতাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ইমরান ৷ দেশের সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তই নিক, তা মেনে নেবেন তিনি ৷ বৈঠকে উপস্থিত সদস্যদের তিনি বলেন, "সুপ্রিম কোর্ট যে ঘোষণাই করুক, আমরা তা গ্রহণ করব ৷ পিটিআই নির্বাচনের জন্য তৈরি এবং আমরা কোনও বিদেশি ষড়যন্ত্রকে সফল হতে দেব না ৷"

আরও পড়ুন : Pakistan SC restores Parliament : অনাস্থা খারিজ অসাংবিধানিক, সুপ্রিম ইয়র্কারে ‘বোল্ড’ ইমরান

সর্বোচ্চ আদালত ন্যাশনাল অ্যাসেম্বলির অধ্যক্ষ আসাদ কাইজ়ারকে (National Assembly Speaker Asad Qasier) নির্দেশ দিয়েছে, শনিবার সকাল সাড়ে দশটার মধ্যে অধিবেশন ডেকে সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট (no-confidence motion) করতে হবে ৷ এর থেকে দেরি করা চলবে না ৷ সর্বোচ্চ বিচারালয়ের এই ঐতিহাসিক রায়ে স্বভাবতই খুশি ঐক্যবদ্ধ বিরোধী শিবির ৷ যদিও রায় ঘোষণার কিছুক্ষণ পরেই তথ্য এবং আইন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, "সরকার বদলালে পাকিস্তান 1940-এর 23 মার্চের সংগ্রাম শুরু করতে বাধ্য হবে ৷" তিনি বিরোধীদের শাসনের কথা মনে করিয়ে দেন ৷

  • Democracy is the best revenge!
    Jiya Bhutto!
    Jiya Awam!
    Pakistan Zindabad.

    — BilawalBhuttoZardari (@BBhuttoZardari) April 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে 342টি আসন সংখ্যা ৷ সরকার গড়তে গেলে সংশ্লিষ্ট দলের কাছে ন্যূনতম 172টি আসন থাকতে হবে ৷ পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি-র চেয়ারপার্সন বিলওয়াল ভুট্টো জ়ারদারির (Bilawal Bhutto Zardari) নেতৃত্বে গঠিত বিরোধী শিবিরের কাছে এর থেকে বেশি সদস্য রয়েছে ৷ এমনকি পিটিআই সরকারের জোটসঙ্গে এমকিউএম-পি (Muttahida Qaumi Movement Pakistan) বিরোধী পক্ষে যোগ দিয়েছে ৷ খান সাহেবের নিজের দল পিটিআই-এর বেশ কিছু নেতাও তাঁর সঙ্গ ছেড়েছেন ৷ তাই 9 এপ্রিল খান সাহেব 'শেষ ম্যাচ'টা জিততে পারেন কি না সেটাই দেখার ৷

আরও পড়ুন : Imran Khan on Pakistan polls: ইমরানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিরোধীরা, 90 দিনের মধ্যে ভোট পাকিস্তানে !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.