ETV Bharat / international

Pfizer New Booster Dose ওমিক্রন সংক্রমণ রুখতে সক্ষম নয়া বুস্টার ভ্যাকসিন, দাবি ফাইজারের

তাদের নয়া বুস্টার ডোজ করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সবরকম প্রজাতির সংক্রমণ রুখতে সক্ষম (new covid booster dose of Pfizer) ৷ এমনই দাবি করল ভ্যাকসিন প্রস্তুতকারী দুই সংস্থা ফাইজার ও বায়োএনটেক ৷ এই বুস্টার ডোজে ছাড়পত্র চেয়ে তারা আবেদন জানিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির কাছে (Pfizer asks EU to approve new booster dose) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 26, 2022, 10:42 PM IST

লন্ডন, 26 অগস্ট: করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সবরকম প্রজাতির সংক্রমণ রুখতে সক্ষম তাদের নয়া বুস্টার ডোজ ৷ এমনই দাবি করল ভ্যাকসিন প্রস্তুতকারী দুই সংস্থা ফাইজার ও বায়োএনটেক ৷ এই দুই সংস্থার দাবি, তাদের যৌথ উদ্যোগে তৈরি করোনা সংক্রমণ প্রতিরোধী নয়া বুস্টার ডোজ ওমিক্রনের সবরকম সাব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী (new covid booster dose of Pfizer) ৷ এই বুস্টার ডোজে ছাড়পত্র চেয়ে ইতিমধ্যেই তারা আবেদন জানিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সিকে (Pfizer asks EU to approve new booster dose) ৷

এক বিবৃতিতে ফাইজার জানিয়েছে, তাদের এই নয়া ভ্যাকসিন করোনার পুরনো প্রজাতির পাশাপাশি ওমিক্রনের সংক্রমণের বিরুদ্ধেও লড়তে সক্ষম ৷ বর্তমানে করোনার ওমিক্রন প্রজাতির সংক্রমণই বিশ্বে বেশি ছড়াচ্ছে ৷ ফাইজার ও বায়োএনটেকের দাবি, 12 বছর বয়সি থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সকলকেই এই ভ্যাকসিন দেওয়া যাবে ৷ যদি ছাড়পত্র মেলে তাহলে সেপ্টেম্বর থেকেই ইউরোপের বাজারে মিলবে ফাইজারের এই নয়া কোভিড বুস্টার ডোজ (Covid Booster Dose) ৷

আরও পড়ুন: এই প্রথম, ইউক্রেন নিয়ে রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট ভারতের

ফাইজার ও বায়োএনটেকের দাবি, তাদের এই নয়া বুস্টার ডোজ ওমিক্রনের বিএ.1 সাব ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকরী ৷ উল্লেখ্য, ফাইজারের পাশাপাশি মর্ডার্নাও তাদের নয়া কোভিড বুস্টার ডোজ ব্যবহারের অনুমতি চেয়েছে মার্কিন প্রশাসনের কাছে ৷

লন্ডন, 26 অগস্ট: করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সবরকম প্রজাতির সংক্রমণ রুখতে সক্ষম তাদের নয়া বুস্টার ডোজ ৷ এমনই দাবি করল ভ্যাকসিন প্রস্তুতকারী দুই সংস্থা ফাইজার ও বায়োএনটেক ৷ এই দুই সংস্থার দাবি, তাদের যৌথ উদ্যোগে তৈরি করোনা সংক্রমণ প্রতিরোধী নয়া বুস্টার ডোজ ওমিক্রনের সবরকম সাব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী (new covid booster dose of Pfizer) ৷ এই বুস্টার ডোজে ছাড়পত্র চেয়ে ইতিমধ্যেই তারা আবেদন জানিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সিকে (Pfizer asks EU to approve new booster dose) ৷

এক বিবৃতিতে ফাইজার জানিয়েছে, তাদের এই নয়া ভ্যাকসিন করোনার পুরনো প্রজাতির পাশাপাশি ওমিক্রনের সংক্রমণের বিরুদ্ধেও লড়তে সক্ষম ৷ বর্তমানে করোনার ওমিক্রন প্রজাতির সংক্রমণই বিশ্বে বেশি ছড়াচ্ছে ৷ ফাইজার ও বায়োএনটেকের দাবি, 12 বছর বয়সি থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সকলকেই এই ভ্যাকসিন দেওয়া যাবে ৷ যদি ছাড়পত্র মেলে তাহলে সেপ্টেম্বর থেকেই ইউরোপের বাজারে মিলবে ফাইজারের এই নয়া কোভিড বুস্টার ডোজ (Covid Booster Dose) ৷

আরও পড়ুন: এই প্রথম, ইউক্রেন নিয়ে রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট ভারতের

ফাইজার ও বায়োএনটেকের দাবি, তাদের এই নয়া বুস্টার ডোজ ওমিক্রনের বিএ.1 সাব ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকরী ৷ উল্লেখ্য, ফাইজারের পাশাপাশি মর্ডার্নাও তাদের নয়া কোভিড বুস্টার ডোজ ব্যবহারের অনুমতি চেয়েছে মার্কিন প্রশাসনের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.