ETV Bharat / international

Terrorist Shahid Latif Killed: পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফকে গুলি করে খুন পাকিস্তানে - shahid latif killed in Sialkot pakistan

Pathankot Attack Mastermind Shahid Latif Killed: খতম ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় থাকা শাহিদ লতিফ। বুধবার পাকিস্তানে লতিফকে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী। শাহিদ লতিফ নামে ওই জঙ্গিকে হত্যার পিছনে কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি ।

ফাইল ছবি
Terrorist Shahid Latif Killed
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 12:56 PM IST

Updated : Oct 11, 2023, 1:25 PM IST

শিয়ালকোট, 11 অক্টোবর: পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফকে গুলি করে খুন করা হল পাকিস্তানে ৷ দুই আততায়ীর গুলিতে তাঁর মৃত্যু হয়েছে ৷ ওই দুই হামলাকারী এ দিন মোটরসাইকেলে করে এসে তাঁকে গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভারতে একাধিক বেআইনি কার্যকলাপে অভিযুক্ত ছিলেন শাহিদ লতিফ । লতিফকে মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাভুক্ত করে ভারত সরকার ৷

জানা গিয়েছে, বুধবার পাকিস্তানের শিয়ালকোটে শাহিদ লতিফকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুই দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । পাঠানকোট হামলার পিছনে মূল মাথা ছিল এই লতিফই। ওই জঙ্গিকে হত্যার পিছনে কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি । জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য ছিলেন বছর একচল্লিশের শহিদ লতিফ । 2016 সালের 2 জানুয়ারি জম্মু-পাঠানকোটে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে যে জঙ্গি হামলা হয়েছিল, তার প্রধান চক্রী ছিলেন শাহিদ লতিফ । এই হামলায় নিহত হন 7 জওয়ান । এই এয়ারফোর্স স্টেশনটি 1965 ও 1971 সালের যুদ্ধে বড় ভূমিকা পালন করে ।

পাকিস্তানের শিয়ালকোট থেকেই এই হামলার পরিচালনা করা হয়েছিল । জইশ-ই-মহম্মদের চার জঙ্গিকে ভারতে পাঠানো হয়েছিল হামলা চালানোর জন্য । 1994 সালে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে গ্রেফতার করা হয় জইশ জঙ্গি শাহিদ লতিফকে । বিচার প্রক্রিয়া শেষের পর তাঁর জেল হয় । 2010 সালে তাঁর সাজা পূরণ হওয়ার পর তাঁকে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয় । এর পাশাপাশি 1999 সালে নেপাল থেকে দিল্লিগামী একটি ভারতীয় বিমানের হাইজ্যাক করার ঘটনাতেও অন্য়তম অভিযুক্ত ছিলেন লতিফ ।

জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছিল, ভারতের জেল থেকে ছাড়া পেয়ে পাকিস্তানে ফেরার পরই ফের জিহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন লতিফ । ভারত সরকারের তরফে তাঁকে ওয়ান্টেড জঙ্গি হিসাবে ঘোষণা করা হয় ।

আরও পড়ুন: অনন্তনাগের জঙ্গলে টানা পঞ্চম দিনেও অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই

শিয়ালকোট, 11 অক্টোবর: পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফকে গুলি করে খুন করা হল পাকিস্তানে ৷ দুই আততায়ীর গুলিতে তাঁর মৃত্যু হয়েছে ৷ ওই দুই হামলাকারী এ দিন মোটরসাইকেলে করে এসে তাঁকে গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভারতে একাধিক বেআইনি কার্যকলাপে অভিযুক্ত ছিলেন শাহিদ লতিফ । লতিফকে মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাভুক্ত করে ভারত সরকার ৷

জানা গিয়েছে, বুধবার পাকিস্তানের শিয়ালকোটে শাহিদ লতিফকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুই দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । পাঠানকোট হামলার পিছনে মূল মাথা ছিল এই লতিফই। ওই জঙ্গিকে হত্যার পিছনে কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি । জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য ছিলেন বছর একচল্লিশের শহিদ লতিফ । 2016 সালের 2 জানুয়ারি জম্মু-পাঠানকোটে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে যে জঙ্গি হামলা হয়েছিল, তার প্রধান চক্রী ছিলেন শাহিদ লতিফ । এই হামলায় নিহত হন 7 জওয়ান । এই এয়ারফোর্স স্টেশনটি 1965 ও 1971 সালের যুদ্ধে বড় ভূমিকা পালন করে ।

পাকিস্তানের শিয়ালকোট থেকেই এই হামলার পরিচালনা করা হয়েছিল । জইশ-ই-মহম্মদের চার জঙ্গিকে ভারতে পাঠানো হয়েছিল হামলা চালানোর জন্য । 1994 সালে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে গ্রেফতার করা হয় জইশ জঙ্গি শাহিদ লতিফকে । বিচার প্রক্রিয়া শেষের পর তাঁর জেল হয় । 2010 সালে তাঁর সাজা পূরণ হওয়ার পর তাঁকে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয় । এর পাশাপাশি 1999 সালে নেপাল থেকে দিল্লিগামী একটি ভারতীয় বিমানের হাইজ্যাক করার ঘটনাতেও অন্য়তম অভিযুক্ত ছিলেন লতিফ ।

জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছিল, ভারতের জেল থেকে ছাড়া পেয়ে পাকিস্তানে ফেরার পরই ফের জিহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন লতিফ । ভারত সরকারের তরফে তাঁকে ওয়ান্টেড জঙ্গি হিসাবে ঘোষণা করা হয় ।

আরও পড়ুন: অনন্তনাগের জঙ্গলে টানা পঞ্চম দিনেও অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই

Last Updated : Oct 11, 2023, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.