ETV Bharat / international

Pakistani Woman Killed: বিবাহ বিচ্ছেদ নিয়ে সোশাল মিডিয়ায় মুখ খোলায় পাকিস্তানি মহিলাকে খুন করল প্রাক্তন স্বামী - Pakistani Woman Killed

বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খোলায় প্রাক্তন স্বামীর হাতে খুন হতে হল পাকিস্তানি বংশোদ্ভূত মহিলাকে (Pakistani woman killed by ex husband over opening up her divorce journey on social media) ৷ মৃতার নাম সানিয়া খান ৷

Pakistani Woman Killed in chicago
পাকিস্তানি মহিলাকে খুন করল প্রাক্তন স্বামী
author img

By

Published : Jul 24, 2022, 5:47 PM IST

শিকাগো, 24 জুলাই: তাঁর নাম সানিয়া খান ৷ 29 বছর বয়সি পাকিস্তানি বংশোদ্ভূত এই মহিলার 'অপরাধ' তিনি তাঁর বিবাহ বিচ্ছেদ ও সেই প্রক্রিয়া নিয়ে মুখ খুলেছিলেন সোশাল মিডিয়াতে ৷ সেই রাগে তাঁকে আমেরিকার শিকাগোর রাস্তায় খুন করল প্রাক্তন স্বামী ৷ শিকাগো পুলিশ জানিয়েছে গুলি করে খুন করা হয়েছে তাঁকে (Pakistani woman killed by ex husband over opening up her divorce journey on social media) ৷ স্বামীর নাম রহিল আহমেদ (36) ৷

রহিলের বাড়ি আলফেরেটায় ৷ সেখান থেকে সানিয়া খানকে খুনের উদ্দেশ্যে সে শিকাগোতে আসে ৷ সম্প্রতি শিকাগোতে থাকা শুরু করেছিলেন ওই মহিলা ৷ পাক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সানিয়ার বাবা হায়দর ফারুখ খান বৃহস্পতিবার ফেসবুকে সানিয়ার পেজ থেকে লেখেন, "আমার বড় মেয়ে সানিয়া খান মারা গিয়েছেন ৷ চট্টানুগা ইসলামিক সেন্টারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷"

আরও পড়ুন: মাঙ্কিপক্স বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা, ঘোষণা হু-এর

শিকাগো পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার শিকাগোর ই ওহিও স্ট্রিটের রাস্তায় একটি বাড়ির ভিতর গুলিবিদ্ধ অবস্থায় দু'জনকে পড়ে থাকতে দেখা যায় ৷ দুজনের মাথাতেই গুলির ক্ষত ছিল ৷ ঘটনাস্থল একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয় ৷ মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ অপর ব্যক্তি হাসপাতালে মারা যান ৷ তবে ওই ব্যক্তি পরিচয় এখনও স্পষ্ট নয় ৷

জানা গিয়েছে, বিয়ের একবছরের মধ্যেই সানিয়ার বিবাহ বিচ্ছেদ হয় ৷ এরপরই সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ ওই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন "দক্ষিণ এশিয়ার একজন মহিলা হিসেবে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনার মনে হতে পারে জীবন যুদ্ধে হেরে গিয়েছেন ৷ সমাজের থেকেও কোনও সাহায্য পাবেন না ৷ শুধু লোকে কী বলবে তা নিয়েই আপনাকে চাপে থাকতে হবে ৷ এসব দেখে আপনার মনে হতে পারে আপনি একঘরে হয়ে গিয়েছেন ৷ মেয়েদের পক্ষে এই বিবাহ বিচ্ছেদের যাত্রা এতটাই কঠিন যে মনে হয় বিয়ে না করাই ভালো ৷"

শিকাগো, 24 জুলাই: তাঁর নাম সানিয়া খান ৷ 29 বছর বয়সি পাকিস্তানি বংশোদ্ভূত এই মহিলার 'অপরাধ' তিনি তাঁর বিবাহ বিচ্ছেদ ও সেই প্রক্রিয়া নিয়ে মুখ খুলেছিলেন সোশাল মিডিয়াতে ৷ সেই রাগে তাঁকে আমেরিকার শিকাগোর রাস্তায় খুন করল প্রাক্তন স্বামী ৷ শিকাগো পুলিশ জানিয়েছে গুলি করে খুন করা হয়েছে তাঁকে (Pakistani woman killed by ex husband over opening up her divorce journey on social media) ৷ স্বামীর নাম রহিল আহমেদ (36) ৷

রহিলের বাড়ি আলফেরেটায় ৷ সেখান থেকে সানিয়া খানকে খুনের উদ্দেশ্যে সে শিকাগোতে আসে ৷ সম্প্রতি শিকাগোতে থাকা শুরু করেছিলেন ওই মহিলা ৷ পাক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সানিয়ার বাবা হায়দর ফারুখ খান বৃহস্পতিবার ফেসবুকে সানিয়ার পেজ থেকে লেখেন, "আমার বড় মেয়ে সানিয়া খান মারা গিয়েছেন ৷ চট্টানুগা ইসলামিক সেন্টারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷"

আরও পড়ুন: মাঙ্কিপক্স বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা, ঘোষণা হু-এর

শিকাগো পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার শিকাগোর ই ওহিও স্ট্রিটের রাস্তায় একটি বাড়ির ভিতর গুলিবিদ্ধ অবস্থায় দু'জনকে পড়ে থাকতে দেখা যায় ৷ দুজনের মাথাতেই গুলির ক্ষত ছিল ৷ ঘটনাস্থল একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয় ৷ মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ অপর ব্যক্তি হাসপাতালে মারা যান ৷ তবে ওই ব্যক্তি পরিচয় এখনও স্পষ্ট নয় ৷

জানা গিয়েছে, বিয়ের একবছরের মধ্যেই সানিয়ার বিবাহ বিচ্ছেদ হয় ৷ এরপরই সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ ওই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন "দক্ষিণ এশিয়ার একজন মহিলা হিসেবে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনার মনে হতে পারে জীবন যুদ্ধে হেরে গিয়েছেন ৷ সমাজের থেকেও কোনও সাহায্য পাবেন না ৷ শুধু লোকে কী বলবে তা নিয়েই আপনাকে চাপে থাকতে হবে ৷ এসব দেখে আপনার মনে হতে পারে আপনি একঘরে হয়ে গিয়েছেন ৷ মেয়েদের পক্ষে এই বিবাহ বিচ্ছেদের যাত্রা এতটাই কঠিন যে মনে হয় বিয়ে না করাই ভালো ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.