শিকাগো, 24 জুলাই: তাঁর নাম সানিয়া খান ৷ 29 বছর বয়সি পাকিস্তানি বংশোদ্ভূত এই মহিলার 'অপরাধ' তিনি তাঁর বিবাহ বিচ্ছেদ ও সেই প্রক্রিয়া নিয়ে মুখ খুলেছিলেন সোশাল মিডিয়াতে ৷ সেই রাগে তাঁকে আমেরিকার শিকাগোর রাস্তায় খুন করল প্রাক্তন স্বামী ৷ শিকাগো পুলিশ জানিয়েছে গুলি করে খুন করা হয়েছে তাঁকে (Pakistani woman killed by ex husband over opening up her divorce journey on social media) ৷ স্বামীর নাম রহিল আহমেদ (36) ৷
রহিলের বাড়ি আলফেরেটায় ৷ সেখান থেকে সানিয়া খানকে খুনের উদ্দেশ্যে সে শিকাগোতে আসে ৷ সম্প্রতি শিকাগোতে থাকা শুরু করেছিলেন ওই মহিলা ৷ পাক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সানিয়ার বাবা হায়দর ফারুখ খান বৃহস্পতিবার ফেসবুকে সানিয়ার পেজ থেকে লেখেন, "আমার বড় মেয়ে সানিয়া খান মারা গিয়েছেন ৷ চট্টানুগা ইসলামিক সেন্টারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷"
আরও পড়ুন: মাঙ্কিপক্স বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা, ঘোষণা হু-এর
শিকাগো পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার শিকাগোর ই ওহিও স্ট্রিটের রাস্তায় একটি বাড়ির ভিতর গুলিবিদ্ধ অবস্থায় দু'জনকে পড়ে থাকতে দেখা যায় ৷ দুজনের মাথাতেই গুলির ক্ষত ছিল ৷ ঘটনাস্থল একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয় ৷ মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ অপর ব্যক্তি হাসপাতালে মারা যান ৷ তবে ওই ব্যক্তি পরিচয় এখনও স্পষ্ট নয় ৷
জানা গিয়েছে, বিয়ের একবছরের মধ্যেই সানিয়ার বিবাহ বিচ্ছেদ হয় ৷ এরপরই সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ ওই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন "দক্ষিণ এশিয়ার একজন মহিলা হিসেবে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনার মনে হতে পারে জীবন যুদ্ধে হেরে গিয়েছেন ৷ সমাজের থেকেও কোনও সাহায্য পাবেন না ৷ শুধু লোকে কী বলবে তা নিয়েই আপনাকে চাপে থাকতে হবে ৷ এসব দেখে আপনার মনে হতে পারে আপনি একঘরে হয়ে গিয়েছেন ৷ মেয়েদের পক্ষে এই বিবাহ বিচ্ছেদের যাত্রা এতটাই কঠিন যে মনে হয় বিয়ে না করাই ভালো ৷"