ETV Bharat / international

Pakistan Audio Leak Controversy: অডিয়ো ফাঁসের ঘটনায় জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী - ইমরান খান

পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif) ও শীর্ষ সরকারি আধিকারিকদের কথোপকথনের অডিয়ো লিক হয়েছে ৷ এই নিয়ে জাতীয় নিরাপত্তা কমিটির (National Security Committee) বৈঠক ডাকলেন শরিফ ৷

pakistan-pm-shehbaz-sharif-summons-nsc-meet-to-discuss-audio-leaks-from-pmo
Pakistan Audio Leak Controversy: অডিয়ো ফাঁসের ঘটনায় জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
author img

By

Published : Sep 27, 2022, 3:39 PM IST

ইসলামাবাদ, 27 সেপ্টেম্বর : জাতীয় নিরাপত্তা কমিটির (National Security Committee) বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif) ৷ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি অডিয়ো ফাঁস হয় ৷ বিরোধীরা চাইছে শাহবাজ পদত্যাগ করুন, ওই অডিয়োতে এমনই দাবি করা হয় ৷ সেই নিয়েই বুধবার বৈঠক ডেকেছেন তিনি ৷

প্রসঙ্গত, ওই অডিয়োতে পাক প্রধানমন্ত্রী ও সরকারের শীর্ষ আধিকারিকদের কথোপকথন শোনা গিয়েছে ৷ গত সপ্তাহে ওই অডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সোমবার আরও কিছু অডিয়ো ভাইরাল হয় ৷ সেখানে আবার পিএমএল-এন (PML-N) এর নেতাদের উপ-নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে ৷ ওই উপ-নির্বাচন পাকিস্তানে ভয়াবহ বন্যার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে ৷

ইতিমধ্যে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এর জন্য যৌথ তদন্তকারী দল তৈরি করা হয়েছে ৷ সেই তদন্তকারীদের মধ্যে সেনা পরিচালিত গোয়েন্দারাও রয়েছেন ৷ এছাড়া ইন্টালিজেন্স ব্যুরোও তদন্ত করছে ৷ কিন্তু এভাবে পর পর অডিয়ো লিক হওয়ার ঘটনায় অস্বস্তিতে পাকিস্তান সরকার ৷

সেই কারণেই আগামিকাল, বুধবার ওই বৈঠক ডাকা হয়েছে ৷ বৈঠক পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনেই হবে ৷ সেখানে এই ঘটনায় এখনও পর্যন্ত হওয়া তদন্তের রিপোর্ট জাতীয় নিরাপত্তা কমিটির কাছে পেশ করা হবে ৷

এদিকে এই ইস্যুতে বিরোধীরা শাহাবজ শরিফকে চেপে ধরার চেষ্টা করছে ৷ কয়েকমাস আগে গদিচ্যূত প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এই নিয়ে সরব হয়েছেন ৷ তিনি শাহবাজ শরিফের পদত্যাগ দাবি করেছেন ৷

আরও পড়ুন : জঙ্গি কার্যকলাপে মদত জোগায় পাকিস্তান, রাষ্ট্রসংঘে কড়া প্রতিক্রিয়া ভারতের

ইসলামাবাদ, 27 সেপ্টেম্বর : জাতীয় নিরাপত্তা কমিটির (National Security Committee) বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif) ৷ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি অডিয়ো ফাঁস হয় ৷ বিরোধীরা চাইছে শাহবাজ পদত্যাগ করুন, ওই অডিয়োতে এমনই দাবি করা হয় ৷ সেই নিয়েই বুধবার বৈঠক ডেকেছেন তিনি ৷

প্রসঙ্গত, ওই অডিয়োতে পাক প্রধানমন্ত্রী ও সরকারের শীর্ষ আধিকারিকদের কথোপকথন শোনা গিয়েছে ৷ গত সপ্তাহে ওই অডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সোমবার আরও কিছু অডিয়ো ভাইরাল হয় ৷ সেখানে আবার পিএমএল-এন (PML-N) এর নেতাদের উপ-নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে ৷ ওই উপ-নির্বাচন পাকিস্তানে ভয়াবহ বন্যার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে ৷

ইতিমধ্যে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এর জন্য যৌথ তদন্তকারী দল তৈরি করা হয়েছে ৷ সেই তদন্তকারীদের মধ্যে সেনা পরিচালিত গোয়েন্দারাও রয়েছেন ৷ এছাড়া ইন্টালিজেন্স ব্যুরোও তদন্ত করছে ৷ কিন্তু এভাবে পর পর অডিয়ো লিক হওয়ার ঘটনায় অস্বস্তিতে পাকিস্তান সরকার ৷

সেই কারণেই আগামিকাল, বুধবার ওই বৈঠক ডাকা হয়েছে ৷ বৈঠক পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনেই হবে ৷ সেখানে এই ঘটনায় এখনও পর্যন্ত হওয়া তদন্তের রিপোর্ট জাতীয় নিরাপত্তা কমিটির কাছে পেশ করা হবে ৷

এদিকে এই ইস্যুতে বিরোধীরা শাহাবজ শরিফকে চেপে ধরার চেষ্টা করছে ৷ কয়েকমাস আগে গদিচ্যূত প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এই নিয়ে সরব হয়েছেন ৷ তিনি শাহবাজ শরিফের পদত্যাগ দাবি করেছেন ৷

আরও পড়ুন : জঙ্গি কার্যকলাপে মদত জোগায় পাকিস্তান, রাষ্ট্রসংঘে কড়া প্রতিক্রিয়া ভারতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.