ETV Bharat / international

Imran Khan House Attacked: গেট ভেঙে ইমরানের বাড়ি ঢুকল পুলিশ, গ্রেফতার 20 পিটিআই সমর্থক

author img

By

Published : Mar 18, 2023, 4:24 PM IST

আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় কনভয়ে দুর্ঘটনার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান (Former Prime Minister Imran Khan) খানের বাড়ির গেটের একটা অংশ ভেঙে ঢুকে পড়ল পঞ্জাব প্রদেশের পুলিশ ৷ তোষা খানা মামলায় চরম অস্বস্তিতে ইমরান ৷

Etv Bharat
ইমরান খান

লাহোর, 18 মার্চ: প্রথমে কনভয় দুর্ঘটনা, তার কিছুক্ষণ পরই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বাড়ির গেটের একটা অংশ ভেঙে ঢুকে পড়ল পঞ্জাব প্রদেশের পুলিশ ৷ তোষাখানা মামলায় এদিন ইসলামাবাদ (Islamabad) আদালতে যাওয়ার পথে আচমকাই ইমরান খানের কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ তবে এখানেই শেষ নয়, এই ঘটনার কিছু পরেই জামান পার্ক এলাকায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে কার্যত হামলা চালানোর অভিযোগ উঠল পঞ্জাব প্রদেশের পুলিশের বিরুদ্ধে ৷

এই ঘটনার এদিন তীব্র নিন্দা করেন ইমরান খান টুইটে অভিযোগের সুরে করেছেন, "পঞ্জাব পুলিশ যখন আমার জামান পার্কের বাড়িতে ঢুকেছে, তখন বাড়িতে স্ত্রী বুশরা বিবি একা ছিলেন ৷ কোন আইনে তারা এসব করছে?" পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর তরফে অভিযোগ করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির সামনে এদিন দুপুরে আচমকা বুলডোজার নিয়ে হাজির হয় পঞ্জাব (Punjab) প্রদেশের পুলিশ ৷ অভিযোগ, বড় সংখ্যক পুলিশবাহিনী প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির গেট এবং পাঁচিল ভেঙে ভিতরে ঢুকে যায় ৷ শুধু তাই নয়, পুলিশ এদিন মোট 20 জন পিটিআই কর্মী-সমর্থককে গ্রেফতারও করেছে ৷

আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতের পরোয়ানা মূল্যহীন ! জানিয়ে দিল রাশিয়া

সূত্রের খবর, জামান পার্ক এলাকায় ইমরানের বাড়ির সামনেই কর্মী-সমর্থকদের শিবির ছিল ৷ পুলিশ (Police) পালটা দাবি করেছে ওই শিবিরগুলি ভাঙতেই এই অভিযান করা হয়েছিল ৷ পাঞ্জাব পুলিশ সূত্রে সূত্রের খবর, ইমরানের বাড়িতে ঢোকার আগে গোটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে বলে পুলিশ ঘোষণা করে ৷ সুতরাং এই অবস্থায় কোনও জমায়েত করা যাবে না বলেও জানানো হয় ৷ পুলিশের দাবি, 144 ধারা না-মানার জন্য় এবং আইন ভাঙার কারণেই পিটিআই কর্মী-সমর্থককে গ্রেফতার (Arrest) করা হয়েছে ৷ অন্য়দিকে ইমরান খানের বাড়িতে ঢোকার বিষয়ে কোনও মন্তব্য় করেননি সে দেশের পুলিশ আধিকারীকরা ৷

সম্প্রতি তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল পুলিশকে ৷ পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পরে পুলিশ ৷ পুলিশের বিরুদ্ধে সেসময় গুলি চালানোর অভিযোগ করেছিলেন খোদ ইমরান খান ৷ এবার খোদ ইমরানের বাড়িতেই অভিযান চালাল পুলিশ ৷ পিটিআই অবশ্য় এদিনের পুলিশি অভিযানকে প্রতিহিংসার রাজনীতির অঙ্গ বলছে ৷

লাহোর, 18 মার্চ: প্রথমে কনভয় দুর্ঘটনা, তার কিছুক্ষণ পরই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বাড়ির গেটের একটা অংশ ভেঙে ঢুকে পড়ল পঞ্জাব প্রদেশের পুলিশ ৷ তোষাখানা মামলায় এদিন ইসলামাবাদ (Islamabad) আদালতে যাওয়ার পথে আচমকাই ইমরান খানের কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ তবে এখানেই শেষ নয়, এই ঘটনার কিছু পরেই জামান পার্ক এলাকায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে কার্যত হামলা চালানোর অভিযোগ উঠল পঞ্জাব প্রদেশের পুলিশের বিরুদ্ধে ৷

এই ঘটনার এদিন তীব্র নিন্দা করেন ইমরান খান টুইটে অভিযোগের সুরে করেছেন, "পঞ্জাব পুলিশ যখন আমার জামান পার্কের বাড়িতে ঢুকেছে, তখন বাড়িতে স্ত্রী বুশরা বিবি একা ছিলেন ৷ কোন আইনে তারা এসব করছে?" পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর তরফে অভিযোগ করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির সামনে এদিন দুপুরে আচমকা বুলডোজার নিয়ে হাজির হয় পঞ্জাব (Punjab) প্রদেশের পুলিশ ৷ অভিযোগ, বড় সংখ্যক পুলিশবাহিনী প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির গেট এবং পাঁচিল ভেঙে ভিতরে ঢুকে যায় ৷ শুধু তাই নয়, পুলিশ এদিন মোট 20 জন পিটিআই কর্মী-সমর্থককে গ্রেফতারও করেছে ৷

আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতের পরোয়ানা মূল্যহীন ! জানিয়ে দিল রাশিয়া

সূত্রের খবর, জামান পার্ক এলাকায় ইমরানের বাড়ির সামনেই কর্মী-সমর্থকদের শিবির ছিল ৷ পুলিশ (Police) পালটা দাবি করেছে ওই শিবিরগুলি ভাঙতেই এই অভিযান করা হয়েছিল ৷ পাঞ্জাব পুলিশ সূত্রে সূত্রের খবর, ইমরানের বাড়িতে ঢোকার আগে গোটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে বলে পুলিশ ঘোষণা করে ৷ সুতরাং এই অবস্থায় কোনও জমায়েত করা যাবে না বলেও জানানো হয় ৷ পুলিশের দাবি, 144 ধারা না-মানার জন্য় এবং আইন ভাঙার কারণেই পিটিআই কর্মী-সমর্থককে গ্রেফতার (Arrest) করা হয়েছে ৷ অন্য়দিকে ইমরান খানের বাড়িতে ঢোকার বিষয়ে কোনও মন্তব্য় করেননি সে দেশের পুলিশ আধিকারীকরা ৷

সম্প্রতি তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল পুলিশকে ৷ পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পরে পুলিশ ৷ পুলিশের বিরুদ্ধে সেসময় গুলি চালানোর অভিযোগ করেছিলেন খোদ ইমরান খান ৷ এবার খোদ ইমরানের বাড়িতেই অভিযান চালাল পুলিশ ৷ পিটিআই অবশ্য় এদিনের পুলিশি অভিযানকে প্রতিহিংসার রাজনীতির অঙ্গ বলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.