ETV Bharat / international

Omicron New Variant Highly Infectious: ওমিক্রনের এক্সবিবি.1.5 ভ্যারিয়েন্ট অত্যন্ত সংক্রামক, দ্রুত ছড়াবে বিশ্বজুড়ে: ল্যানসেট - ল্যানসেটের রিপোর্ট

ওমিক্রনের এক্সবিবি.1.5 ভ্যারিয়েন্ট সাংঘাতিক সংক্রামক (Omicron New Variant Highly Infectious)৷ এটি দ্রুত ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে ৷ সমীক্ষার এমনই রিপোর্ট প্রকাশিত হল ল্যানসেটে (Lancet Report on Omicron)৷

Omicron ETV Bharat
ওমিক্রন
author img

By

Published : Mar 16, 2023, 7:44 PM IST

টোকিয়ো, 16 মার্চ: SARS-CoV-2 ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট হল এক্সবিবি.1.5 ৷ এর সংক্রমণ ক্ষমতা সাংঘাতিক বেশি (Omicron New Variant Highly Infectious)৷ ল্যানসেট ইনফেকশাস ডিজিস পত্রিকায় প্রকাশিত সমীক্ষায় এমনটাই দাবি করা হয়েছে (Lancet Report on Omicron)। জাপানের টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যে, XBB.1.5 এর আপেক্ষিক কার্যকর প্রজনন সংখ্যা (Re) তার পেরেন্ট এক্সবিবি.1 এর থেকে 1.2-গুণ বেশি ।

এটি ইঙ্গিত দেয় যে, এক্সবিবি.1.5 ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন ব্যক্তি এক্সবিবি.1-এর থেকে তুলনায় জনসংখ্যার 1.2 গুণ বেশি লোককে সংক্রমিত করতে পারেন । টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের ডিভিশন অফ সিস্টেম ভাইরোলজির গবেষক জাম্পেই ইতো বলেছেন, "আমাদের পাওয়া তথ্য থেকে জানা যায় যে এক্সবিবি.1.5 দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ৷"

এক্সবিবি.1.5 এর কারণে পরবর্তী মহামারী বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন ডিভিশন অফ সিস্টেম ভাইরোলজির অধ্যাপক কেই সাতো ৷ তিনি বলেছেন, জনস্বাস্থ্য রক্ষার জন্য এই ভ্যারিয়েন্টকে সাবধানে পর্যবেক্ষণ করা প্রয়োজন ৷ গবেষকরা দেখেছেন যে, এক্সবিবি.1.5 ভ্যারিয়েন্টটির স্পাইক (এস) প্রোটিনে একটি অভিনব রূপান্তর রয়েছে ৷ এস প্রোটিন ভাইরাসের মানব কোষের আক্রমণকে সহজতর করে ।

সিউডোভাইরাস ব্যবহার করে আরও পরীক্ষায় দেখা গিয়েছে যে, এক্সবিবি.1.5 এর এক্সবিবি.1 এর তুলনায় প্রায় 3-গুণ বেশি সংক্রমণ ক্ষমতা রয়েছে । এক্সবিবি.1.5 এস প্রোটিনটি বিএ.2/বিএ.5 সাব ভ্যারিয়েন্টগুলির সঙ্গে যুগান্তকারী সংক্রমণের মাধ্যমে অ্যান্টিবডিগুলির জন্য অত্যন্ত প্রতিরোধী বলেও দেখা গিয়েছে । বিএ.2/বিএ.5 সাবভ্যারিয়েন্টের পূর্বে সংক্রমিত রোগীরা এক্সবিবি.1.5 এর বিরুদ্ধে শক্তিশালী অনাক্রম্যতা দেখাতে পারে না, তাঁদের সংক্রমণ এবং রোগের সম্ভাবনা বৃদ্ধি পায় ।

আরও পড়ুন: 4 মাস বাদে করোনা আক্রান্ত সাতশোর বেশি, ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ

ডিভিশন অফ সিস্টেম ভাইরোলজি,মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ইউসুকে কসুগি বলেছেন, "আমাদের ভাইরোলজিক্যাল পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করে যে, কেন ওমিক্রন এক্সবিবি.1.5 ভ্যারিয়েন্ট অতীতের ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সংক্রমণ ঘটাতে সক্ষম ৷ এই ভ্যারিয়েন্ট মানুষের এসিই2 এর সঙ্গে শক্তিশালী বন্ধনের ক্ষমতা অর্জন করেছে এবং অ্যান্টিবডিগুলিকে প্রতিহত করার ক্ষমতা অর্জন করেছে ৷

টোকিয়ো, 16 মার্চ: SARS-CoV-2 ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট হল এক্সবিবি.1.5 ৷ এর সংক্রমণ ক্ষমতা সাংঘাতিক বেশি (Omicron New Variant Highly Infectious)৷ ল্যানসেট ইনফেকশাস ডিজিস পত্রিকায় প্রকাশিত সমীক্ষায় এমনটাই দাবি করা হয়েছে (Lancet Report on Omicron)। জাপানের টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যে, XBB.1.5 এর আপেক্ষিক কার্যকর প্রজনন সংখ্যা (Re) তার পেরেন্ট এক্সবিবি.1 এর থেকে 1.2-গুণ বেশি ।

এটি ইঙ্গিত দেয় যে, এক্সবিবি.1.5 ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন ব্যক্তি এক্সবিবি.1-এর থেকে তুলনায় জনসংখ্যার 1.2 গুণ বেশি লোককে সংক্রমিত করতে পারেন । টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের ডিভিশন অফ সিস্টেম ভাইরোলজির গবেষক জাম্পেই ইতো বলেছেন, "আমাদের পাওয়া তথ্য থেকে জানা যায় যে এক্সবিবি.1.5 দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ৷"

এক্সবিবি.1.5 এর কারণে পরবর্তী মহামারী বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন ডিভিশন অফ সিস্টেম ভাইরোলজির অধ্যাপক কেই সাতো ৷ তিনি বলেছেন, জনস্বাস্থ্য রক্ষার জন্য এই ভ্যারিয়েন্টকে সাবধানে পর্যবেক্ষণ করা প্রয়োজন ৷ গবেষকরা দেখেছেন যে, এক্সবিবি.1.5 ভ্যারিয়েন্টটির স্পাইক (এস) প্রোটিনে একটি অভিনব রূপান্তর রয়েছে ৷ এস প্রোটিন ভাইরাসের মানব কোষের আক্রমণকে সহজতর করে ।

সিউডোভাইরাস ব্যবহার করে আরও পরীক্ষায় দেখা গিয়েছে যে, এক্সবিবি.1.5 এর এক্সবিবি.1 এর তুলনায় প্রায় 3-গুণ বেশি সংক্রমণ ক্ষমতা রয়েছে । এক্সবিবি.1.5 এস প্রোটিনটি বিএ.2/বিএ.5 সাব ভ্যারিয়েন্টগুলির সঙ্গে যুগান্তকারী সংক্রমণের মাধ্যমে অ্যান্টিবডিগুলির জন্য অত্যন্ত প্রতিরোধী বলেও দেখা গিয়েছে । বিএ.2/বিএ.5 সাবভ্যারিয়েন্টের পূর্বে সংক্রমিত রোগীরা এক্সবিবি.1.5 এর বিরুদ্ধে শক্তিশালী অনাক্রম্যতা দেখাতে পারে না, তাঁদের সংক্রমণ এবং রোগের সম্ভাবনা বৃদ্ধি পায় ।

আরও পড়ুন: 4 মাস বাদে করোনা আক্রান্ত সাতশোর বেশি, ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ

ডিভিশন অফ সিস্টেম ভাইরোলজি,মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ইউসুকে কসুগি বলেছেন, "আমাদের ভাইরোলজিক্যাল পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করে যে, কেন ওমিক্রন এক্সবিবি.1.5 ভ্যারিয়েন্ট অতীতের ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সংক্রমণ ঘটাতে সক্ষম ৷ এই ভ্যারিয়েন্ট মানুষের এসিই2 এর সঙ্গে শক্তিশালী বন্ধনের ক্ষমতা অর্জন করেছে এবং অ্যান্টিবডিগুলিকে প্রতিহত করার ক্ষমতা অর্জন করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.