ETV Bharat / international

NASA Satellite Reenter: আকাশে অবসর ! পৃথিবীর মাটিতে আছড়ে পড়বে নাসার কৃত্রিম উপগ্রহ ?

1984 সালে মহাকাশে গিয়েছিল সে ৷ 21 বছর চাকরি করেছে ৷ কাজ শেষে অবসর ৷ প্রায় চার দশক মহাকাশে ঘোরাঘুরির পর ফিরে আসছে কৃত্রিম উপগ্রহ (A 2.5 ton weighing satellite of NASA will reenter earth's atmosphere on Sunday night) ৷ ওজন কয়েক টন ৷

author img

By

Published : Jan 7, 2023, 8:59 AM IST

NASA Satellite ERBS
নাসার উপগ্রহ ইআরবিএস

ফ্লোরিডা, 7 জানুয়ারি: মাথায় আকাশ ভেঙে পড়বে না ! তবে নেমে আসছে কৃত্রিম উপগ্রহ ৷ বহু বছর আগে অবসর নিয়েছে নাসার এই উপগ্রহটি ৷ তাই কাজের সময় শেষ ! এবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে সে ৷ তারপর আছড়ে পড়বে মাটিতে ৷ তবে এতে ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন একটা জোরালো নয় বলে জানিয়েছে মার্কিন মহাজাগতিক গবেষণা সংস্থা (National Aeronautics and Space Administration, NASA) ৷

1984 সালের 5 অক্টোবর স্পেস শাটল চ্যালেঞ্জার থেকে উৎপেক্ষণ করা হয়েছিল 'আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট' বা ইআরবিএসকে (Earth Radiation Budget Satellite, ERBS) ৷ এরপর 38 বছর কেটে গিয়েছে ৷ 5 জানুয়ারি, মার্কিন প্রতিরক্ষা দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, 5 হাজার 400 পাউন্ড ওজনের এই স্যাটেলাইটটি 8 জানুয়ারি ইএসটি (Eastern Standard Time) সন্ধে 6.40 মিনিট নাগাদ পৃথিবীর বায়ুস্তরে ঢুকবে ৷ নাসা এবং প্রতিরক্ষা দফতর পরিস্থিতির দিকে নজর রাখবে এবং সময়ে সময়ে তা জানাবে (NASA Earth Radiation Budget Satellite, launched in 1984 will expected to reenter Earth’s atmosphere) ৷

আরও পড়ুন: ইতিহাস গড়ে নিরাপদে চাঁদ থেকে ফিরল নাসার ওরিয়ন ক্যাপসুল

ইআরবিএসকে মহাকাশে পাঠানো হয়েছিল পৃথিবী আর সূর্যের মধ্যে শক্তির আদানপ্রদানের বিষয়টি খতিয়ে দেখতে ৷ কীভাবে সূর্য থেকে পৃথিবীতে শক্তি আসছে ৷ সেই শক্তির ঠিক কতটা পৃথিবী শোষণ করছে এবং কতটা ছড়িয়ে দিচ্ছে, সেই সব মাপজোক ৷ অবসর নেওয়ার আগে প্রথম 21 বছর ধরে ইআরবিএস খুব মন দিয়ে স্ট্রেটোসফিয়ারে ওজন স্তর, জলীয় বাষ্প, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং বায়ুকণার হিসেবনিকেশ করেছে ৷ নাসাকে সে সব পাঠিয়েছে ৷

নাসা কৃত্রিম উপগ্রহগুলিকে সাধারণত এভাবেই তৈরি করে, যাতে পৃথিবীতে আসার পথে তা পুড়ে ছাই হয়ে যায় ৷ কিন্তু কয়েকটি উপগ্রহ কোনও ভাবে পৃথিবীর বায়ুস্তরে প্রবেশ করতে সক্ষম হয় ৷ তবে এক্ষেত্রে এই গ্রহের কোনও বাসিন্দার ক্ষতি হওয়ার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছে নাসা ৷

ইআরবিএস তার দু'বছরের চাকরি জীবনেরও অনেক বেশি সময় কাজ করে গিয়েছে ৷ 2005 সালে অবসর নেয় এই কৃত্রিম উপগ্রহটি ৷ সৌরজগতে একমাত্র এই গ্রহে থাকা মানুষের কাজকর্মের সঙ্গে পৃথিবীর তেজস্ক্রিয়তার সম্পর্ক কী- এ বিষয়ে পর্যবেক্ষণ করে গবেষকদের সাহায্য করেছে অবসরপ্রাপ্ত কৃত্রিম উপগ্রহ ইআরবিএস ৷

ফ্লোরিডা, 7 জানুয়ারি: মাথায় আকাশ ভেঙে পড়বে না ! তবে নেমে আসছে কৃত্রিম উপগ্রহ ৷ বহু বছর আগে অবসর নিয়েছে নাসার এই উপগ্রহটি ৷ তাই কাজের সময় শেষ ! এবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে সে ৷ তারপর আছড়ে পড়বে মাটিতে ৷ তবে এতে ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন একটা জোরালো নয় বলে জানিয়েছে মার্কিন মহাজাগতিক গবেষণা সংস্থা (National Aeronautics and Space Administration, NASA) ৷

1984 সালের 5 অক্টোবর স্পেস শাটল চ্যালেঞ্জার থেকে উৎপেক্ষণ করা হয়েছিল 'আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট' বা ইআরবিএসকে (Earth Radiation Budget Satellite, ERBS) ৷ এরপর 38 বছর কেটে গিয়েছে ৷ 5 জানুয়ারি, মার্কিন প্রতিরক্ষা দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, 5 হাজার 400 পাউন্ড ওজনের এই স্যাটেলাইটটি 8 জানুয়ারি ইএসটি (Eastern Standard Time) সন্ধে 6.40 মিনিট নাগাদ পৃথিবীর বায়ুস্তরে ঢুকবে ৷ নাসা এবং প্রতিরক্ষা দফতর পরিস্থিতির দিকে নজর রাখবে এবং সময়ে সময়ে তা জানাবে (NASA Earth Radiation Budget Satellite, launched in 1984 will expected to reenter Earth’s atmosphere) ৷

আরও পড়ুন: ইতিহাস গড়ে নিরাপদে চাঁদ থেকে ফিরল নাসার ওরিয়ন ক্যাপসুল

ইআরবিএসকে মহাকাশে পাঠানো হয়েছিল পৃথিবী আর সূর্যের মধ্যে শক্তির আদানপ্রদানের বিষয়টি খতিয়ে দেখতে ৷ কীভাবে সূর্য থেকে পৃথিবীতে শক্তি আসছে ৷ সেই শক্তির ঠিক কতটা পৃথিবী শোষণ করছে এবং কতটা ছড়িয়ে দিচ্ছে, সেই সব মাপজোক ৷ অবসর নেওয়ার আগে প্রথম 21 বছর ধরে ইআরবিএস খুব মন দিয়ে স্ট্রেটোসফিয়ারে ওজন স্তর, জলীয় বাষ্প, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং বায়ুকণার হিসেবনিকেশ করেছে ৷ নাসাকে সে সব পাঠিয়েছে ৷

নাসা কৃত্রিম উপগ্রহগুলিকে সাধারণত এভাবেই তৈরি করে, যাতে পৃথিবীতে আসার পথে তা পুড়ে ছাই হয়ে যায় ৷ কিন্তু কয়েকটি উপগ্রহ কোনও ভাবে পৃথিবীর বায়ুস্তরে প্রবেশ করতে সক্ষম হয় ৷ তবে এক্ষেত্রে এই গ্রহের কোনও বাসিন্দার ক্ষতি হওয়ার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছে নাসা ৷

ইআরবিএস তার দু'বছরের চাকরি জীবনেরও অনেক বেশি সময় কাজ করে গিয়েছে ৷ 2005 সালে অবসর নেয় এই কৃত্রিম উপগ্রহটি ৷ সৌরজগতে একমাত্র এই গ্রহে থাকা মানুষের কাজকর্মের সঙ্গে পৃথিবীর তেজস্ক্রিয়তার সম্পর্ক কী- এ বিষয়ে পর্যবেক্ষণ করে গবেষকদের সাহায্য করেছে অবসরপ্রাপ্ত কৃত্রিম উপগ্রহ ইআরবিএস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.