ETV Bharat / international

North Korea: জাপানের আকাশে উত্তর কোরিয়ার মিসাইল, জারি সতর্কতা - জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ উত্তর কোরিয়া (North Korea) ৷ যা জাপানের (Japan) আকাশসীমা পেরিয়ে প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) গিয়ে পড়ে ৷ এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

north-korea-sends-missile-soaring-over-japan-in-escalation
North Korea: জাপানের আকাশে উত্তর কোরিয়ার মিসাইল, জারি সতর্কতা
author img

By

Published : Oct 4, 2022, 12:33 PM IST

সিওল (দক্ষিণ কোরিয়া), 4 অক্টোবর : মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে গিয়ে বিতর্ক তৈরি করল উত্তর কোরিয়া (North Korea) ৷ মঙ্গলবার ওই মিসাইলের উৎক্ষেপণ করা হয়েছে জাপানের (Japan) উপর দিয়ে ৷ আর সেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক ৷ অভিযোগ, এভাবে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের নামে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) মিত্র দেশগুলির উপর হামলা করতে চাইছে কিম জং উনের দেশ ৷

হাসং-12 নামে মাঝারি পাল্লার ওই ব্যালিস্টিক মিসাইলটি (Intermediate Range Ballistic Missile) মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়াম অঞ্চল পর্যন্ত যেতে পারবে ৷ জানুয়ারির পর এই মিসাইল উৎক্ষেপণকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ তাছাড়া 2017 সালের পর এই প্রথম জাপানের উপর দিয়ে কোনও মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া ৷ জাপানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে যে ওই দেশের আকাশসীমা পেরিয়ে ওই মিসাইলটি প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) কোনও অংশে গিয়ে পড়ে ৷

এর জেরে জাপানে জে সতর্কতা জারি করা হয়েছে ৷ দেশের উত্তর পূর্ব অংশের বাড়িগুলি থেকে বাসিন্দাদের বের করে আনা হয়েছে ৷ 2017 সালেও একই জে সতর্কতা জারি করা হয়েছিল ৷ হোক্কাইডো ও আমোরির মধ্যে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয় ৷ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japanese Prime Minister Fumio Kishida) এর প্রতিবাদে সরব হয়েছেন ৷

জাপানের মুখ্য ক্যাবিনেট সচিব হিরোকাজু মাটসুনো জানিয়েছেন, উত্তর কোরিয়ার ওই মিসাইল জাপানের আকাশসীমায় 22 মিনিট ছিল ৷ যা উড়ে গিয়েছে ওই দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপর দিয়ে ৷ তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ অন্যদিকে দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়েছে ওই মিসাইল উত্তর কোরিয়ার নর্দান আইল্যান্ড এলাকা থেকে ছোড়া হয় ৷ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠকও ডাকেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল (South Korea President Yoon Suk Yeol) ৷

জাপানে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সেনা মহড়া হয় ৷ মনে করা হচ্ছে গত দশদিনে তারই পালটা হিসেবে মোট পাঁচটি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া ৷ আগের চারটে কম পাল্লার ছিল ৷ তাই কোরিয়ান পেনিনসুলা ও জাপানের মধ্যবর্তী স্থানে পড়ে ৷ তবে পঞ্চম মিসাইলের পাল্লা বেশি হওয়ায়, তা জাপান পেরিয়ে যায় ৷

আরও পড়ুন : নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

সিওল (দক্ষিণ কোরিয়া), 4 অক্টোবর : মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে গিয়ে বিতর্ক তৈরি করল উত্তর কোরিয়া (North Korea) ৷ মঙ্গলবার ওই মিসাইলের উৎক্ষেপণ করা হয়েছে জাপানের (Japan) উপর দিয়ে ৷ আর সেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক ৷ অভিযোগ, এভাবে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের নামে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) মিত্র দেশগুলির উপর হামলা করতে চাইছে কিম জং উনের দেশ ৷

হাসং-12 নামে মাঝারি পাল্লার ওই ব্যালিস্টিক মিসাইলটি (Intermediate Range Ballistic Missile) মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়াম অঞ্চল পর্যন্ত যেতে পারবে ৷ জানুয়ারির পর এই মিসাইল উৎক্ষেপণকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ তাছাড়া 2017 সালের পর এই প্রথম জাপানের উপর দিয়ে কোনও মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া ৷ জাপানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে যে ওই দেশের আকাশসীমা পেরিয়ে ওই মিসাইলটি প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) কোনও অংশে গিয়ে পড়ে ৷

এর জেরে জাপানে জে সতর্কতা জারি করা হয়েছে ৷ দেশের উত্তর পূর্ব অংশের বাড়িগুলি থেকে বাসিন্দাদের বের করে আনা হয়েছে ৷ 2017 সালেও একই জে সতর্কতা জারি করা হয়েছিল ৷ হোক্কাইডো ও আমোরির মধ্যে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয় ৷ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japanese Prime Minister Fumio Kishida) এর প্রতিবাদে সরব হয়েছেন ৷

জাপানের মুখ্য ক্যাবিনেট সচিব হিরোকাজু মাটসুনো জানিয়েছেন, উত্তর কোরিয়ার ওই মিসাইল জাপানের আকাশসীমায় 22 মিনিট ছিল ৷ যা উড়ে গিয়েছে ওই দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপর দিয়ে ৷ তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ অন্যদিকে দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়েছে ওই মিসাইল উত্তর কোরিয়ার নর্দান আইল্যান্ড এলাকা থেকে ছোড়া হয় ৷ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠকও ডাকেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল (South Korea President Yoon Suk Yeol) ৷

জাপানে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সেনা মহড়া হয় ৷ মনে করা হচ্ছে গত দশদিনে তারই পালটা হিসেবে মোট পাঁচটি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া ৷ আগের চারটে কম পাল্লার ছিল ৷ তাই কোরিয়ান পেনিনসুলা ও জাপানের মধ্যবর্তী স্থানে পড়ে ৷ তবে পঞ্চম মিসাইলের পাল্লা বেশি হওয়ায়, তা জাপান পেরিয়ে যায় ৷

আরও পড়ুন : নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.