ETV Bharat / international

S Jaishankar in UNSC: সন্ত্রাসবাদ নিয়ে নাম না করে চিন-পাকিস্তানকে কড়া বার্তা বিদেশ মন্ত্রীর - এস জয়শঙ্কর

রাষ্ট্রসংঘের বার্ষিক সাধারণ সভায় (UNSC General Assembly) সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান এবং তার সহযোগী দেশ চিনকে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ৷ যেখানে তিনি জানান, সন্ত্রাসবাদকে যারা প্রশ্রয় দেয়, তারা নিজেদের স্বার্থে সেটা করে থাকে ৷

No Justification for Any Act of Terrorism S Jaishankar in UNSC General Assembly
No Justification for Any Act of Terrorism S Jaishankar in UNSC General Assembly
author img

By

Published : Sep 25, 2022, 12:58 PM IST

রাষ্ট্রসংঘ, 25 সেপ্টেম্বর: সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্রসংঘের বার্ষিক সাধারণ সভায় চিন ও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷ ইউএন এর সাধারণ সভার (UNSC General Assembly) ভাষণে বিদেশ মন্ত্রী বলেন, ‘‘কোনও উদ্দেশ্য যতই পবিত্র হোক না কেন, কোনও দেশ যদি সন্ত্রাসবাদকে মদত দেয়, তাহলে তার ফলে হওয়া রক্তক্ষরণকে কখনই চাপা দিয়ে রাখা যাবে না ৷’’ জয়শঙ্কর এও বলেন, কেউ কেউ সন্ত্রাসবাদী সংগঠনের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত রাষ্ট্রসংঘের 1267 নং ধারাকে নিয়ে রাজনীতি করছে ৷ আর তা অনেক সময় সেই সব দেশেই বেশি ক্ষতি করছে ৷

প্রসঙ্গত, এই মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আমেরিকা ভারত-সহ বেশ কয়েকটি দেশের সমর্থনে মুম্বইয়ের 26/11-র হামলায় (26/11 Mumbai Attack) যুক্ত থাকার অভিযোগে লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) সদস্য সাজিদ মীরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার আবেদন করেছিল ৷ কিন্তু, চিন নিজের পূর্ণ সদস্যপদের ক্ষমতা ব্যবহার করে সেই প্রস্তাব স্থগিত করে দিয়েছে ৷

জয়শঙ্কর এ দিন বলেন, ‘‘ভারত দীর্ঘদিন ধরে সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং সহ্য করেছে ৷ এ বার ভারত আর সহ্য করবে না ৷’’ তাঁর কথায়, সন্ত্রাসবাদের কোনও অজুহাত হতে পারে না ৷ একমাত্র নিজেদের স্বার্থেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এস জয়শঙ্কর (S Jaishankar) ৷ যা নিয়ে কূটনৈতিকমহলের মত, পাকিস্তানকে এই মন্তব্যের মাধ্যমে কড়া বার্তা দিতে চেয়েছেন বিদেশ মন্ত্রী ৷ সেই সঙ্গে পাকিস্তানকে সবসময় সমর্থন জুগিয়ে চলা চিনকেও একটা বার্তা দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: জঙ্গি কার্যকলাপে মদত জোগায় পাকিস্তান, রাষ্ট্রসংঘে কড়া প্রতিক্রিয়া ভারতের

প্রসঙ্গত, একাধিকবার ভারত, আমেরিকা-সহ বহু দেশ পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসবাদী সংগঠনগুলি ও তার নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব পেশ করা হয়েছিল ৷ কিন্তু, ইসলামাবাদ এবং তার সহকারী দেশ হিসাবে চিন ভেটো প্রয়োগ করে, একাধিকবার সে

রাষ্ট্রসংঘ, 25 সেপ্টেম্বর: সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্রসংঘের বার্ষিক সাধারণ সভায় চিন ও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷ ইউএন এর সাধারণ সভার (UNSC General Assembly) ভাষণে বিদেশ মন্ত্রী বলেন, ‘‘কোনও উদ্দেশ্য যতই পবিত্র হোক না কেন, কোনও দেশ যদি সন্ত্রাসবাদকে মদত দেয়, তাহলে তার ফলে হওয়া রক্তক্ষরণকে কখনই চাপা দিয়ে রাখা যাবে না ৷’’ জয়শঙ্কর এও বলেন, কেউ কেউ সন্ত্রাসবাদী সংগঠনের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত রাষ্ট্রসংঘের 1267 নং ধারাকে নিয়ে রাজনীতি করছে ৷ আর তা অনেক সময় সেই সব দেশেই বেশি ক্ষতি করছে ৷

প্রসঙ্গত, এই মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আমেরিকা ভারত-সহ বেশ কয়েকটি দেশের সমর্থনে মুম্বইয়ের 26/11-র হামলায় (26/11 Mumbai Attack) যুক্ত থাকার অভিযোগে লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) সদস্য সাজিদ মীরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার আবেদন করেছিল ৷ কিন্তু, চিন নিজের পূর্ণ সদস্যপদের ক্ষমতা ব্যবহার করে সেই প্রস্তাব স্থগিত করে দিয়েছে ৷

জয়শঙ্কর এ দিন বলেন, ‘‘ভারত দীর্ঘদিন ধরে সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং সহ্য করেছে ৷ এ বার ভারত আর সহ্য করবে না ৷’’ তাঁর কথায়, সন্ত্রাসবাদের কোনও অজুহাত হতে পারে না ৷ একমাত্র নিজেদের স্বার্থেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এস জয়শঙ্কর (S Jaishankar) ৷ যা নিয়ে কূটনৈতিকমহলের মত, পাকিস্তানকে এই মন্তব্যের মাধ্যমে কড়া বার্তা দিতে চেয়েছেন বিদেশ মন্ত্রী ৷ সেই সঙ্গে পাকিস্তানকে সবসময় সমর্থন জুগিয়ে চলা চিনকেও একটা বার্তা দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: জঙ্গি কার্যকলাপে মদত জোগায় পাকিস্তান, রাষ্ট্রসংঘে কড়া প্রতিক্রিয়া ভারতের

প্রসঙ্গত, একাধিকবার ভারত, আমেরিকা-সহ বহু দেশ পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসবাদী সংগঠনগুলি ও তার নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব পেশ করা হয়েছিল ৷ কিন্তু, ইসলামাবাদ এবং তার সহকারী দেশ হিসাবে চিন ভেটো প্রয়োগ করে, একাধিকবার সে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.