কাঠমান্ডু, 15 জানুয়ারি: ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পা কমল দাহাল প্রচন্ড ৷ পোখরা বিমান দুর্ঘটনার (Pokhara Plane Crash) বিস্তারিত তথ্য জানতেই তিনি ত্রিভুবন বিমানবন্দরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তার আগে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রী ৷ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রক, নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে দ্রুত উদ্ধারকাজ শেষ করতে নির্দেশ দেন (Rescue Operations in Pokhara Plane Crash) ৷ পাশাপাশি, প্রয়োজনীয় সবরকম জরুরি অবস্থা দ্রুত সামাল দিতে বলেন তিনি ৷
আজ সকালে কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে 68 জন যাত্রী ও পাইলট-সহ 4 বিমানকর্মীকে নিয়ে রওনা দেয় ইয়েতি এয়ারলাইনের এআরটি-72 এয়ারক্রাফ্ট ৷ পোখরা বিমানবন্দরে অবতরণের সময়ই বিমানটি সেতি নদীর তীরে ভেঙে পড়ে ৷ এটি পোখরার পুরনো ও নতুন বিমাববন্দরের মাঝে অবস্থিত ৷ রানওয়েতে নামার সময়েই এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ দুর্ঘটনার খবর পেয়ে নেপালের প্রধানমন্ত্রী নিজে উদ্ধারকাজের তদারকি শুরু করেছেন ৷ বিস্তারিত তথ্য পেতে পুষ্পা কমল দাহাল প্রচন্ড কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন ৷
পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক ও নেপালের এজেন্সিগুলির আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ রাখছেন তিনি ৷ দ্রুত যাতে উদ্ধারকাজ শেষ হয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি ৷ এদিন সকাল 10টা 33 মিনিটে কাঠমান্ডু থেকে রওনা দিয়েছিল ইয়েতি এয়ারলাইনের বিমানটি ৷ কিন্তু, অবতরণের আগেই সেটি দুর্ঘটনার কবলে পরে ৷
আরও পড়ুন: নেপালে বিমান দুর্ঘটনায় 16 দেহ উদ্ধার, যাত্রী-ক্রু মিলিয়ে ছিলেন 72 জন
জানা গিয়েছে, 68 জন যাত্রীর মধ্যে বিমানে 10 জন বিদেশি ছিলেন ৷ যার মধ্যে 5 জন ভারতীয় বলে জানা যাচ্ছে ৷ সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী, এখনও পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে ৷ উদ্ধারকাজ এখনও চলছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে ৷ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷