ETV Bharat / international

Nawaz Sharif on Economy: 'দেশ চালাতে পাকিস্তান ভিক্ষা করছে অথচ ভারত চাঁদে পাড়ি দিয়েছে', নওয়াজের আক্ষেপ-বার্তা

প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্যের জেরে অস্বস্তি বাড়ল পাকিস্তানের। ভার্চুয়াল মাধ্যমে স্বেচ্ছা নির্বাসনে থাকা নওয়াজ শরিফ জানালেন, পাকিস্তানকে ভিক্ষা করতে হচ্ছে অথচ ভারত চন্দ্রাভিযান থেকে শুরু করে জি20 সম্মেলন- সবই সাফল্যের সঙ্গে করছে!

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 7:07 AM IST

Updated : Sep 20, 2023, 7:41 AM IST

লাহোর, 20 সেপ্টেম্বর: দেশ চালাতে পাকিস্তান ভিক্ষা করছে। আর ভারত চাঁদে পৌছে গিয়েছে, জি20-র মতো সম্মেলনের আয়োজন করে ফেলেছে। এমনই উপলব্ধি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। আর্থিক পরিস্থিতি গত কয়েক বছর ধরেই খারাপ। মূদ্রাস্ফিতির সূচক যথেষ্টই অস্বস্তিকর জায়গায় রয়েছে। এর জন্য পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রনায়কদেরই দুষেছেন নওয়াজ। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে বেশ খানিকটা অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছে কূটনেতিক মহলের একটা বড় অংশ। পাশাপাশি ভারতের জন্যও এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।

আপাতত স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে মঙ্গলবার লাহোরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বক্তব্যের একটি অংশে আক্ষেপের সুরে তিনি প্রশ্ন করেন, "আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কাছে হাত পাতছেন। আর ভারত চন্দ্রাভিযানে সাফল্য পেয়েছে। জি2o-র মতো সম্মেলনও আয়োজন করেছে। এই সাফল্য পাকিস্তান কেন পায়নি? এই ব্যর্থতার দায় কার?" এরপরই পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রনায়কদের কাঠগড়ায় তোলেন নওয়াজ।

একই সঙ্গে তাঁর দাবি নয়ের দশকে সরকারে থাকার সময় তিনি যে আর্থিক সংস্কারের পথে হেঁটেছিলেন সেই ধরনের নীতি অনুসরণ করেই ভারতের অর্থনীতি মজবুত হয়েছে। ভারতের আর্থিক উন্নতি কত দ্রুত হয়েছে তা বোঝাতে অটলবিহারী বাজপেয়ীর সরকারের উদাহরণও দেন শরিফ। তাঁর মতে, বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় ভারতের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। বিদেশি মুদ্রার ভাণ্ডারও তেমন শক্তপোক্ত ছিল না। তবে সেখান থেকেই আজ অভাবনীয় উন্নতি করেছে ভারত।

ক্রমশই ভেঙে পড়ছে পাকিস্তানের অর্থনীতি। সাম্প্রতিককালে যে তথ্য উঠে এসেছে তা ভয়াবহ। আর্থিক পরিস্থিতিতে বদল আনতে পাকিস্তানকে 3 মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব অর্থ ভাণ্ডার। তার মধ্যে জুলাই মাসে 1.2 মিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানকে দিয়েছে আইএমএফ। শুধু তাই নয়, আরও নানা ধরনের সাহায্যের জন্য বিশ্বের দরবারে হাত পেতেছে পাকিস্তান। ঠিক এমনই আবহে শরিফের বক্তব্য যে পাকিস্তানের অস্বস্তি বেশ খানিকটা বাড়িযে দেবে তাতে সন্দেহ নেই।

আরও পড়ুন: পাকিস্তানে জ্বালানির দাম ভারতীয় মুদ্রায় 300 পার

লাহোর, 20 সেপ্টেম্বর: দেশ চালাতে পাকিস্তান ভিক্ষা করছে। আর ভারত চাঁদে পৌছে গিয়েছে, জি20-র মতো সম্মেলনের আয়োজন করে ফেলেছে। এমনই উপলব্ধি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। আর্থিক পরিস্থিতি গত কয়েক বছর ধরেই খারাপ। মূদ্রাস্ফিতির সূচক যথেষ্টই অস্বস্তিকর জায়গায় রয়েছে। এর জন্য পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রনায়কদেরই দুষেছেন নওয়াজ। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে বেশ খানিকটা অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছে কূটনেতিক মহলের একটা বড় অংশ। পাশাপাশি ভারতের জন্যও এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।

আপাতত স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে মঙ্গলবার লাহোরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বক্তব্যের একটি অংশে আক্ষেপের সুরে তিনি প্রশ্ন করেন, "আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কাছে হাত পাতছেন। আর ভারত চন্দ্রাভিযানে সাফল্য পেয়েছে। জি2o-র মতো সম্মেলনও আয়োজন করেছে। এই সাফল্য পাকিস্তান কেন পায়নি? এই ব্যর্থতার দায় কার?" এরপরই পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রনায়কদের কাঠগড়ায় তোলেন নওয়াজ।

একই সঙ্গে তাঁর দাবি নয়ের দশকে সরকারে থাকার সময় তিনি যে আর্থিক সংস্কারের পথে হেঁটেছিলেন সেই ধরনের নীতি অনুসরণ করেই ভারতের অর্থনীতি মজবুত হয়েছে। ভারতের আর্থিক উন্নতি কত দ্রুত হয়েছে তা বোঝাতে অটলবিহারী বাজপেয়ীর সরকারের উদাহরণও দেন শরিফ। তাঁর মতে, বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় ভারতের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। বিদেশি মুদ্রার ভাণ্ডারও তেমন শক্তপোক্ত ছিল না। তবে সেখান থেকেই আজ অভাবনীয় উন্নতি করেছে ভারত।

ক্রমশই ভেঙে পড়ছে পাকিস্তানের অর্থনীতি। সাম্প্রতিককালে যে তথ্য উঠে এসেছে তা ভয়াবহ। আর্থিক পরিস্থিতিতে বদল আনতে পাকিস্তানকে 3 মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব অর্থ ভাণ্ডার। তার মধ্যে জুলাই মাসে 1.2 মিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানকে দিয়েছে আইএমএফ। শুধু তাই নয়, আরও নানা ধরনের সাহায্যের জন্য বিশ্বের দরবারে হাত পেতেছে পাকিস্তান। ঠিক এমনই আবহে শরিফের বক্তব্য যে পাকিস্তানের অস্বস্তি বেশ খানিকটা বাড়িযে দেবে তাতে সন্দেহ নেই।

আরও পড়ুন: পাকিস্তানে জ্বালানির দাম ভারতীয় মুদ্রায় 300 পার

Last Updated : Sep 20, 2023, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.