ETV Bharat / international

পাকিস্তানে নির্বাচনের আগে দেশ ছাড়তে পারেন শরিফ, দাবি প্রবীণ নেতা এহসানের - Aitzaz Ahsan

Nawaz Sharif: পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগে দেশ ছাড়তে পারেন নওয়াজ শরিফ ৷ এমনই দাবি করলেন সে দেশের প্রবীণ নেতা আয়েতজাজ এহসান ৷

Nawaz Sharif
নওয়াজ শরিফ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 11:31 AM IST

ইসলামাবাদ, 31 ডিসেম্বর: পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনের আগে আবারও দেশ ছেড়ে চলে যেতে পারেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সুপ্রিমো নওয়াজ শরিফ ৷ তিনি বিদেশ থেকেই ভোটের ফলাফল ট্র্যাক করতে পারেন ৷ এমনই দাবি করলেন সে দেশের প্রবীণ রাজনীতিবিদ এবং শীর্ষ আইনজীবী আয়েতজাজ এহসান ৷ এক্সপ্রেস ট্রিবিউনে এই খবর প্রকাশিত হয়েছে । শুক্রবার একটি বেসরকারি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন এহসান ৷

উল্লেখ্য, পিএমএল-এন নেতা এখন বিদেশেই আছেন বলে জানিয়ে এহসান বলেছেন, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়েও নওয়াজের অনুপস্থিতির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না । এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, এহসান আরও দাবি করেছেন যে, জেইউআই-এফ নেতা মৌলানা ফজলুর রহমানের নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ থেকে তিনি এক ধাপ পিছিয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন এহসান ৷ তিনি বলেন, "দুটি ড্রাম পিটানো হয় -- জয়ের বা পশ্চাদপসরণের - ফজল মনে হয় পশ্চাদপসরণের ড্রাম বাজাচ্ছে ৷"

এর আগে, নওয়াজকে 'লাডলা' (সুবিধাপ্রাপ্ত) হিসাবে চিহ্নিত করেছিলেন এহসান ৷ পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এবং অন্তর্বর্তী সরকারকে আসন্ন নির্বাচনে নওয়াজ শরিফের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রচেষ্টার জন্য অভিযুক্ত করেছিলেন তিনি ৷ নওয়াজ চার বছরের স্ব-আরোপিত নির্বাসনে ছিলেন এবং 21 অক্টোবর পাকিস্তানে ফিরে আসেন । তাঁর স্বদেশে ফিরে আসার পর, তিনি প্রতিশোধ চাওয়ার প্রতি অনাগ্রহ প্রকাশ করেন এবং অগ্রগতির দিকে একটি নতুন পথে যাত্রা করার উপর জোর দেন ।

পিটিআই এবং ইসিপি-এর মধ্যে চলমান দ্বন্দ্বের কথা তুলে ধরে এহসান নির্বাচনী সংস্থার সমালোচনা করেছেন । তিনি ইসিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং পরামর্শ দেন যে এই সংস্থাকে বিতর্কে জড়ানোর পরিবর্তে নির্বাচন পরিচালনার দিকে মনোনিবেশ করা উচিত ৷ এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে ।

পেশোয়ার হাইকোর্টের (পিএইচসি) রায়কে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের নির্বাচনী প্রতীক পুনঃপ্রতিষ্ঠার যে সিদ্ধান্ত ইসিপি নিয়েছে, তার সমালোচনা করেছেন এহসান । ইসিপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি । তাঁর প্রশ্ন, ইসিপি নির্বাচন করছে নাকি তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ? পিএইচসি-র নির্দেশ মেনে চলতে কমিশনের অনিচ্ছা রয়েছে বলেও দাবি করেন এহসান ৷ (সংবাদসংস্থা এএনআই)

আরও পড়ুন:

'কার্গিল দখলের বিরোধিতা করেছিলাম, তাই পারভেজ মুশারফ গদিচ্যুত করেন', দাবি নওয়াজ শরিফের

স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দীর্ঘ চার বছর পর দেশে ফিরলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

'দেশ চালাতে পাকিস্তান ভিক্ষা করছে অথচ ভারত চাঁদে পাড়ি দিয়েছে', নওয়াজের আক্ষেপ-বার্তা

ইসলামাবাদ, 31 ডিসেম্বর: পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনের আগে আবারও দেশ ছেড়ে চলে যেতে পারেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সুপ্রিমো নওয়াজ শরিফ ৷ তিনি বিদেশ থেকেই ভোটের ফলাফল ট্র্যাক করতে পারেন ৷ এমনই দাবি করলেন সে দেশের প্রবীণ রাজনীতিবিদ এবং শীর্ষ আইনজীবী আয়েতজাজ এহসান ৷ এক্সপ্রেস ট্রিবিউনে এই খবর প্রকাশিত হয়েছে । শুক্রবার একটি বেসরকারি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন এহসান ৷

উল্লেখ্য, পিএমএল-এন নেতা এখন বিদেশেই আছেন বলে জানিয়ে এহসান বলেছেন, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়েও নওয়াজের অনুপস্থিতির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না । এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, এহসান আরও দাবি করেছেন যে, জেইউআই-এফ নেতা মৌলানা ফজলুর রহমানের নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ থেকে তিনি এক ধাপ পিছিয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন এহসান ৷ তিনি বলেন, "দুটি ড্রাম পিটানো হয় -- জয়ের বা পশ্চাদপসরণের - ফজল মনে হয় পশ্চাদপসরণের ড্রাম বাজাচ্ছে ৷"

এর আগে, নওয়াজকে 'লাডলা' (সুবিধাপ্রাপ্ত) হিসাবে চিহ্নিত করেছিলেন এহসান ৷ পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এবং অন্তর্বর্তী সরকারকে আসন্ন নির্বাচনে নওয়াজ শরিফের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রচেষ্টার জন্য অভিযুক্ত করেছিলেন তিনি ৷ নওয়াজ চার বছরের স্ব-আরোপিত নির্বাসনে ছিলেন এবং 21 অক্টোবর পাকিস্তানে ফিরে আসেন । তাঁর স্বদেশে ফিরে আসার পর, তিনি প্রতিশোধ চাওয়ার প্রতি অনাগ্রহ প্রকাশ করেন এবং অগ্রগতির দিকে একটি নতুন পথে যাত্রা করার উপর জোর দেন ।

পিটিআই এবং ইসিপি-এর মধ্যে চলমান দ্বন্দ্বের কথা তুলে ধরে এহসান নির্বাচনী সংস্থার সমালোচনা করেছেন । তিনি ইসিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং পরামর্শ দেন যে এই সংস্থাকে বিতর্কে জড়ানোর পরিবর্তে নির্বাচন পরিচালনার দিকে মনোনিবেশ করা উচিত ৷ এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে ।

পেশোয়ার হাইকোর্টের (পিএইচসি) রায়কে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের নির্বাচনী প্রতীক পুনঃপ্রতিষ্ঠার যে সিদ্ধান্ত ইসিপি নিয়েছে, তার সমালোচনা করেছেন এহসান । ইসিপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি । তাঁর প্রশ্ন, ইসিপি নির্বাচন করছে নাকি তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ? পিএইচসি-র নির্দেশ মেনে চলতে কমিশনের অনিচ্ছা রয়েছে বলেও দাবি করেন এহসান ৷ (সংবাদসংস্থা এএনআই)

আরও পড়ুন:

'কার্গিল দখলের বিরোধিতা করেছিলাম, তাই পারভেজ মুশারফ গদিচ্যুত করেন', দাবি নওয়াজ শরিফের

স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দীর্ঘ চার বছর পর দেশে ফিরলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

'দেশ চালাতে পাকিস্তান ভিক্ষা করছে অথচ ভারত চাঁদে পাড়ি দিয়েছে', নওয়াজের আক্ষেপ-বার্তা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.