ETV Bharat / international

NASA Spots Moon Crater: রাশিয়ার লুনা 25 ভেঙে পড়ে গর্ত চাঁদের মাটিতে ! ছবি পেল নাসার মহাকাশযান

Moon crater likely caused by Russia's Luna 25: অবতরণের সময় লুনা 25 একটি অসামঞ্জস্যতার সম্মুখীন হয় এবং 19 অগস্ট চাঁদের পৃষ্ঠে ভেঙে পড়ে ৷ তার ফলে চাঁদের পৃষ্ঠে একটি নতুন গর্ত তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ সে রকমই একটি ছবি পেয়েছে নাসার লুনার রিকনেসেন্স অরবিটার (এলআরও)৷

NASA Spots Moon Crater
গর্ত চাঁদের মাটিতে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 6:44 PM IST

ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর: চাঁদের পৃষ্ঠে একটি নতুন গর্তের চিত্র পেয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা ৷ শুক্রবার তারা জানিয়েছে যে, তার লুনার রিকনেসেন্স অরবিটার (এলআরও) মহাকাশযান চাঁদের পৃষ্ঠে একটি নতুন গর্তের চিত্র পেয়েছে ৷ সম্ভবত রাশিয়ার লুনা 25 মিশনের প্রভাবে সেই গর্তের সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

টাস নিউজ এজেন্সি জানিয়েছে, 11 অগস্ট মস্কোর সময় সকাল 2:10-এ রাশিয়ার ভোস্টোচনি উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি সোইউজ-2.1বি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল লুনা-25 ৷ রাশিয়ার লুনা ল্যান্ডার মিশন ভারতের চন্দ্রযান-3-এর সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে থাকবে বলে আশা করা হয়েছিল । যদিও অবতরণের সময় লুনা 25 একটি অসামঞ্জস্যতার সম্মুখীন হয় এবং সেই কারণে এটি 19 অগস্ট চাঁদের পৃষ্ঠে ভেঙে পড়ে ৷

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস 21 অগস্ট ইমপ্যাক্ট পয়েন্টের একটি অনুমান প্রকাশ করেছে । এলআরও 2022 সালের জুন মাসে ওই এলাকার ছবি নিয়েছিল ৷ সেই তারিখের পরই চাঁদের পৃষ্ঠে নতুন গর্ত তৈরি হয় । যেহেতু এই নতুন গর্তটি লুনা 25 ভেঙে পড়ার আনুমানিক স্থানের কাছাকাছি, তাই এলআরও টিম এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, প্রাকৃতিক প্রভাবে নয়, হয়তো সেই মিশনের প্রভাবেই চাঁদের পৃষ্ঠে ওই গর্ত তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: মহাকাশে দেশের প্রথম সৌর অভিযানের কাউন্টডাউন শুরু, পুজো দিয়ে সাফল্য প্রার্থনা ইসরো প্রধানের

নাসার এলআরও জানিয়েছে, "নতুন গর্তটি প্রায় 10 মিটার ব্যাসের এবং এটি 57.865 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এবং 61.360 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে প্রায় মাইনাস 360 মিটার উচ্চতায় অবস্থিত ৷"

রাশিয়া 47 বছর পর লুনা 25 ল্যান্ডার মিশন নিয়ে চাঁদে ফিরে যাওয়ার লক্ষ্য নিয়েছিল । এর শেষ চন্দ্র মিশন লুনা-24 প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন আমলে 1976 সালে হয়েছিল । ইতিমধ্যে রসকসমস 2027 সালের জন্য লুনা-26 এবং 2028-এর জন্য লুনা-27, 2030 বা তার পরে লুনা-28-এর পরিকল্পনা করেছে । দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং চিন ও অন্যান্য দেশের মতোই একটি মনুষ্যবাহী মিশন এবং একটি চন্দ্র ঘাঁটি নির্মাণের লক্ষ্যে রয়েছে । (সংবাদসংস্থা আইএএনএস)

ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর: চাঁদের পৃষ্ঠে একটি নতুন গর্তের চিত্র পেয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা ৷ শুক্রবার তারা জানিয়েছে যে, তার লুনার রিকনেসেন্স অরবিটার (এলআরও) মহাকাশযান চাঁদের পৃষ্ঠে একটি নতুন গর্তের চিত্র পেয়েছে ৷ সম্ভবত রাশিয়ার লুনা 25 মিশনের প্রভাবে সেই গর্তের সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

টাস নিউজ এজেন্সি জানিয়েছে, 11 অগস্ট মস্কোর সময় সকাল 2:10-এ রাশিয়ার ভোস্টোচনি উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি সোইউজ-2.1বি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল লুনা-25 ৷ রাশিয়ার লুনা ল্যান্ডার মিশন ভারতের চন্দ্রযান-3-এর সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে থাকবে বলে আশা করা হয়েছিল । যদিও অবতরণের সময় লুনা 25 একটি অসামঞ্জস্যতার সম্মুখীন হয় এবং সেই কারণে এটি 19 অগস্ট চাঁদের পৃষ্ঠে ভেঙে পড়ে ৷

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস 21 অগস্ট ইমপ্যাক্ট পয়েন্টের একটি অনুমান প্রকাশ করেছে । এলআরও 2022 সালের জুন মাসে ওই এলাকার ছবি নিয়েছিল ৷ সেই তারিখের পরই চাঁদের পৃষ্ঠে নতুন গর্ত তৈরি হয় । যেহেতু এই নতুন গর্তটি লুনা 25 ভেঙে পড়ার আনুমানিক স্থানের কাছাকাছি, তাই এলআরও টিম এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, প্রাকৃতিক প্রভাবে নয়, হয়তো সেই মিশনের প্রভাবেই চাঁদের পৃষ্ঠে ওই গর্ত তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: মহাকাশে দেশের প্রথম সৌর অভিযানের কাউন্টডাউন শুরু, পুজো দিয়ে সাফল্য প্রার্থনা ইসরো প্রধানের

নাসার এলআরও জানিয়েছে, "নতুন গর্তটি প্রায় 10 মিটার ব্যাসের এবং এটি 57.865 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এবং 61.360 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে প্রায় মাইনাস 360 মিটার উচ্চতায় অবস্থিত ৷"

রাশিয়া 47 বছর পর লুনা 25 ল্যান্ডার মিশন নিয়ে চাঁদে ফিরে যাওয়ার লক্ষ্য নিয়েছিল । এর শেষ চন্দ্র মিশন লুনা-24 প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন আমলে 1976 সালে হয়েছিল । ইতিমধ্যে রসকসমস 2027 সালের জন্য লুনা-26 এবং 2028-এর জন্য লুনা-27, 2030 বা তার পরে লুনা-28-এর পরিকল্পনা করেছে । দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং চিন ও অন্যান্য দেশের মতোই একটি মনুষ্যবাহী মিশন এবং একটি চন্দ্র ঘাঁটি নির্মাণের লক্ষ্যে রয়েছে । (সংবাদসংস্থা আইএএনএস)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.