ETV Bharat / international

NASA Dart Hits into Asteroid: সফল পরীক্ষণ ! পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুর গতিপথ বদল করল নাসার ‘ডার্ট’

বড় বিপদ থেকে রক্ষা পেল পৃথিবী ৷ মহাকাশ বিচরণকারী একটি গ্রহাণু, যার গতিপথ ছিল পৃথিবীর দিকে ৷ সেই গ্রহাণুর গতিপথ বদলে দিল নাসার নিক্ষেপ করা ‘ডার্ট’ মহাকাশযান (NASA Spacecraft Dart Hits into Asteroid) ৷

NASA Spacecraft Dart Hits into Asteroid in Defense Test
NASA Spacecraft Dart Hits into Asteroid in Defense Test
author img

By

Published : Sep 27, 2022, 9:55 AM IST

Updated : Sep 27, 2022, 10:32 AM IST

কেপ ক্যানাভেরাল, 27 সেপ্টেম্বর: পৃথিবীর দিকে ধেয়ে আসা এক গ্রহাণুর গতিপথ সফলভাবে বদলে দিল নাসার ‘ডার্ট’ মহাকাশযান (NASA Spacecraft Dart Hits into Asteroid) ৷ তীব্র গতিতে সেই গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছিল ৷ এটি ভূপৃষ্ঠে আছড়ে পড়লে পৃথিবীবাসীর সমূহ বিপদ ছিল ৷ সেই গ্রহাণুর গতিপথ বদল করতে 10 মাস আগে নাসা পরীক্ষামূলকভাবে সেই গ্রহাণুটির গতিপথ বদল করতে ‘ডার্ট’ নামের ওই মহাকাশযান (NASA Spacecraft) নিক্ষেপ করা হয় ৷ এ দিন ভারতীয় সময় ভোর প্রায় সাড়ে 4টের সময় সেই মহাকাশযানটি ওই গ্রহাণুকে ধাক্কা মেরেছে (NASA Dart Hits into Asteroid) ৷

আগামী কয়েকমাসে ওই গ্রহাণুটির গতিপথ এবং সংঘর্ষের ফলে তার মধ্যে হওয়ার গর্তের গভীরতা সব পরিমাপ করে বোঝা যাবে যে, এই পরীক্ষা কত শতাংশ সফল হয়েছে ৷ তবে, নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, পরীক্ষামূলক এই অভিযান মোটের উপর সফল হয়েছে ৷ এর ফলে ভবিষ্য পৃথিবীর দিকে যে বিপদ ধেয়ে আসছিল, তা কাটানো সম্ভব হয়েছে ৷

নাসার মহাকাশযানটি ওই গ্রহাণুতে ধাক্কা মারার সময় পৃথিবী থেকে তার দূরত্ব ছিল, 11.3 মিলিয়ন কিলোমিটার ৷ এই অভিযান এবং যে মহাকাশযানটিকে পাঠানো হয় তার নাম রাখা হয়েছিল ডার্ট ৷ সেটি 14 হাজার মাইল প্রতি ঘণ্টার বেগে ওই গ্রহাণুর উপরে আছড়ে পড়েছে ৷ বিজ্ঞানীরা আশা করছেন, এই ডার্টটি গ্রহাণুতে আছড়ে পড়ার পর, বিশাল বড় একটি গর্ত তৈরি করবে ৷ সেই সঙ্গে মহাকাশে টুকরো টুকরো পাথরের স্রোত তৈরি করবে ৷ গ্রহাণুটির চারপাশে ধুলোকণায় ঢেকে যাবে ৷ আর তার ফলেই ওই গ্রহাণুর গতিপথে বদল এসেছে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা ৷

আরও পড়ুন: প্রথমবারের ব্যর্থতা ভুলে মহাকাশে রওনা দিতে প্রস্তুত নাসার প্রথম 'মুন রকেট'

গ্রহাণুর গতিপথ বদলে, নাসার এই সফল ডার্ট নিক্ষেপ আগামী দিনে মহাকাশ থেকে ধেয়ে আসা সবকরম বিপদ থেকে মনুষ্য সমাজকে লড়াই করার একটা পথ খুলে দিল বলে মনে করছেন বিজ্ঞানীরা ৷ আগামী দিনে আরও বড় কোনও গ্রহাণু পৃথিবার জন্য বিপদের কারণ হলে, আরও উন্নতমানের উচ্চক্ষমতা সম্পন্ন ডার্ট নিক্ষেপ করে, সেই বিপদ রোখার চেষ্টা করা যাবে ৷

কেপ ক্যানাভেরাল, 27 সেপ্টেম্বর: পৃথিবীর দিকে ধেয়ে আসা এক গ্রহাণুর গতিপথ সফলভাবে বদলে দিল নাসার ‘ডার্ট’ মহাকাশযান (NASA Spacecraft Dart Hits into Asteroid) ৷ তীব্র গতিতে সেই গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছিল ৷ এটি ভূপৃষ্ঠে আছড়ে পড়লে পৃথিবীবাসীর সমূহ বিপদ ছিল ৷ সেই গ্রহাণুর গতিপথ বদল করতে 10 মাস আগে নাসা পরীক্ষামূলকভাবে সেই গ্রহাণুটির গতিপথ বদল করতে ‘ডার্ট’ নামের ওই মহাকাশযান (NASA Spacecraft) নিক্ষেপ করা হয় ৷ এ দিন ভারতীয় সময় ভোর প্রায় সাড়ে 4টের সময় সেই মহাকাশযানটি ওই গ্রহাণুকে ধাক্কা মেরেছে (NASA Dart Hits into Asteroid) ৷

আগামী কয়েকমাসে ওই গ্রহাণুটির গতিপথ এবং সংঘর্ষের ফলে তার মধ্যে হওয়ার গর্তের গভীরতা সব পরিমাপ করে বোঝা যাবে যে, এই পরীক্ষা কত শতাংশ সফল হয়েছে ৷ তবে, নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, পরীক্ষামূলক এই অভিযান মোটের উপর সফল হয়েছে ৷ এর ফলে ভবিষ্য পৃথিবীর দিকে যে বিপদ ধেয়ে আসছিল, তা কাটানো সম্ভব হয়েছে ৷

নাসার মহাকাশযানটি ওই গ্রহাণুতে ধাক্কা মারার সময় পৃথিবী থেকে তার দূরত্ব ছিল, 11.3 মিলিয়ন কিলোমিটার ৷ এই অভিযান এবং যে মহাকাশযানটিকে পাঠানো হয় তার নাম রাখা হয়েছিল ডার্ট ৷ সেটি 14 হাজার মাইল প্রতি ঘণ্টার বেগে ওই গ্রহাণুর উপরে আছড়ে পড়েছে ৷ বিজ্ঞানীরা আশা করছেন, এই ডার্টটি গ্রহাণুতে আছড়ে পড়ার পর, বিশাল বড় একটি গর্ত তৈরি করবে ৷ সেই সঙ্গে মহাকাশে টুকরো টুকরো পাথরের স্রোত তৈরি করবে ৷ গ্রহাণুটির চারপাশে ধুলোকণায় ঢেকে যাবে ৷ আর তার ফলেই ওই গ্রহাণুর গতিপথে বদল এসেছে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা ৷

আরও পড়ুন: প্রথমবারের ব্যর্থতা ভুলে মহাকাশে রওনা দিতে প্রস্তুত নাসার প্রথম 'মুন রকেট'

গ্রহাণুর গতিপথ বদলে, নাসার এই সফল ডার্ট নিক্ষেপ আগামী দিনে মহাকাশ থেকে ধেয়ে আসা সবকরম বিপদ থেকে মনুষ্য সমাজকে লড়াই করার একটা পথ খুলে দিল বলে মনে করছেন বিজ্ঞানীরা ৷ আগামী দিনে আরও বড় কোনও গ্রহাণু পৃথিবার জন্য বিপদের কারণ হলে, আরও উন্নতমানের উচ্চক্ষমতা সম্পন্ন ডার্ট নিক্ষেপ করে, সেই বিপদ রোখার চেষ্টা করা যাবে ৷

Last Updated : Sep 27, 2022, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.