ETV Bharat / international

NASA Rocket Launch জ্বালানির ট্যাংক ফুটো হয়ে বিপত্তি, স্থগিত নাসার রকেট উৎক্ষেপণ - মুন রকেট

সোমবারের মতো বাতিল হয়ে গেল মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA)-এর নতুন মুন রকেট আরটেমিস 1 (Artemis1) উৎক্ষেপণ ৷ শেষ মুহূর্তে জ্বালানির ট্যাংক ফুটো হয়ে ঘটে যায় বিপত্তি ৷ সমস্যা দেখা দেয় ইঞ্জিনেও ৷ ফলে স্থগিত করে দিতে হয় অভিযান (NASA Rocket Launch) ৷ পরবর্তী অভিযানের সম্ভাব্য দিন আগামী 2 সেপ্টেম্বর ৷

NASA aborted Rocket Launch due to Fuel leak
NASA Rocket Launch জ্বালানির ট্যাংক ফুটো হয়ে বিপত্তি, স্থগিত নাসার রকেট উৎক্ষেপণ
author img

By

Published : Aug 29, 2022, 7:52 PM IST

কেপ ক্যানাভেরাল (আমেরিকা), 29 অগস্ট: মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA)-এর নতুন 'মুন রকেট' আরটেমিস-1 (Artemis-1)-এর উৎক্ষেপণের প্রস্তুতিতে বিপত্তি ৷ সূত্রের খবর, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলাকালীন রকেটের 'ফুয়েল ট্যাংক'-এ ফুটো ধরা পড়ে ৷ ফলে উৎক্ষেপণ (NASA Rocket Launch) স্থগিত হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় ৷ পরবর্তীতে এদিনের মতো উৎক্ষেপণ বাতিল করে দেওয়া হয় ৷ সবকিছু ঠিক থাকলে আগামী 2 সেপ্টেম্বর ফের রকেটটিকে মহাকাশে পাঠানোর চেষ্টা করা হবে ৷

সূত্রের খবর, নাসা কর্তৃপক্ষ প্রথমে আপ্রাণ চেষ্টা করেছিল, যাতে সমস্যা মিটিয়ে নির্ধারিত সময়েই রকেটটি মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করতে পারে ৷ সংশ্লিষ্ট রকেটটির মহাকাশ উৎক্ষেপণ ব্যবস্থাপনার (Space Launch System) জন্য যে জ্বালানি ট্যাংক রয়েছে, তার ধারণ ক্ষমতা 10 লক্ষ গ্যালন ৷ এদিন সেই ট্যাংকে ফুটো ধরা পড়তেই দফায় দফায় অতি শীতল হাইড্রোজেন এবং অক্সিজেন ভরার কাজ একবার শুরু করা হয়, আবার বন্ধ করা হয় ৷ এদিকে, এসব করতে গিয়েই অনেকটা সময় নষ্ট হয়ে যায় ৷

আরও পড়ুন: নাসা আয়োজিত চ্যালেঞ্জ জিতল ভারতীয় ছাত্রদের দু'টি গ্রুপ

ফ্লোরিডার (Florida) কেনেডি মহাকাশ কেন্দ্র (Kennedy Space Centre) থেকে এই রকেটটি উৎক্ষেপণের কথা রয়েছে ৷ অথচ, ঝড়বৃষ্টির জেরে গোটা প্রক্রিয়াটাই অনেকটা পিছিয়ে গিয়েছে ৷ সূত্রের দাবি, এদিন ট্যাংকে জ্বালানি ভরার কাজটি প্রায় একঘণ্টা দেরিতে শুরু করতে হয় ৷ তার উপর ট্যাংক ফুটো হয়ে যাওয়ায় সমস্যা আরও বাড়ে ৷ এর জেরে ইঞ্জিনগুলিও ঠিকঠাক কাজ করা বন্ধ করে দেয় ৷ সেগুলির নির্মাণে কোনও ত্রুটি রয়েছে কিনা, এবার তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

তথ্য বলছে, এর আগে বসন্তকালে মহড়া চলাকালীন ঠিক যে অংশে ফুয়েল ট্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই একই জায়গায় সেটি ফুটো হয়ে যায় ৷ এই ট্যাংকে জ্বালানি হিসাবে যে হাইড্রোজেন ব্যবহার করা হয়, তা একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক ৷ তাই যেকোনও মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা ওয়াকিবহাল মহলের ৷ উল্লেখ্য, এর আগে গত জুন মাসেও এভাবেই ভাল্ভ ফুটো হয়ে বিপত্তি দেখা দিয়েছিল ৷ কিন্তু, নাসার গবেষক ও বিজ্ঞানীরা ভেবেছিলেন, তাঁরা সমস্যা সম্পূর্ণ রূপে মিটিয়ে ফেলেছেন ৷

সোমবার সকালে নাসার আধিকারিকরা দেখেন, ফুয়েল ট্য়াংকের প্রধান অংশে বড়সড় সমস্যা রয়েছে ৷ যেকোনও সময় তাতে ফাটল ধরতে পারে ৷ যদিও পরে তাঁরা জানান, প্রবল ঠান্ডায় ওই অংশে সম্ভবত বরফ জমে গিয়েছে ৷ প্রসঙ্গত, বিশাল আয়তনের এই ফুয়েল ট্যাংকটির রং কমলা ৷ এর সঙ্গে রয়েছে চারটি ইঞ্জিন ৷ উল্লেখ্য, মার্কিন নভঃশ্বরদের চাঁদে পদার্পণের 50 বছর পূর্তি উপলক্ষে ফের চন্দ্র অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাসা ৷ সংশ্লিষ্ট রকেটটির মাধ্যমেই মহাকাশ্চারীদের ক্যাপসুল চাঁদের কক্ষপথে পৌঁছে দেওয়া হবে ৷

কেপ ক্যানাভেরাল (আমেরিকা), 29 অগস্ট: মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA)-এর নতুন 'মুন রকেট' আরটেমিস-1 (Artemis-1)-এর উৎক্ষেপণের প্রস্তুতিতে বিপত্তি ৷ সূত্রের খবর, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলাকালীন রকেটের 'ফুয়েল ট্যাংক'-এ ফুটো ধরা পড়ে ৷ ফলে উৎক্ষেপণ (NASA Rocket Launch) স্থগিত হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় ৷ পরবর্তীতে এদিনের মতো উৎক্ষেপণ বাতিল করে দেওয়া হয় ৷ সবকিছু ঠিক থাকলে আগামী 2 সেপ্টেম্বর ফের রকেটটিকে মহাকাশে পাঠানোর চেষ্টা করা হবে ৷

সূত্রের খবর, নাসা কর্তৃপক্ষ প্রথমে আপ্রাণ চেষ্টা করেছিল, যাতে সমস্যা মিটিয়ে নির্ধারিত সময়েই রকেটটি মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করতে পারে ৷ সংশ্লিষ্ট রকেটটির মহাকাশ উৎক্ষেপণ ব্যবস্থাপনার (Space Launch System) জন্য যে জ্বালানি ট্যাংক রয়েছে, তার ধারণ ক্ষমতা 10 লক্ষ গ্যালন ৷ এদিন সেই ট্যাংকে ফুটো ধরা পড়তেই দফায় দফায় অতি শীতল হাইড্রোজেন এবং অক্সিজেন ভরার কাজ একবার শুরু করা হয়, আবার বন্ধ করা হয় ৷ এদিকে, এসব করতে গিয়েই অনেকটা সময় নষ্ট হয়ে যায় ৷

আরও পড়ুন: নাসা আয়োজিত চ্যালেঞ্জ জিতল ভারতীয় ছাত্রদের দু'টি গ্রুপ

ফ্লোরিডার (Florida) কেনেডি মহাকাশ কেন্দ্র (Kennedy Space Centre) থেকে এই রকেটটি উৎক্ষেপণের কথা রয়েছে ৷ অথচ, ঝড়বৃষ্টির জেরে গোটা প্রক্রিয়াটাই অনেকটা পিছিয়ে গিয়েছে ৷ সূত্রের দাবি, এদিন ট্যাংকে জ্বালানি ভরার কাজটি প্রায় একঘণ্টা দেরিতে শুরু করতে হয় ৷ তার উপর ট্যাংক ফুটো হয়ে যাওয়ায় সমস্যা আরও বাড়ে ৷ এর জেরে ইঞ্জিনগুলিও ঠিকঠাক কাজ করা বন্ধ করে দেয় ৷ সেগুলির নির্মাণে কোনও ত্রুটি রয়েছে কিনা, এবার তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

তথ্য বলছে, এর আগে বসন্তকালে মহড়া চলাকালীন ঠিক যে অংশে ফুয়েল ট্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই একই জায়গায় সেটি ফুটো হয়ে যায় ৷ এই ট্যাংকে জ্বালানি হিসাবে যে হাইড্রোজেন ব্যবহার করা হয়, তা একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক ৷ তাই যেকোনও মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা ওয়াকিবহাল মহলের ৷ উল্লেখ্য, এর আগে গত জুন মাসেও এভাবেই ভাল্ভ ফুটো হয়ে বিপত্তি দেখা দিয়েছিল ৷ কিন্তু, নাসার গবেষক ও বিজ্ঞানীরা ভেবেছিলেন, তাঁরা সমস্যা সম্পূর্ণ রূপে মিটিয়ে ফেলেছেন ৷

সোমবার সকালে নাসার আধিকারিকরা দেখেন, ফুয়েল ট্য়াংকের প্রধান অংশে বড়সড় সমস্যা রয়েছে ৷ যেকোনও সময় তাতে ফাটল ধরতে পারে ৷ যদিও পরে তাঁরা জানান, প্রবল ঠান্ডায় ওই অংশে সম্ভবত বরফ জমে গিয়েছে ৷ প্রসঙ্গত, বিশাল আয়তনের এই ফুয়েল ট্যাংকটির রং কমলা ৷ এর সঙ্গে রয়েছে চারটি ইঞ্জিন ৷ উল্লেখ্য, মার্কিন নভঃশ্বরদের চাঁদে পদার্পণের 50 বছর পূর্তি উপলক্ষে ফের চন্দ্র অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাসা ৷ সংশ্লিষ্ট রকেটটির মাধ্যমেই মহাকাশ্চারীদের ক্যাপসুল চাঁদের কক্ষপথে পৌঁছে দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.