ETV Bharat / international

Elon Musk : চুক্তির অর্থ কমিয়ে টুইটার কিনবেন মাস্ক - Elon Musk hints at paying less for Twitter than his deal offer

মায়ামিতে এক টেকনলোজি কনফারেন্সে টেসলার মালিক জানিয়েছেন, অদূর ভবিষ্যতে চুক্তির অঙ্ক কমার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Elon Musk hints at paying less for Twitter than his deal offer) ৷ কনফারেন্সে মাস্কের সেই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ্ংস আকারে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

Elon Musk buys Twitter
চুক্তির অর্থ কমিয়ে টুইটার কেনার বার্তা দিলেন মাস্ক
author img

By

Published : May 17, 2022, 11:21 AM IST

Updated : May 17, 2022, 11:33 AM IST

সান ফ্রান্সিসকো, 17 মে : গত মাসে 44 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কিনে নিয়েছিলেন তিনি ৷ তবে টুইটার বোর্ডের সঙ্গে চুক্তির সেই অর্থ কমিয়ে দেওয়ার বার্তা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ৷ সম্প্রতি মায়ামিতে এক টেকনলোজি কনফারেন্সে টেসলার মালিক জানিয়েছেন, অদূর ভবিষ্যতে চুক্তির অঙ্ক কমার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Elon Musk hints at paying less for Twitter than his deal offer) ৷ কনফারেন্সে মাস্কের সেই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

সম্প্রতি টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করে মাইক্রোব্লগিং সাইট থেকে 'স্প্যাম বট' সরাতে উদ্যোগী হয়েছিলেন ধনকুবের ৷ প্ল্যাটফর্মটির 229 মিলিয়ন অ্যাকাউন্ট মূল্যায়ন করে অন্ততপক্ষে 20 শতাংশ অ্যাকাউন্ট স্প্যাম বটের তালিকাভুক্ত হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশ পেয়েছে ৷ যদিও সংস্থার সিইও পরাগ আগরওয়াল প্রাথমিকভাবে অঙ্কটা পাঁচ শতাংশেরও কম বলে জানিয়েছিলেন ৷ এদিকে মাস্কের চুক্তির অর্থ কমিয়ে টুইটার কেনার ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা ৷

আরও পড়ুন : 'সময়টা টালমাটাল', মাস্ক টুইটার কেনার পরেই দুশ্চিন্তায় পরাগ

টুইটার ব্যবহারকারীরা শঙ্কা প্রকাশ করছেন, তাহলে কি টুইটার কেনার চুক্তি বাতিলের জন্যই এসব করছেন মাস্ক নাকি সত্যিই চুক্তির অর্থ কমাচ্ছেন তিনি ৷ মাস্কের চুক্তির অর্থ কমাতে চাওয়ার বিষয়টি একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না ৷ কারণ টেসলার লভ্যাংশের একটা বড় অংশ টুইটার অধিগ্রহণে ব্যয় করেছেন মাস্ক ৷ কিন্তু স্টক মার্কেটে সম্প্রতি টেসলার বিরাট পতন চুক্তির অর্থ কমিয়ে আনার সম্ভাবনা উজ্জ্বল করেছে ৷

সান ফ্রান্সিসকো, 17 মে : গত মাসে 44 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কিনে নিয়েছিলেন তিনি ৷ তবে টুইটার বোর্ডের সঙ্গে চুক্তির সেই অর্থ কমিয়ে দেওয়ার বার্তা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ৷ সম্প্রতি মায়ামিতে এক টেকনলোজি কনফারেন্সে টেসলার মালিক জানিয়েছেন, অদূর ভবিষ্যতে চুক্তির অঙ্ক কমার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Elon Musk hints at paying less for Twitter than his deal offer) ৷ কনফারেন্সে মাস্কের সেই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

সম্প্রতি টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করে মাইক্রোব্লগিং সাইট থেকে 'স্প্যাম বট' সরাতে উদ্যোগী হয়েছিলেন ধনকুবের ৷ প্ল্যাটফর্মটির 229 মিলিয়ন অ্যাকাউন্ট মূল্যায়ন করে অন্ততপক্ষে 20 শতাংশ অ্যাকাউন্ট স্প্যাম বটের তালিকাভুক্ত হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশ পেয়েছে ৷ যদিও সংস্থার সিইও পরাগ আগরওয়াল প্রাথমিকভাবে অঙ্কটা পাঁচ শতাংশেরও কম বলে জানিয়েছিলেন ৷ এদিকে মাস্কের চুক্তির অর্থ কমিয়ে টুইটার কেনার ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা ৷

আরও পড়ুন : 'সময়টা টালমাটাল', মাস্ক টুইটার কেনার পরেই দুশ্চিন্তায় পরাগ

টুইটার ব্যবহারকারীরা শঙ্কা প্রকাশ করছেন, তাহলে কি টুইটার কেনার চুক্তি বাতিলের জন্যই এসব করছেন মাস্ক নাকি সত্যিই চুক্তির অর্থ কমাচ্ছেন তিনি ৷ মাস্কের চুক্তির অর্থ কমাতে চাওয়ার বিষয়টি একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না ৷ কারণ টেসলার লভ্যাংশের একটা বড় অংশ টুইটার অধিগ্রহণে ব্যয় করেছেন মাস্ক ৷ কিন্তু স্টক মার্কেটে সম্প্রতি টেসলার বিরাট পতন চুক্তির অর্থ কমিয়ে আনার সম্ভাবনা উজ্জ্বল করেছে ৷

Last Updated : May 17, 2022, 11:33 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.