ETV Bharat / international

S Jaishankar Meets UNSG: জি-20 সভাপতিত্বে সফল ভারত, নিউইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক এস জয়শঙ্করের - আন্তোনিও গুতেরেস

সেপ্টেম্বরের প্রথমেই ভারতে জি-20 শীর্ষ সম্মেলন হয়েছে ৷ এই সম্মেলনের সফলতা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে শুভেচ্ছা জানালেন মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং 78তম সাধারণ সভার সভাপতি ডেনিস ফ্রান্সিস ৷

ETV Bharat
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
author img

By PTI

Published : Sep 26, 2023, 11:59 AM IST

নিউইয়র্ক, 26 সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ চলতি মাসের 9-10 তারিখে দিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন হয়েছে ৷ স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে এ বিষয়ে কথা বলেন জয়শঙ্কর ৷ এছাড়া আফগানিস্তান, মায়ানমারের পরিস্থিতি-সহ অন্য আন্তর্জাতিক বিষয়গুলিও তাঁদের বৈঠকে উঠে আসে ৷

এই বৈঠকের একটি ছবি পোস্ট করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি লেখেন, "এটা সৌভাগ্যের বিষয়, রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে মহাসচিবের সঙ্গে দেখা হয়েছে ৷ ভারতের জি-20 সভাপতিত্বে রাষ্ট্রসংঘের দীর্ঘস্থায়ী উন্নয়নের এজেন্ডাকে আরও শক্তিশালী করেছে ৷ এ নিয়ে আলোচনা হয়েছে ৷ আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারে রাষ্ট্রসংঘের মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ ৷ এর প্রশংসা করছি ৷"

  • Pleasure to meet with UN Secretary General @antonioguterres at UN Headquarters.

    Discussed how India’s G20 Presidency has contributed to strengthening @UN’s sustainable development agenda. We have coordinated closely in this regard over the last year.

    Appreciate UNSG’s strong… pic.twitter.com/nZnapCF2JW

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বৈঠক সম্পর্কে রাষ্ট্রসংঘের মুখপাত্রের কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের প্রধান রাষ্ট্রসংঘের প্রতি ভারতের সহযোগিতা এবং জি-20 সভাপতিত্বে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন ৷ মহাসচিব এবং বিদেশমন্ত্রী আফগানিস্তান, মায়ানমার এবং বিশ্বের অন্য চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করেছেন ৷

আন্তোনিও গুতেরেস ছাড়াও জয়শঙ্কর এদিন রাষ্ট্রসংঘের 78তম সাধারণ সভার সভাপতি ডেনিস ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করেন ৷ তিনিও ভারতের জি-20 সভাপতিত্বের ভূয়সী প্রশংসা করেছেন ৷ তিনি সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) লেখেন, এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে তিনি অভিভূত ৷ ভারতের জি-20 সভাপতিত্ব সফল হয়েছে ৷ এর জন্য ফ্রান্সিস এস জয়শঙ্করকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এর জন্য ফ্রান্সিস এস জয়শঙ্করকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি আরও জানিয়েছেন জি-20 সম্মেলনে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ এক পৃথিবী একটিই পরিবার বার্তাটি প্রতিধ্বনিত হয়েছে ৷ তিনি ভারতের চন্দ্রযান-3 মিশনের সাফল্যকেও অভিনন্দন জানিয়েছেন ৷

গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে ভারতের চন্দ্রযান-3 ৷ এই মহাকাশযানটি সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ৷ চিন, আমেরিকা, সোভিয়েত ইউনিয়নের পরে ভারত চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং অর্থাৎ কোনও ঝাঁকুনি ছাড়া অবতরণ করতে সমর্থ হয়েছে ৷

আরও পড়ুন: প্রেসিডেন্ট পদের দৌড়ে ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে বাইডেন, বলছে নয়া সমীক্ষা

নিউইয়র্ক, 26 সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ চলতি মাসের 9-10 তারিখে দিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন হয়েছে ৷ স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে এ বিষয়ে কথা বলেন জয়শঙ্কর ৷ এছাড়া আফগানিস্তান, মায়ানমারের পরিস্থিতি-সহ অন্য আন্তর্জাতিক বিষয়গুলিও তাঁদের বৈঠকে উঠে আসে ৷

এই বৈঠকের একটি ছবি পোস্ট করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি লেখেন, "এটা সৌভাগ্যের বিষয়, রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে মহাসচিবের সঙ্গে দেখা হয়েছে ৷ ভারতের জি-20 সভাপতিত্বে রাষ্ট্রসংঘের দীর্ঘস্থায়ী উন্নয়নের এজেন্ডাকে আরও শক্তিশালী করেছে ৷ এ নিয়ে আলোচনা হয়েছে ৷ আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারে রাষ্ট্রসংঘের মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ ৷ এর প্রশংসা করছি ৷"

  • Pleasure to meet with UN Secretary General @antonioguterres at UN Headquarters.

    Discussed how India’s G20 Presidency has contributed to strengthening @UN’s sustainable development agenda. We have coordinated closely in this regard over the last year.

    Appreciate UNSG’s strong… pic.twitter.com/nZnapCF2JW

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বৈঠক সম্পর্কে রাষ্ট্রসংঘের মুখপাত্রের কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের প্রধান রাষ্ট্রসংঘের প্রতি ভারতের সহযোগিতা এবং জি-20 সভাপতিত্বে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন ৷ মহাসচিব এবং বিদেশমন্ত্রী আফগানিস্তান, মায়ানমার এবং বিশ্বের অন্য চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করেছেন ৷

আন্তোনিও গুতেরেস ছাড়াও জয়শঙ্কর এদিন রাষ্ট্রসংঘের 78তম সাধারণ সভার সভাপতি ডেনিস ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করেন ৷ তিনিও ভারতের জি-20 সভাপতিত্বের ভূয়সী প্রশংসা করেছেন ৷ তিনি সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) লেখেন, এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে তিনি অভিভূত ৷ ভারতের জি-20 সভাপতিত্ব সফল হয়েছে ৷ এর জন্য ফ্রান্সিস এস জয়শঙ্করকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এর জন্য ফ্রান্সিস এস জয়শঙ্করকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি আরও জানিয়েছেন জি-20 সম্মেলনে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ এক পৃথিবী একটিই পরিবার বার্তাটি প্রতিধ্বনিত হয়েছে ৷ তিনি ভারতের চন্দ্রযান-3 মিশনের সাফল্যকেও অভিনন্দন জানিয়েছেন ৷

গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে ভারতের চন্দ্রযান-3 ৷ এই মহাকাশযানটি সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ৷ চিন, আমেরিকা, সোভিয়েত ইউনিয়নের পরে ভারত চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং অর্থাৎ কোনও ঝাঁকুনি ছাড়া অবতরণ করতে সমর্থ হয়েছে ৷

আরও পড়ুন: প্রেসিডেন্ট পদের দৌড়ে ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে বাইডেন, বলছে নয়া সমীক্ষা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.